রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | মেয়ে কোহলির ভক্ত, বাটলারদের খেলা দেখতে ইডেনে সামারসেটের অন্যতম স্পনসর কর্তা

Sampurna Chakraborty | ২২ জানুয়ারী ২০২৫ ২০ : ৪১Sampurna Chakraborty


সম্পূর্ণা চক্রবর্তী: গোষ্ঠ পাল সরণি দিয়ে হেঁটে ইডেনের ক্লাব হাউজের দিকে যেতেই হঠাৎ চোখে পড়ল ধপধপে ফর্সা এক অল্প বয়সী বিদেশিনীকে। রাস্তার ধারে জার্সি বিক্রেতার সঙ্গে মাথা নেড়ে কিসব বলছিলেন। কিছুটা দূর থেকে দেখে মনে হয় একে অপরের কথা বুঝতে পারছে না কেউই। একটু কাছে যেতেই দেখতে পেলাম, বিক্রেতা সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়ার জার্সি গছাতে চাইছেন তরুণীকে। কিন্তু কিছুতেই তিনি সেগুলো নেবেন না। তিনি চান বিরাট কোহলির জার্সি। রীতিমতো বায়না জুড়ে দিলেন। ১৮ নম্বর জার্সি ছাড়া কিনবেনই না। আশেপাশে তখন গুটিকয়েক তরুণ ভিড় করে ফেলেছে। তরুণীর সঙ্গে সেলফি তোলার আবদার। কেনই বা কে জানে! তবে বিদেশিনীর নজর বিক্রেতার ঝুলির দিকে। বিরাটের একটি জার্সি যদি বেরোয়। টি-২০ বিশ্বকাপের পর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোহলি, কিন্তু তাঁকে ঘিরে উন্মাদনা একচুলও কমেনি। 

শেষমেষ অনেক কষ্ট বিরাটের একটি জার্সি বের করলেন বিক্রেতা। সেটা পেয়ে আনন্দে আত্মহারা তরুণী। নাম অ্যালিস বেকার। সুদূর লন্ডন থেকে পরিবারের সঙ্গে ভারত সফরে এসেছেন। এই প্রথমবার। সঙ্গী বাবা‌-মা। লন্ডন থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে তাঁদের বসবাস। মুম্বই, দিল্লি, কেরল ঘুরে শেষ গন্তব্য কলকাতা। বৃহস্পতিবারই ফিরে যাবেন নিজের দেশে। তার আগে ইডেনে ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ পেয়ে ছাড়তে চাননি। অনেকটা রথ দেখা, কলা বেচার মতো। প্রিয় ক্রিকেটার কোহলির জার্সি পরে গলা ফাটাবেন বাটলারদের জন্য। ইংল্যান্ডের জেতার বিষয়ে নিশ্চিতও। তবে আজ যদি বিরাট খেলতেন, তাহলেও কি বাটলারদের সমর্থন করতেন? অ্যালিস বলেন, 'কোহলি খেললে কী করতাম জানি না। আমি ওর অন্ধ ভক্ত। টিভিতে ওর খেলা মিস করি না। আরও কিছুদিন টি-২০ খেললে ভাল হত। কিন্তু ও যখন নেই, আমি বাটলারের সাপোর্টার। চাই আমার দেশ জিতুক।' 

পাশে দাঁড়ানো দীর্ঘকায় চেহারার ভদ্রলোক ততক্ষণে কোহলির প্রশংসায় পঞ্চমুখ। ভারতীয় দল সম্পর্কেও বেশ কিছু কথা বললেন। অবাক লাগল। ভারতীয় ক্রিকেট সম্বন্ধে এক ব্রিটিশ পর্যটক এতকিছু জানল কী করে! প্রশ্ন করতেই বেরিয়ে এল ক্রিকেট যোগ। সেই কানেকশন নেহাতই ছোটখাট নয়, বেশ বড়সড়। তিনি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব সামারসেটের অন্যতম স্পনসর ম্যালকম বেকার। যে ক্লাবে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেন বাটলার। দীর্ঘ বছর ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত। তাঁর কোম্পানির নাম এমজে বেকার ফুড সার্ভিস। ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি-২০ তে ডেকান চারজার্সদের গ্রুপে ছিল সামারসেট সাবরেস‌। সেই দলের প্রধান স্পনসর ছিল ম্যালকম বেকারের সংস্থা। দলের জার্সির পেছনে লেখা ছিল এমজে বেকার ফুড সার্ভিস। সামারসেটে থাকাকালীন চার বছরে ইংল্যান্ডের অধিনায়ককে খুব কাছে থেকে দেখেছেন। ম্যালকম বলেন, 'জসের টেস্ট এবং টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছে ভারতের বিরুদ্ধে। ও ভারতের বিরুদ্ধে খেলতে ভালবাসে। আলাদা করে চার্জড আপ হয়ে যায়। আশা করছি আজকে ইংল্যান্ডেই জিতবে।' ম্যাচের আগে যতটা উৎসাহ নিয়ে এই কথাগুলো বলেছিলেন, ইনিংস ব্রেকে হতাশই হবে একসময় বাটলারের দলের মূল স্পনসর। 

 


India vs England Eden GardensSomerset

নানান খবর

নানান খবর

ঝলসে উঠল সূর্যর তেজ, সূর্যবংশীর স্বপ্নের অভিষেক দেখতে জেবে বসে ছিলেন গুগল সিইও

মেসির ম্যাচে উপচে পড়া ভিড় মাঠে, ম্যাচে জিতে ইন্টার মায়ামি সেই অপরাজিতই

আইপিএলের এল ক্লাসিকো, চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বই পাচ্ছে না ৩৭ বছরের তারকাকে

পিছিয়ে পড়ে অবিশ্বাস্য জয় বার্সার, শেষ ল্যাপে এসে মরিয়া কামড় রাফিনিয়াদের

চার্চিলই চ্যাম্পিয়ন, ফেডারেশনের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাবে ইন্টার কাশি

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

সোশ্যাল মিডিয়া