আজকাল ওয়েবডেস্ক: পুজো কমিটিগুলি আর্থিক অনুদান প্রত্যেক বছর পেয়ে আসছে রাজ্য সরকারের তরফে। কিন্তু এবছর সেই অনুদানের পরিমান বেড়েছে। যা অনেক পুজো কমিটির দাবি, আর্থিক চাপ অনেকটা কমবে। জলপাইগুড়ির দুর্গা পুজো কমিটিকে রাজ্য সরকারের আর্থিক অনুদান প্রদানের প্রক্রিয়া শুরু হল বৃহস্পতিবার। এ দিন কোতোয়ালি থানা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৩০টি পুজো কমিটির হাতে ৮৫ হাজার টাকার চেক তুলে দেওয়ার শুরু হল।
তিনদিন ধরে এই চেক বিলি প্রক্রিয়া চলছে। এ দিনের চেক বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ, পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল, অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক বন্দ্যোপাধ্যায়, কোতোয়ালি থানায় আইসি সঞ্জয় দত্ত, সদর ট্র্যাফিক আইসি অমিতাভ দাস সহ অনেকে। জেলার মোট ৮১৫টি পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান পাবে। সকল পুজো কমিটিকে অনলাইনে পুজো করার জন্য আবেদন জানাতে হবে। এরপর সেই আবেদন করার কপি জমা করার পরেই মিলবে সরকারি অনুদান।
কোতোয়ালি থানা এলাকায় মোট ২৩০টি পুজো কমিটিকে চেক বিলি করা হবে। পুজো মণ্ডপে ডেঙ্গি, বাল্য বিবাহ বন্ধ করার প্রচার করা হবে জানালেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ। পুর প্রধান পাপিয়া পাল বলেন, 'সরকারের বিধিনিষেধ মেনে পুজো ভালভাবে কাটবে।' অভিজিৎ সরকার পুজো কমিটির তরফে বলেন, 'অন্যান্য বার এই টাকা আমাদের দেওয়া হতো পুজোর দুই একদিন আগে। কিন্তু এবার সেই টাকা আগে পাওয়ায় আমাদের খুব উপকার হয়েছে।'
