বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | মোলিনাকে গো ব্যাক স্লোগান! পা দিয়ে রক্ত পড়ছিল, রেফারিং নিয়ে কী বললেন দিমিত্রি?

Sampurna Chakraborty | ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩ : ৪৬Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: সবে নতুন মরশুম শুরু হয়েছে। ডুরান্ড কাপের পর আইএসএলের মাত্র একটা ম্যাচ খেলা হয়েছে। এদিন হাতেখড়ি হয় এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। তারমধ্যেই 'গো ব্যাক স্লোগান' শুনতে হল হোসে মোলিনাকে। ম্যাচ শেষ হতেই সবুজ মেরুন গ্যালারি থেকে এই স্লোগান ওঠে। তখন মাঠেই দাঁড়িয়ে বাগানের হাই-প্রোফাইল কোচ। নিশ্চয়ই কানে গিয়েছে। কিন্তু সেই নিয়ে বিশেষ মাথা ঘামাতে চান না স্প্যানিশ কোচ। ম্যাচ শেষে এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে মোলিনা বলেন, 'সমর্থকরা জয় দেখতে চায়। ওদের মনোভাব প্রকাশ করার অধিকার আছে। আমি এইসব নিয়ে ভাবছি না।' স্টুয়ার্টকে আগে নামালে হয়তো রেজাল্টে পরিবর্তন হতে পারত। কিন্তু ৭৭ মিনিট পর্যন্ত তাঁকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা হয়। বাগান কোচ জানালেন, এটা তাঁর স্ট্র্যাটেজির অঙ্গ ছিল। মোলিনা বলেন, 'স্টুয়ার্টকে পরে নামানোই স্ট্র্যাটেজি ছিল। ভেবেছিলাম পরের দিকে ওদের প্লেয়াররা ক্লান্ত হয়ে পড়বে, সেই সময় স্টুয়ার্ট তার ফায়দা নিতে পারবে।' ঘরের মাঠে তিন পয়েন্ট হাতছাড়া হওয়ায় হতাশ মোলিনা। তবে দলের সার্বিক পারফরম্যান্সে খুশি। মোলিনা বলেন, 'আমরা তিন পয়েন্ট পেতে চেয়েছিলাম। আমরা বেশি গোলের সুযোগ তৈরি করেছি। তিন পয়েন্ট না পেয়ে অবশ্যই কিছুটা হতাশ। তবে এবার পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে। ট্রাক্টর ম্যাচ নিয়ে ভাবার সময় আছে। আপাতত আমাদের আইএসএলে ফোকাস ফেরাতে হবে।' 

এদিন বাগানের খেলায় কিছুটা দায়সারা ভাব চোখে পড়ে। বিশেষ করে প্রথমার্ধে। ফুটবলারদের মধ্যে সেই তাগিদের অভাব ছিল। একাধিক সিটার মিস হয়। কিন্তু দিমিত্রির দাবি, তাঁদের চেষ্টার কোনও ত্রুটি ছিল না। দিমি বলেন, 'আমি হতাশ। আমরা জিততে চেয়েছিলাম। চেষ্টার ত্রুটি ছিল না। আমরা প্রচুর চেষ্টা করেছি। আমরা জার্সির সম্মান করি। তাই আমার মনে হয় না চেষ্টায় কোনও খামতি ছিল। এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে নামতে হবে। খুব বেশি ভাবার সময় নেই। আমাদের আরও বেশি করে চেষ্টা করতে পারি। আমাদের এগিয়ে যেতে হবে। আবার এই ম্যাচটা দেখতে হবে, এবং এটার থেকে শিক্ষা নিতে হবে। ইতিবাচক দিকগুলো নিয়ে এগিয়ে যেতে হবে।' রেফারিং নিয়ে সরাসরি কিছু মন্তব্য করতে না চাইলেও, একটি কথায় নিজের মনোভাব ব্যক্ত করেন বাগানের তারকা ফুটবলার। দিমিত্রি বলেন, 'আমি রেফারি নিয়ে কিছু বলতে চাই না। আমার মনে হয় যা দেখার সবাই দেখেছে। আমার পা থেকে রক্ত পড়ছিল, কিন্তু কোনও ফাউল দেওয়া হয়নি।'

