বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৩ জানুয়ারী ২০২৫ ২২ : ৪৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: হারের হ্যাটট্রিক ভুলে ঘরের মাঠে জয়ের খোঁজে নামবে ইস্টবেঙ্গল। শুক্রবার লাল হলুদের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। মুম্বই, মোহনবাগান, গোয়ার কাছে হার সুপার সিক্সের আশায় ধাক্কা দিয়েছে। গোয়ায় হারের পর বাস্তববাদী অস্কার ব্রুজো মেনে নিয়েছিলেন, এই জায়গা থেকে প্রথম ছয়ে শেষ করার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। পথ আরও কঠিন হল। কিন্তু কেরলের বিরুদ্ধে নামার আগের দিন সমর্থকদের জন্য আশার আলো দেখালেন। ইস্টবেঙ্গল কোচের দাবি, এখনও সুপার সিক্স ধরাছোঁয়ার বাইরে নয়। অস্কার ব্রুজো বলেন, 'আমরা ভালই খেলছি। কিন্তু রেজাল্ট আসছে না। আইএসএলের তিনটে সেরা দলের কাছে হেরেছি। আমরা যদি টানা তিনটে ম্যাচ জিততে পারি, তাহলে আমাদের একটা সম্ভাবনা থাকবে। শেষ তিন, চারটে ম্যাচে ৫-৬ পয়েন্ট পেলে আমরা ভাল জায়গায় থাকতে পারতাম। আমাদের স্বপ্ন শেষ হয়ে যায়নি। এখনও আটটা ম্যাচ বাকি। এরপর পয়েন্ট নষ্ট করলে আমাদের খেসারত দিতে হবে। পরের তিনটে ম্যাচ আমাদের জিততেই হবে।'
আগের দিন দ্বিতীয়ার্ধে গোয়ার বিরুদ্ধে আক্রমণের ঝড় তুলেও গোল আসেনি। তাতে হতাশ অস্কার। তবে নির্দিষ্ট কারোর ওপর দায় চাপাতে চান না। একেবারেই ছন্দে নেই দিমিত্রিয়স ডিয়ামানটাকোস। তবে গ্রিক স্ট্রাইকারের পাশেই দাঁড়াচ্ছেন ব্রুজো। শুক্রবার তাঁর পুরোনো দলের বিরুদ্ধে ম্যাচ। ইস্টবেঙ্গল কোচের আশা, এই ম্যাচ থেকেই গোলে ফিরবেন দিমি। অস্কার বলেন, 'আমরা আক্রমনাত্মক ফুটবল খেলছি। কিন্তু সেট পিসে গোল হজম করছি। আমি নির্দিষ্ট কোনও প্লেয়ারের ওপর দায় চাপাতে চাই না। আমাদের ক্রস, সেন্টারের সংখ্যা দেখলেই বোঝা যাবে। বিপক্ষ ৩-৪ টে সুযোগ পেলে গোল করে দিচ্ছে। আমরা আধিপত্য বিস্তার করেও বক্সে সাফল্য পাচ্ছি না। দিমিকে নিয়ে খুশি না হলে ওকে দলের বাইরে রাখতাম। নভেম্বর, ডিসেম্বরে ও ভাল খেলছিল। কাল ওর পুরোনো দলের বিরুদ্ধে ম্যাচ। আত্মবিশ্বাসে ফুটছে। গোলে ফিরতে মরিয়া। জবাব দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করতে চায়।' কেরল কাউন্টার অ্যাটাক ভিত্তিক ফুটবল খেলে। দ্বিতীয়ার্ধে সাধারণত ভাল খেলে। এই বিষয়গুলো মাথায় রাখছেন ব্রুজো। কেরল ম্যাচে ফিরবেন হেক্টর ইউস্তে। তবে ৯০ মিনিট খেলার মতো জায়গায় নেই। সল ক্রেস্পো এখনও সম্পূর্ণ ফিট নয়। প্রভাত লাকরারও একই অবস্থা। আনোয়ার আলির মাঠে ফিরতে আরও ১৫ দিন লাগবে। তবে যাবতীয় প্রতিকূলতা ছাপিয়ে ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া লাল হলুদ ব্রিগেড।
#East Bengal#Oscar Bruzon#Indian Super League
বিশেষ খবর
নানান খবর

নানান খবর

একদিনের ক্রিকেটে বাবরের ঘাড়ে নিশ্বাস ফেলছেন রোহিত, শুভমন...

পাক প্রধানমন্ত্রীর বিপরীত মেরুতে নাসিম শাহ, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভিন্ন সুর তারকা পেসারের গলায় ...

১১ বার কোহলিকে আউট! বিশ্ব ক্রিকেটে নতুন রেকর্ড ইংল্যান্ডের স্পিনারের...

গিলের সেঞ্চুরি, বিরাট-শ্রেয়সের হাফ সেঞ্চুরি, স্বপ্নভঙ্গের মাঠে রানের পাহাড়ে ভারত ...

চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে জুয়া খেললেন গম্ভীর, পরিসংখ্যান কী বলছে? ...

কেকেআরের অধিনায়ক হতে কি তৈরি রাহানে? ইডেন ছাড়ার আগে কী বললেন মুম্বইয়ের নেতা?...

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের দুই মহাতারকাকে বিশেষ বার্তা বিশ্বকাপজয়ী অধিনায়কের...

ভারতের কাছে সিরিজ হারকে গুরুত্ব দিচ্ছে না ইংল্যান্ড, বাটলারদের পাখির চোখ চ্যাম্পিয়ন্স ট্রফি...

রেকর্ডের হাতছানি কোহলির সামনে, ক্লিন সুইপ লক্ষ্য ভারতের...

এই ব্যাটারের পরিবর্তে সিরাজকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দেখছেন প্রাক্তন তারকা, আগরকরকে দিলেন বার্তা ...

ইংল্যান্ড সিরিজে কি দেখা যাবে শার্দূলকে? কাউন্টি খেলে টিম ইন্ডিয়ায় ফেরার কথা ভাবছেন অলরাউন্ডার...

আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী আসরে চাঁদের হাট...

আরও একটি ডার্বি জয় মোহনবাগানের, মরশুমে মোট নবম...

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে ভারতই, শুধু করতে হবে এই একটি কাজ, বলে দিলেন দেশের প্রাক্তন অধিনায়ক...

দু'দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বরানগর স্পোর্টিং ক্লাব ...