বুধবার ১৯ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | Tata Steel Marathon: টাটা স্টিল ম্যারাথনে রেকর্ড ইবেনয়ো-কেবেদের, ভারতীয়দের মধ্যে জিতলেন সাওয়ান-রেশমা

Sampurna Chakraborty | ১৭ ডিসেম্বর ২০২৩ ১৪ : ২১Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: টাটা স্টিল কলকাতা ২৫ কে ম্যারাথনে এলিট রেসে ইতিহাস সৃষ্টি করলেন ড্যানিয়েল সিমিউ ইবেনয়ো। ১:১১:১৩ মিনিটে শেষ করে ইভেন্ট রেকর্ড করেন কেনিয়ার দৌড়বিদ। মেয়েদের এলিট রেসে ইভেন্ট রেকর্ড সুতুমে আসেফা কেবেদের। ১:১৮:৪৭ মিনিটে শেষ করেন ইথিওপিয়ার অ্যাথলিট। মাত্র পাঁচ সেকেন্ডের জন্য বিশ্বরেকর্ড হাতছাড়া হওয়ার আবেগে ভাসেন ইবেনয়ো। ২৫ কে তে ১:১১:১৮ মিনিটে শেষ করে রেকর্ডের অধিকারী কেনিয়ার ডেনিস কিমেত্তো। এদিন একটুর জন্য তাঁর রেকর্ড ভাঙতে পারলেন না ইবেনয়ো। যার আফশোসে চোখের জল আটকাতে পারেননি। এবছর বুদাপেস্ট ওয়ার্ল্ডস এবং ওয়ার্ল্ড হাফ ম্যারাথন চ্যাম্পিয়নশিপ জেতেন। ১৫ কে অতিক্রম করার পর বাকি ৪৩.১ মিনিট এগিয়ে ছিলেন তিনি। দ্বিতীয় স্থানে শেষ করা ভিক্টর কিপরুতো তোগম একটা সময় পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চালালেও গতি বাড়িয়ে ১৯ কের পর তাঁকে মাত দেন ইবেনয়ো। ১:১২:২৬ মিনিটে শেষ করেন তোগম। তৃতীয় স্থানে শেষ করেন ইথিওপিয়ার টেসফায়ে ডেমেকে (১:১৩:৩৬)। জেতার পর ইবেনয়ো বলেন, "ভগবানের সাহায্যে কোর্স রেকর্ড ভেঙে স্পেশাল কিছু করতে পেরেছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের ধন্যবাদ। এই জয় আমার বান্ধবীকে উৎসর্গ করছি। ওর সাপোর্ট এবং উৎসাহ না থাকলে আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না।" প্যারিস অলিম্পিক লক্ষ্য হলেও ২৫ কেতে বিশ্বরেকর্ড করতে চান ইবেনয়ো। 

মেয়েদের এলিট রেসে হাফ ম্যারাথন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ জয়ী এবং এবারের ম্যারাথনের ফেভারিট ইয়ালেমজেরফ ইয়েহুয়ালোকে পেছনে ফেলে ইভেন্ট রেকর্ড করেন সুতুমে আসেফা কেবেদে। এর আগে বিশ্বমঞ্চে সেইভাবে কোনও সাফল্য ছিল না ইথিওপিয়ান অ্যাথলিটের। দ্বিতীয় ২৫ কেতে নেমেই বাজিমাত। একটা সময় পর্যন্ত একই গতিতে একসঙ্গে এগোচ্ছিলেন দু"জন। শেষ কিলোমিটারে গতি বাড়িয়ে বাকিদের পেছনে ফেলেন কেবেদে। ১:১৯:২৬ মিনিটে শেষ করে দ্বিতীয় হন ইয়ালেমজেরফ। তৃতীয় বেটি চেপকেমোই কিবেট। কেনিয়ার দৌড়বিদ ১:২১:৪৩ তে শেষ করেন। জয়ের পর কেবেদে বলেন, "এটা আমার দ্বিতীয় ম্যারাথন ছিল। জয়ের লক্ষ্যেই নেমেছিলাম। আমি আরও জোরে দৌড়তে চাই। তবে দিনের শেষে আমি নিজের টাইমিংয়ে খুশি। ভাল কোর্স, ভাল আবহাওয়ার আমার জন্য পরিস্থিতি সহজ হয়ে যায়।" একনম্বর স্থান হাতছাড়া হওয়ার জন্য চোটকেই দায়ী করেন ইয়ালেমজেরফ। জানান, ২১ কিলোমিটারের পর হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। 