এদিন প্রথমবার আঠারো জনের দলে ছিলেন জেমি ম্যাকলারেন। কিন্তু সবুজ মেরুন জার্সিতে অভিষেক হয়নি। তবে পরের আইএসএল ম্যাচে নামার বিষয়ে আশাবাদী অস্ট্রেলিয়ার বিশ্বকাপার। ম্যাকলারেন বলেন, 'আমি আঠারোজনের দলে ছিলাম মানে আমি নিশ্চয়ই খেলার মতো জায়গায় আছি। এদিন সেই সুযোগ হয়নি। আশা করছি পরবর্তী ম্যাচে সেই সম্ভাবনা তৈরি হবে।' ম্যাকলারেন প্রসঙ্গে মোলিনা জানান, তিনি এই বিষয়ে কোনও হটকারিতা করতে চান না। অজি বিশ্বকাপারকে চাপের মুখে ফেলতে চান না। তবে সোমবার নর্থ ইস্ট ম্যাচে ম্যাকলারেনের সবুজ মেরুন জার্সিতে অভিষেক হওয়ার সম্ভাবনা যে প্রবল, তার ইঙ্গিত দিয়ে রাখলেন বাগান কোচ। 


#Mohun Bagan#Jose Molina#Dimitri Petratos#AFC Champions League



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

টেস্ট শুরুর আগে কুলদীপকে অপহরণ? দুই তারকা ক্রিকেটারের ভিডিও ভাইরাল...

গম্ভীর-জমানায় উপকৃত হবে ভারতীয় ক্রিকেট, গুরু গৌতমের পাশে দ্রাবিড়...

প্রাথমিক ধাক্কা সামলে অশ্বিনের শতরানে প্রত্যাবর্তন, চালকের আসনে ভারত...

রোনাল্ডো পেলেন নতুন কোচ, আল নাসের থেকে সরলেন কাস্ত্রো, এলেন পিওলি ...

যশস্বীর যশ লাভ, ৮৯ বছরের রেকর্ড ভাঙলেন তারকা ব্যাটার...

একাধিক সুযোগ নষ্ট দিমিত্রিদের, এসিএলের প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান...

ক্যান্সার কেড়ে নিল তারকাকে, বিশ্বফুটবলের নক্ষত্র সময়ের আগেই হারিয়ে গেলেন চিরতরে ...

পদ্মাপারে ক্রিকেট নিয়ে নেই উত্তাপ! ভারতে শেখ হাসিনা? প্রশ্ন নিয়েই ভারত জয় করতে মরিয়া বাংলাদেশ ...

ইউ টার্ন না পসন্দ, নিজের কোন সিদ্ধান্ত বদল করবেন না রোহিত? ...

রোহিত শর্মার এই অভ্যাস নিয়ে হেসে খুন বিরাট কোহলি, কী করে বসলেন ভারত অধিনায়ক...

দুই পেসার, তিন স্পিনার? কেমন হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ?...

মেয়েদের টি-২০ বিশ্বকাপে বাড়ল পুরস্কার মূল্য, কত টাকা পাবেন স্মৃতি-হরমনপ্রীতরা?...

টেস্টের প্রস্তুতির মাঝেই জন্মদিনের উৎসবে মাতলেন রোহিত-কোহলিরা...

ওদের মজা নিতে দিন, সিরিজ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে বিদ্রুপ রোহিতের...

রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা নয়, গম্ভীর এবং নতুন স্টাফ নিয়ে কী বললেন রোহিত? ...



সোশ্যাল মিডিয়া



09 24