সংবাদ সংস্থা মুম্বই: সন্ন্যাসের পথে হাঁটলেন নয় দশকের সাড়া জাগানো বলি-অভিনেত্রী মমতা কুলকার্নি। মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন। বদলে গেল তাঁর নাম-ও। তাঁর নতুন নামকরণ হয়েছে মমতা নন্দ গিরি। আজ সন্ধ্যায় তাঁর পট্টাভিষেক হবে। কিন্নর আখড়ায় মহামণ্ডলেশ্বর-এর দায়িত্ব সামলাবেন তিনি। শুক্রবার সকালে কিন্নর আখড়ায় মহামণ্ডলেশ্বর-এ হাজির হয়েছিলেন তিনি। সেখানে আচার্য মহামণ্ডলেশ্বর ডা. লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠির সঙ্গে ঘন্টাখানেক আলোচনা চলে তাঁর, তাঁর জীবনের এই নতুন পদক্ষেপ নেওয়া নিয়ে।  এরপর আচার্যের আশীর্বাদ-ও নিতে দেখা যায় প্রাক্তন বলি-অভিনেত্রীকে। গেরুয়া রঙের কাপড় পরেছিলেন মমতা, গলায় জড়ানো ছিল রুদ্রাক্ষর মালা। সেই জায়গা থেকে মমতার একটি ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে হিন্দু সন্ন্যাসিনীদের মতো গেরুয়া পোশাক পরে রয়েছেন 'করণ-অর্জুন' ছবির নায়িকা। কপালে লেপে রয়েছে গেরুয়া টিকা। শোনা যায়, মহামণ্ডলেশ্বর রীতির মাধ্যমে ধর্মগুরুরা সনাতন ধর্ম নিয়ে নানা কথা বলে থাকেন। আরও সুন্দর সমাজ গড়ে তোলা ও ইতিবাচক জীবনযাপনের বার্তা দেন তাঁরা। সেই দিকেই এখন মনোনিবেশ করলেন নব্বইয়ের দশকের নায়িকা।

 

 

ডা. লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠি জানিয়েছেন গত দেড় বছর ধরেই মমতা আমার ও কিন্নর আখড়ার সঙ্গে যোগাযোগ রাখছেন। কিন্নর আখড়া মমতা কুলকার্নিকে মহামণ্ডলেশ্বর-এ পরিণত করবে।" নব্বইয়ের দশকে একাধিক ছবিতে লাস্যময়ী রূপে ধরা দিয়েছিলেন তিনি। অক্ষয় কুমার, আমির খান, সলমন খান, গোবিন্দ, সঞ্জয় দত্তের মতো অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধেছিলেন। তাঁর অনুরাগীও অসংখ্য। তার পরে হঠাৎই বলিউড থেকে সরে যান মমতা কুলকর্নি।