বুধবার ০২ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২২ ডিসেম্বর ২০২৪ ২০ : ৩১Abhijit Das
মিল্টন সেন: তিনবার ক্ষমতায় আসার পর বিজেপি দম্ভে মত্ত হয়ে উঠেছে। দলের নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন। একের পর এক নেতাদের অপমান করছেন। অমিত শাহ সংসদে সংবিধানরচয়িতা বাবা সাহেব আম্বেদকরকে যে ভাবে অপমান করেছেন তাঁর এক্ষুনি পদত্যাগ করা উচিত। রবিবার মাহেশ জগন্নাথ মন্দিরে বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি।
এ দিন কল্যাণ বলেন, ''শুধু অমিত শাহ নন, বিজেপি নেতারা পণ্ডিত নেহেরু থেকে শুরু করে একের পর এক দেশের বরেণ্য নেতাদের অপমান করেছেন। দুর্ভাগ্যজনক। যেভাবে রাজ্যে বিজেপি নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন, তার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে।'' অনুপ্রবেশ প্রসঙ্গে কল্যাণ বলেন, ''এর জন্য কেন্দ্রীয় সরকারই দায়ী।'' তাঁর প্রশ্ন, ''কারা রয়েছে সীমান্তে পাহারার দায়িত্বে?'' তিনি আরও বলেন, ''সারা পৃথিবীজুড়ে যেভাবে হানাহানি-বিদ্বেষ মাথাচারা দিচ্ছে তাতে মানবসমাজ আজ বিপন্ন। তারই জন্য রবিবার ৬৩৫ বছরের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হল বিশ্ব শান্তি যজ্ঞ।''
রবিবার এই অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকে জগন্নাথ মন্দিরে ভক্তদের ঢল নামে। সকালে মঙ্গলারতির পর প্রভু জগন্নাথ দেব সোনার মুকুট পরে ভক্তদের দর্শন দেন। মাহেশ মন্দিরে হয় বিশেষ পুজোপাঠ এবং যজ্ঞ। বিভিন্ন স্থান থেকে সাধু-সন্তরা এসেছিলেন যজ্ঞস্থলে। বিশ্ববাসীর শান্তির উদ্দেশ্যে যজ্ঞে আহুতি দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি, পুরপ্রধান গিরিধারী সাহা, সন্তোষ কুমার সিং, তিয়াসা মুখার্জি-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সভাপতি সোমেন অধিকারী জানান, প্রভু জগন্নাথ মন্দিরে এদিন বিশ্ব শান্তির যজ্ঞের আয়োজন করা হয়, বিশ্ব শান্তির কল্যাণে যজ্ঞে আহুতি দেওয়া হয়, প্রভু জগন্নাথ দেবের কাছে প্রার্থনা পৃথিবী থেকে সমস্ত রকম বিদ্বেষ হিংসা দুঃখ দূর করে প্রত্যেক পরিবারে যাতে শান্তি বিরাজ করে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে সেই আশীর্বাদ করেন। ট্রাস্টি বোর্ডের সভাপতি অসীম পণ্ডিত জানান, এই বিশ্ব শান্তি যজ্ঞ উপলক্ষে কয়েক হাজার মানুষের মধ্যে জগন্নাথ দেবের ভোগ বিতরণ করা হয়েছে।
নানান খবর

নানান খবর

ইদের আনন্দ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে,মৃত ৪

বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে গিয়ে রহস্যমৃত্যু নাবালিকার, জঙ্গল থেকে উদ্ধার দেহ

সিঁদুরে মেঘ হল বৃষ্টি, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়, কোন স্বার্থ কেন্দ্রের?

চলো ঘুরে আসি, ভিক্ষুক সেজে শিশু চুরি মালদায়

‘এত পরিমাণ বাজি মজুত রাখার কারণ কী?’ পাথরপ্রতিমার ঘটনায় তদন্তে পুলিশ

দক্ষিণ ২৪ পরগণায় পাথরপ্রতিমায় বাজি বানানোর সময় বিস্ফোরণ, চার শিশু সহ সাত জনের মৃত্যু

সমাজে হত্যা ও ধর্ষণের প্রবণতা বৃদ্ধির নেপথ্যে প্রধান কারণ কী, মানসিক অবসাদ না কি সমাজমাধ্যম?

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হল না, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু সেনাকর্মীর

ঈদের আনন্দের মাঝেই শোকের ছায়া মুর্শিদাবাদে, পুড়ে ছাই বিঘের পর বিঘে চাষের জমি

খুশির ঈদে একই সঙ্গে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, রিষড়ায় সম্প্রীতির বার্তা দিলেন সকলেই

শেওড়াফুলিতে সারা বাংলা দ্বৈত ক্যারম প্রতিযোগিতা সমাপ্ত, চ্যাম্পিয়ন অমিত কর্মকার ও হায়দার আলি

দুর্যোগ মোকাবিলার নামে কাটা হচ্ছে গাছ! রেলের কাণ্ডে রেগে কাঁই আমজনতা, পরিবেশ বাঁচাতে শুরু আন্দোলন

সাত সকালে অবাক কাণ্ড, তাজ্জব সকলে, ইদের আগে আতঙ্কিত গোটা গ্রাম, ভয়ঙ্কর অভিযোগ তৃণমূল বিধায়কের

চারুমার্কেটের আবাসনে বরাকরের যুবকের রহস্যমৃত্যু, গুরুতর অভিযোগ বাবা-মায়ের

মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির, মুসলিম ভাইদের জন্য ইফতারের আয়োজন পুরোহিত-ব্রাহ্মণদের