রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: বেদম মার খেয়েছেন ‘দেবা’! ছন্দে ছন্দে ‘জটিল’ কথা, দেবের ‘শিক্ষিকা স্ত্রী’ সৌমিতৃষা? ফাঁস 'প্রধান'-এর নেপথ্য কাহিনি

শ্যামশ্রী সাহা, উপালি মুখোপাধ্যায় | | Editor: শ্যামশ্রী সাহা ০৫ ডিসেম্বর ২০২৩ ০১ : ৪১


শীত বিকেলে সাড়ে চারটে মানে কলকাতার বুকে আলো-আঁধারি। মধ্য কলকাতার অভিজাত রেস্তোরাঁয় তখন একমুঠো তারা ঝিলমিলিয়ে উঠেছে। উপলক্ষ, অতনু রায়চৌধুরীর আগামী ছবি ‘প্রধান’-এর ট্রেলারমুক্তি। বাকিরা প্রথম ঝলকের আবেশে মুগ্ধ। আজকাল ডট ইনের কাছে ততক্ষণে একে একে ফাঁস ছবির একাধিক নেপথ্য কাহিনি! যেমন? দেবাশিস মণ্ডল ছবিতে ‘দেবা’। দুষ্টু লোক। খলনায়ক "জটিলেশ্বর মুখোপাধ্যায়" ওরফে অনির্বাণ চক্রবর্তীর ডান হাত। বুদ্ধিবলের থেকে বাহুবলে বিশ্বাসী। পর্দায় দেদার দুষ্টুমি করেছেন। তারকাদের ভিড়ে কতটা নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছেন? দেবাশিসের ঝকঝকে উত্তর, ‘‘প্রত্যেকে অভিনয়ের সুযোগ পেয়েছেন। সে দিকে কোনও খামতি নেই।’’ আফসোস একটাই, ‘‘জানেনই তো, খলনায়কের কপাল! নায়ক ‘প্রধান’ বেদম পিটিয়েছে। পড়ে পড়ে মার খেয়েছি।’’ এই যদি সহকারী খলনায়কের খেদ হয় তা হলে আসল খলনায়ক ‘জটিল’ কী বলছেন? ট্রেলার বলছে, তিনি পর্দায় ছন্দে ছন্দে কথা বলেছেন! বাস্তবে মুখোমুখি হতেই উচ্ছ্বসিত, ‘‘এমনিতে কম খলনায়কের ভূমিকায় অভিনয় করেছি। তার উপরে এই ধরনের চরিত্র তো আগে পাইনি। একই ছবিতে দুই ‘প্রধান’। পুলিশ এবং গ্রাম পঞ্চায়েত। আমাদের মধ্যে জমজমাট সংলাপ আছে। দেখতে বেশ লাগবে।’’ ট্রেলার অনুযায়ী, রাজনীতির হাল্কা গন্ধ আছে ছবিতে। কোনও বিশেষ রাজনীতির পাঠ নিতে হল? অনির্বাণের দাবি, সেরকম কিচ্ছু না। ঘটনাগুলো খুব জানা। একাধিক রাজনীতিবিদের নানা কাণ্ড ‘জটিল’ একাই করবে। চরিত্রের জন্য তাই আলাদা মহড়া নিতে হয়নি। কেবল ভাল করে ‘জটিলেশ্বর’কে বুঝে নিয়েছেন। বাকিটা ছবি বলবে।

পরান বন্দ্যোপাধ্যায় এদিন অনুপস্থিত। বদলে তাঁর হয়ে উদযাপনে হাজির তাঁর পর্দার স্ত্রী মমতাশঙ্কর। ‘প্রজাপতি’র সময় থেকেই জানতেন, তিনি টিমে থাকছেন? কিশোরীবেলার মতোই উৎসাহে টগবগিয়ে উঠে জানিয়েছেন, একেবারেই না। আগের ছবির শুটিং যখন প্রায় শেষ তখন প্রযোজক অতনু জানিয়েছিলেন, তাঁদের জন্য মমতা যেন আলাদা করে কয়েকটা দিন রেখে দেন। ব্যস, এটুকুই। আগের ছবিতে বিপরীতে মিঠুন চক্রবর্তী। ৪০ বছর আগে রসায়ন তৈরিই ছিল। এবার পরান বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রীকে খুব খাটতে হয়েছে? পর্দার ‘পরানপ্রিয়া’র দাবি, ‘‘পরানদার সঙ্গে মানানসই দেখানোর জন্য আমার একটু বেশি বয়স দেখানো হয়েছে। বাকি সময়টা হাঁ করে ওঁর অভিনয় দেখতাম। তাতেই দৃশ্য তৈরি হয়ে যেত।’’ আবারও পরান-দেব মানেই সাংঘাতিক বোঝাপড়া... কথা ফুরনোর আগেই তাঁর বক্তব্য, ‘‘ওটা মিঠুনদার সঙ্গেও ছিল। দেব মজার মানুষ। ফলে, চট করে সবার সঙ্গে বন্ধুত্ব করে ফেলে। তবে হ্যাঁ, পরানদার সঙ্গে এক ইঞ্চি হলেও বেশি।’’ কিছুতেই ফাঁস করতে চাইলেন না, এবারে তিনি ছবির শুরু থেকেই দেবের মা কিনা। ‘ওয়েডিং প্ল্যানার’ দেব ভাল না ‘পুলিশ’ দেব? এবার মমতার মিষ্টি জবাব, ‘‘এর উত্তর প্রেক্ষাগৃহের জন্য তোলা থাক। দর্শক দেখে বিচার করুন। তবে আমি বলব, প্রশাসনিক দেবের চরিত্র অনেক বেশি কঠিন।’’



বাস্তবের বিধায়ক থেকে পর্দায় প্রশাসক। অনন্যা বন্দ্যোপাধ্যায়ের পদোন্নতি হল?

