মঙ্গলবার ০১ জুলাই ২০২৫
সম্পূর্ণ খবর

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ জানুয়ারী ২০২৫ ০৫ : ২০Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: জীবনে চলার পথে বারবার ঠকতে হয়েছে তাঁকে, তবে এখনও বিশ্বাস হারাননি অভিনেত্রী মল্লিকা ব্যানার্জি। বিয়ে ভেঙেছে, আবারও নতুন করে সম্পর্কে জড়িয়েছেন মল্লিকা, আবারও ঠকেছেন। তবে রাস্তায় বের হলে রোজ ঠকতে হবে, বিশ্বাস হারালে চলবে না। বাবার শেখানো এই বিশ্বাস নিয়েই এখনও তিনি পথ হেঁটে চলেছেন।
ছোটপর্দা থেকে বড়পর্দায় পরিচিত মুখ মল্লিকা।এই মুহূর্তে মল্লিকাকে দর্শক দেখছেন স্টার জলসার 'দুই শালিক' ধারাবাহিকে। তাঁর অভিনয় দক্ষতায় দর্শকের মন জিতেছেন।
জীবনে চলার পথে এসেছে বহু বাধা। তবুও হার মানেননি মল্লিকা। শুরু করেছেন নতুন জীবন। পরিচালক, চিকিৎসক রুদ্রজিৎ রায়ের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে মল্লিকা।