বুধবার ২২ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | মেয়ে কোহলির ভক্ত, বাটলারদের খেলা দেখতে ইডেনে সামারসেটের অন্যতম স্পনসর কর্তা

Sampurna Chakraborty | ২২ জানুয়ারী ২০২৫ ২০ : ৪১Sampurna Chakraborty


সম্পূর্ণা চক্রবর্তী: গোষ্ঠ পাল সরণি দিয়ে হেঁটে ইডেনের ক্লাব হাউজের দিকে যেতেই হঠাৎ চোখে পড়ল ধপধপে ফর্সা এক অল্প বয়সী বিদেশিনীকে। রাস্তার ধারে জার্সি বিক্রেতার সঙ্গে মাথা নেড়ে কিসব বলছিলেন। কিছুটা দূর থেকে দেখে মনে হয় একে অপরের কথা বুঝতে পারছে না কেউই। একটু কাছে যেতেই দেখতে পেলাম, বিক্রেতা সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়ার জার্সি গছাতে চাইছেন তরুণীকে। কিন্তু কিছুতেই তিনি সেগুলো নেবেন না। তিনি চান বিরাট কোহলির জার্সি। রীতিমতো বায়না জুড়ে দিলেন। ১৮ নম্বর জার্সি ছাড়া কিনবেনই না। আশেপাশে তখন গুটিকয়েক তরুণ ভিড় করে ফেলেছে। তরুণীর সঙ্গে সেলফি তোলার আবদার। কেনই বা কে জানে! তবে বিদেশিনীর নজর বিক্রেতার ঝুলির দিকে। বিরাটের একটি জার্সি যদি বেরোয়। টি-২০ বিশ্বকাপের পর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোহলি, কিন্তু তাঁকে ঘিরে উন্মাদনা একচুলও কমেনি। 

শেষমেষ অনেক কষ্ট বিরাটের একটি জার্সি বের করলেন বিক্রেতা। সেটা পেয়ে আনন্দে আত্মহারা তরুণী। নাম অ্যালিস বেকার। সুদূর লন্ডন থেকে পরিবারের সঙ্গে ভারত সফরে এসেছেন। এই প্রথমবার। সঙ্গী বাবা‌-মা। লন্ডন থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে তাঁদের বসবাস। মুম্বই, দিল্লি, কেরল ঘুরে শেষ গন্তব্য কলকাতা। বৃহস্পতিবারই ফিরে যাবেন নিজের দেশে। তার আগে ইডেনে ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ পেয়ে ছাড়তে চাননি। অনেকটা রথ দেখা, কলা বেচার মতো। প্রিয় ক্রিকেটার কোহলির জার্সি পরে গলা ফাটাবেন বাটলারদের জন্য। ইংল্যান্ডের জেতার বিষয়ে নিশ্চিতও। তবে আজ যদি বিরাট খেলতেন, তাহলেও কি বাটলারদের সমর্থন করতেন? অ্যালিস বলেন, 'কোহলি খেললে কী করতাম জানি না। আমি ওর অন্ধ ভক্ত। টিভিতে ওর খেলা মিস করি না। আরও কিছুদিন টি-২০ খেললে ভাল হত। কিন্তু ও যখন নেই, আমি বাটলারের সাপোর্টার। চাই আমার দেশ জিতুক।' 

পাশে দাঁড়ানো দীর্ঘকায় চেহারার ভদ্রলোক ততক্ষণে কোহলির প্রশংসায় পঞ্চমুখ। ভারতীয় দল সম্পর্কেও বেশ কিছু কথা বললেন। অবাক লাগল। ভারতীয় ক্রিকেট সম্বন্ধে এক ব্রিটিশ পর্যটক এতকিছু জানল কী করে! প্রশ্ন করতেই বেরিয়ে এল ক্রিকেট যোগ। সেই কানেকশন নেহাতই ছোটখাট নয়, বেশ বড়সড়। তিনি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব সামারসেটের অন্যতম স্পনসর ম্যালকম বেকার। যে ক্লাবে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেন বাটলার।

দীর্ঘ বছর ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত। তাঁর কোম্পানির নাম এমজে বেকার ফুড সার্ভিস। ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি-২০ তে ডেকান চারজার্সদের গ্রুপে ছিল সামারসেট সাবরেস‌। সেই দলের প্রধান স্পনসর ছিল ম্যালকম বেকারের সংস্থা। দলের জার্সির পেছনে লেখা ছিল এমজে বেকার ফুড সার্ভিস। সামারসেটে থাকাকালীন চার বছরে ইংল্যান্ডের অধিনায়ককে খুব কাছে থেকে দেখেছেন। ম্যালকম বলেন, 'জসের টেস্ট এবং টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছে ভারতের বিরুদ্ধে। ও ভারতের বিরুদ্ধে খেলতে ভালবাসে। আলাদা করে চার্জড আপ হয়ে যায়। আশা করছি আজকে ইংল্যান্ডেই জিতবে।' ম্যাচের আগে যতটা উৎসাহ নিয়ে এই কথাগুলো বলেছিলেন, ইনিংস ব্রেকে হতাশই হবে একসময় বাটলারের দলের মূল স্পনসর। 

 


#India vs England #Eden Gardens#Somerset



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বৃদ্ধাঙ্গুষ্ঠ আর তর্জনী মিলিয়ে অভিষেকের অভিনব উদযাপন, কেন করলেন এমন সেলিব্রেশন? ...

ইডেনে বরুণের ঘূর্ণি, ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, হেলায় ইংল্যান্ডকে হারাল ভারত ...

মেয়ে কোহলির ভক্ত, বাটলারদের খেলা দেখতে ইডেনে সামারসেটের অন্যতম স্পনসর কর্তা...

ইডেনে অর্শদীপের নয়া নজির, বুমরা-সামি নন পাঞ্জাবতনয়ই এখন দেশের সেরা ...

এই কারণেই বাদ সামি, দেশের প্রাক্তন ওপেনার জানালেন খবরের ভিতরের খবর...

শিশিরের জন্য বিশেষ প্রস্তুতি সূর্যদের, কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?...

আরও একটি উপভোগ্য ম্যাচের অপেক্ষা, কেমন হবে ইডেনের পিচ?...

আরও একটি উপভোগ্য ম্যাচের অপেক্ষা, কেমন হবে ইডেনের পিচ?...

'প্লেয়ারদের মন পড়তে পারে', ইংল্যান্ড সিরিজের আগে গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ সূর্য ...

বৃদ্ধ সিংহের কাছে থামলেন আলকারাজ, অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে জোকার ...

দশবার চোট পেলেও ফেরার জন্য তৈরি, ইডেনে প্রত্যাবর্তনের আগে আবেগতাড়িত সামি...

দু'জন কোচের পক্ষে নয়, গম্ভীরকেই সময় দেওয়ার আর্জি প্রাক্তন নির্বাচক প্রধানের...

কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের সূচি ঘোষণা, কবে মুখোমুখি ইস্টবেঙ্গল-ডায়মন্ড হারবার? ...

বেতন সমস্যায় প্র্যাকটিসে গরহাজির ফুটবলাররা, সমস্যা বাড়ছে মহমেডানে...

১২ বছর পর রনজিতে দেখা যাবে বিরাটকে?‌ রেলওয়েজের বিরুদ্ধে খেলার সম্ভাবনা কোহলির ...



সোশ্যাল মিডিয়া



01 25