ভারতীয়দের মধ্যে সবাইকে অবাক করে পোডিয়াম ফিনিশ করতে পারেননি ফেভারিট গোপী টি। শেষ করতে পারেননি ম্যারাথন। জানা যায়, ২১ কিলোমিটারের পর চোট পেয়ে মাঝপথেই বেরিয়ে যান। ভারতীয়দের মধ্যে এলিট পুরুষদের বিভাগে একনম্বরে শেষ করেন সাওয়ান বারওয়াল।‌ তাঁর টাইমিং ১:১৭:৪৯। মেয়েদের মধ্যে এই নজির গড়েন রেশমা কেভাতে। ১:৩০:৩৮ মিনিটে শেষ করেন তিনি। এশিয়ান হাফ ম্যারাথনে ব্রোঞ্জ জয়ী সাওয়ান বলেন, "আবহাওয়া ভাল ছিল। তাতে কিছুটা সুবিধা হয়। নিজের টাইমিং এবং একনম্বর স্থানে শেষ করতে পেরে খুশি। এরপর মুম্বই ম্যারাথনে ভাল করাই লক্ষ্য।" প্রথমদিকে গ্রুপের সঙ্গে এগোলেও, গোপীকে টেক্কা দিয়ে শেষ ১৪ কিলোমিটার একাই বাজিমাত করেন সাওযান। প্যারিস অলিম্পিকে ১০,০০০ এর যোগ্যতা অর্জনের চেষ্টা করবেন তিনি।

মহারাষ্ট্রের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা রেশমা একটা সময় খাবারের সন্ধানে নিজের গ্রামে ৪০০ মিটার দৌড়তেন। জিতলে দু"মুঠো খাবার জুটত। এখান থেকেই শুরু। আজ ভারতীয় মেয়েদের এলিট গ্রুপের চ্যাম্পিয়ন রেশমা। তিনি বলেন, "ছেলেদের সঙ্গে দৌড়ানোর ফলে গতি বাড়াতে সুবিধা হয়। আবহাওয়া ভাল ছিল। তবে প্রতিযোগিতা কঠিন ছিল। কোনও টার্গেট সেট করে নামিনি। সেরাটা দেওয়াই লক্ষ্য ছিল। নিজের পারফরম্যান্সে‌ খুশি।" রেড রোডে ডিসেম্বরের শীতের সকাল ছিল জমজমাট। মোট ১৭,৫৫৭ জন টাটা স্টিল কলকাতা ২৫ ম্যারাথনে অংশগ্রহণ করে। পুরুষ এবং মহিলাদের এলিট গ্রুপ ছাড়াও ছিল বিজয় দিবস ট্রফি, পুলিশ কাপ। ম্যারাথনের ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, দমকল মন্ত্রী সুজিত বসু, বিধায়ক দেবাশিস কুমার, পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অজিত ব্যানার্জি, ঝুলন গোস্বামী, কৌশানী মুখার্জি প্রমুখ। এছাড়াও ছিলেন আন্তর্জাতিক অ্যাথলিট কলিন জ্যাকসন।




নানান খবর

নানান খবর

দেশের জার্সিতে আজ আবার মাঠে ফিরছেন সুনীল

কোহলির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী সতীর্থ এবার আইপিএলে আম্পায়ারের ভূমিকায়

পাক অধিনায়কের ইংরেজি নিয়ে বিদ্রুপ, তুমুল সমালোচনার মুখে প্রাক্তন অজি তারকা

দশ দফা নির্দেশিকায় পরিবর্তন! কোন নিয়মে বদল আনতে চলেছে বোর্ড?

একাধিক চোট, আইপিএলের আগে ঘোর সমস্যায় সঞ্জীব গোয়েঙ্কার দল

কথা কম কাজ বেশি, আইপিএল শুরুর মুখেই হুঙ্কার এই ক্রিকেটারের গলায় 

‘‌আমাদের হার দেখলে খুশি হয় দেশবাসী’‌, বিস্ফোরক পাক পেসার

সেদিনের বল বয় থেকে আজ পাঞ্জাবের অধিনায়ক, পুরনো স্মৃতি শ্রেয়সের গলায় 

পর্দায় 'অ্যানিমাল' ধোনি, সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে আগুন

ভারতীয় মহিলার সঙ্গে বাগদান সারলেন পাকিস্তানি ক্রিকেটার, সোশ্যাল মিডিয়ায় শোরগোল

পতিদারের পাশে কোহলি, আইপিএলের প্রাক্কালে করলেন বড় ভবিষ্যদ্বাণী

'অক্ষর বড় ভাইয়ের মতো, দিল্লি এবার ট্রফি জিতবে', দাবি বাংলার ক্রিকেটারের

বৃষ্টিতে ভেস্তে গেল কেকেআরের প্র্যাকটিস ম্যাচ, শুরু হল না দ্বিতীয় ইনিংস

বৃষ্টিতে ভেস্তে গেল কেকেআরের প্র্যাকটিস ম্যাচ, শুরু হল না দ্বিতীয় ইনিংস

রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন কে? আইপিএলের আগে মুম্বাই ইন্ডিয়ান্সের হাঁড়ির খবর ফাঁস

হোলি খেলা অপরাধ! মহম্মদ সামির মেয়েকে আক্রমণ রিজভীর

ছয় ছক্কা মেরে নতুন রেকর্ড থিসারার, রইল দ্বীপরাষ্ট্রের তারকার ব্যাটিং তাণ্ডব

গম্ভীর না থেকেও রয়েছেন নাইটদের সাজঘরে, প্রাক্তন নাইট মেন্টরের থেকে পারমর্শ চাইলেন নব্য মেন্টর ব্রাভো

মরিয়া চেষ্টা করেও পারেননি দিল্লিকে জেতাতে, হার সহ্য করতে না পেরে তারকা অলরাউন্ডার ভেঙে পড়লেন কান্নায়

সোশ্যাল মিডিয়া