শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | সামির ফিটনেসে নজর, চিপকে ভারতের ভরসা স্পিন ত্রয়ী

Sampurna Chakraborty | ২৪ জানুয়ারী ২০২৫ ১৬ : ৪৫Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ইডেনে দাপুটে জয় দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু করেছে ভারতীয় দল। শনিবার চেন্নাইয়ে ব্যবধান বাড়ানোর লক্ষ্যে নামবে সূর্যকুমার যাদব অ্যান্ড কোম্পানি। প্রথম টি-২০ তে জস বাটলারদের সাত উইকেটে উড়িয়ে দেয় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচে নামার আগে শিবিরে চিন্তা মহম্মদ সামির ফিটনেস। প্রথম ম্যাচের আগে নেটে সক্রিয় ভূমিকা নেন। ইডেনে প্রত্যাবর্তন নিশ্চিত থাকলেও, তারকা পেসারকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। চেন্নাইয়ে সামিকে খেলাতে চাইবে। তবে তাঁর ফিটনেস পরীক্ষা করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইডেনে সামিকে খুব বেশি মিস করেনি দল। নতুন বলে অনবদ্য ছিলেন অর্শদীপ সিং। মাঝের ওভারগুলোত ইংল্যান্ডের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন বরুণ চক্রবর্তী। ইডেনে পেসার এবং স্পিনাররা সুবিধা পায়। কিন্তু চেন্নাই স্পিনারদের স্বর্গ। যদিও ভারতের অভিযোগ করার কিছু নেই। দলে বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোইয়ের মতো স্পিনাররা রয়েছে। রবং ভারতীয় ব্যাটারদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে কসরত করতে হবে ইংল্যান্ডের দুই স্পিনার আদিল রশিদ এবং লিয়াম লিভিংস্টোনকে। প্রথম ম্যাচে একমাত্র জোফ্রা আর্চার ছাড়া অভিষেক শর্মার সামনে কোনও বোলার দাঁড়াতে পারেনি। 

গত বছরের শেষদিকে থেকে টি-২০ তে ভারতের নতুন ওপেনিং জুটি অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। তাঁদের ওপর ভর করে শুরুটা ভাল করছে টিম ইন্ডিয়া। দু'জন একসঙ্গে রান পেয়েছেন, এমন খুব বেশি না হলেও, কেউ না কেউ খেলে দেন। কলকাতায় একাই ম্যাচ বের করে নেন অভিষেক। স্ট্রাইক রেট ২৩০ এর ওপরে ছিল। শেষ ছয় ইনিংসে সঞ্জুর তিনটে শতরান আছে। পরের বছর ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপে সম্ভবত এই দু'জনই শুরু করবেন। চেন্নাইয়ের কঠিন পিচে শুরুটা ভাল করার দায়িত্ব থাকবে তাঁদের ওপর। ছন্দে ফেরার লড়াই সূর্যকুমারের। টি-২০ ফাইনালের পর শেষ ১১ ইনিংসে মাত্র দুটো অর্ধশতরান রয়েছে। শেষ তিন ম্যাচে ব্যর্থ। কিন্তু শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জেতায় এই বিষয়টিকে পাত্তা দেওয়া হয়নি। তবে রানে ফিরতে মরিয়া থাকবেন ভারত অধিনায়ক। 

আগের ম্যাচের দলে খুব বেশি পরিবর্তন আনতে চাইবে না ভারত। সামি সম্পূর্ণ ফিট হয়ে গেলে, তাঁকে নীতিশ কুমার রেড্ডির জায়গায় খেলানো হবে। চিপকের পিচের কথা মাথায় রেখে তরুণ লেগ স্পিনার রেহান আহমেদকে খেলাতে পারে ইংল্যান্ড। ১২ জনের স্কোয়াডে আরেকজন উইকেটকিপার জ্যামি স্মিথকে রাখা হয়েছে। জেকব বেথেল সঠিক সময় সুস্থ না হলে, তাঁকে খেলানো হবে। তবে চিপকের পিচের চরিত্র অনুযায়ী শনিবারও ফেভারিট হিসেবেই নামবে টিম ইন্ডিয়া। 

 


#India vs England#Mohammed Shami#Team India



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

জাতীয় গেমসে পদক পেলেই সরকারি চাকরি, ঘোষণা রাজ্য সরকারের...

জয়ে ফেরায় স্বস্তিতে, বিষ্ণুকে জাতীয় দলে দেখতে চান ব্রুজো...

জয়ে ফেরায় স্বস্তিতে, বিষ্ণুকে জাতীয় দলে দেখতে চান ব্রুজো...

যুবভারতীতে জ্বলল মশাল, হারের হ্যাটট্রিক ভুলে ঘরের মাঠে জয়ে ফিরল ইস্টবেঙ্গল...

লাইভ স্ট্রিমে আরসিবির সমর্থকের মুখ বন্ধ করলেন কুলদীপ, কী বললেন? ...

'মাঠের বাইরের ইস্যু প্রভাব ফেলছে,' বিরাটের ছন্দপতনের রহস্য খুঁজলেন প্রাক্তন অজি তারকা...

দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য, ক্ষোভ উগরে দিলেন তারকা ক্রিকেটার...

সুপার সিক্সের আশা ছাড়ছেন না, হারের হ্যাটট্রিক ভুলে জয়ে ফিরতে বদ্ধপরিকর অস্কার...

বিশ্বজয়ের ওয়াংখেড়ে যখন গিনেস বুকের পাতায়, কারণ জানলে অবাক হতে পারেন...

দুর্দান্ত লড়াই জিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ম্যাডিসন কিজ, সামনে সাবালেঙ্কা ...

ইডেনে ঝুলন গোস্বামীর নামে স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন...

বৃদ্ধাঙ্গুষ্ঠ আর তর্জনী মিলিয়ে অভিষেকের অভিনব উদযাপন, কেন করলেন এমন সেলিব্রেশন? ...

ইডেনে বরুণের ঘূর্ণি, ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, হেলায় ইংল্যান্ডকে হারাল ভারত ...

মেয়ে কোহলির ভক্ত, বাটলারদের খেলা দেখতে ইডেনে সামারসেটের অন্যতম স্পনসর কর্তা...

মেয়ে কোহলির ভক্ত, বাটলারদের খেলা দেখতে ইডেনে সামারসেটের অন্যতম স্পনসর কর্তা...



সোশ্যাল মিডিয়া



01 25