প্রশ্ন শুনেই ঝরঝরে হাসি। বললেন, ‘‘পদোন্নতি কিনা জানি না তবে পুলিশের ভূমিকায় অভিনয় করে কিন্তু বেশ লেগেছে।’’ দেবের অনুরোধ নাকি চরিত্রের আকর্ষণ, কোন কারণে রাজি তিনি? পোড় খাওয়া রাজনীতিবিদের মতোই জবাব, ‘‘রাজি হয়েছি ইতিহাস তৈরির সাক্ষী থাকার লোভে। দেব-অতনুদা (রায়চৌধুরী)-অভিজিৎদা (সেন) পর্দায় একের পর এক ইতিহাস তৈরি করছেন। সেই হাতছানি এড়াই কী করে?’’ তবে পুলিশ হওয়ার জন্য বাড়তি কোনও শরীরচর্চা করতে হয়নি অনন্যাকে। রসিকতা, জল, আলো, নিকাশি ব্যবস্থার কারণে যে হারে দৌড়ঝাঁপ করতে হয় তাতেই তিনি ‘ফিট’! 

আট বছর পরে দেবের সঙ্গে আবারও পর্দা ভাগ করলেন সোহম চক্রবর্তী। ছবিতে তিনি ‘দীপক প্রধান’-এর সহকারী পুলিশ অফিসার। প্রসঙ্গ তুলতেই উচ্ছ্বসিত তিনিও, ‘‘দীর্ঘ আট বছর পরে আবার দেবদার সঙ্গে। কত বদলে গিয়েছেন। সুপারস্টার দেব অতীত। অভিনেতা দেব বর্তমান। নিজেকে কত বদলে নিয়েছেন।’’ 

রইলেন বাকি ছবির নায়িকা সৌমিতৃষা কুণ্ডু। ‘মিঠাই’ থেকে দেবের স্ত্রী। যাত্রাপথ খুব কঠিন?



সৌমিতৃষার জবাব, ‘‘অবশ্যই। যাঁকে দেখে বড় হলাম, মুগ্ধ হলাম— তাঁর বিপরীতে আমি! শুনেই গায়ে কাঁটা দিয়েছিল।’’ তবে সেই কঠিন কাজটাই সহজ হয়ে গিয়েছে বাকিদের প্রশ্রয়ে। নায়িকার মতে, ‘‘আমি নতুন। এটা করো, সেটা করো— বলতেই পারতেন সবাই। কেউ বলেননি। বরং, আমায় আমার মতো অভিনয় করার সুযোগ দিয়েছেন। স্বাধীনতা পেলে যে কোনও কাজ সুন্দর হয়।’’ আবার এই দেদার ‘স্পেস’টাই একেক সময় চাপ তৈরি করে দিয়েছে। বাকিরা পোড় খাওয়া। তাঁরা নিজের মতো করে অভিনয়ে অভ্যস্ত। সৌমি কি এখনই অতটা পারেন? তাই "ঠিক করছেন তো"- গোছের ভয় মাঝেমধ্যেই জাঁকিয়ে বসত। তবে তিনি ভাগ্যবতী, প্রথম কাজেই প্রযোজক এবং অভিনেতা দেবকে পেলেন। কাকে বেশি ভাল লাগল? পুরো ‘মিঠাই’ স্টাইলে গড়গড়িয়ে বলে উঠলেন, ‘‘আমি তো অভিনেতা দেবকে দেখে ফিদা! কোথায় সেই স্বপ্নে দেখা সুপারস্টার? এঁর বিপরীতে দাঁড়ানোর আগে চারবার ভাবতে হয়।’’ পর্দায় কেবল "প্রধান"-এর স্ত্রী হয়েই রয়ে গেলেন? আর কিছু করেননি? এবার হো হো হাসি । সঙ্গে নায়িকাসুলভ রসিকতা, ‘‘সে কি! আমায় দেবদার মেয়ের ভূমিকাতেও দেখতে চান নাকি? আমি বাবা নায়িকা ছাড়া কিচ্ছু হব না।’’ এদিকে টলিউড বলছে, পুলিশের বৌ নাকি পেশায় শিক্ষিকা? সঙ্গে সঙ্গে সাবধানী উত্তর, ‘‘সব বলব কেন! আপনারা পর্দায় ছবিটা দেখবেন না?’’






বিশেষ খবর

নানান খবর

সংগ্রহ করুন... #aajkaalonline #pujovibes #durgapuja #DurgaPuja2024

নানান খবর

যৌন হেনস্থার অভিযোগে ডিরেক্টরস গিল্ড থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড অরিন্দম শীল! ক্ষমা চেয়ে কী জানালেন পরিচালক?...

সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন! ভাঙতে‌ চলেছে টলিপাড়ার এই নায়ক-নায়িকার প্রেম?...

দীপিকাকে নিয়ে হাসপাতালে রণবীর, গণেশ চতুর্থীর দিনেই কি সুখবর?...

রাধা-কৃষ্ণের সাজে ‘যৌন উসকানি’র অভিযোগ! বিতর্কের মুখে কোন পদক্ষেপ তামান্নার?...

শীঘ্রই আসছে...

চোখে মুখে রহস্যের ছাপ, 'টেক্কা'য় এক নিমেষে খেলা ঘোরাতে তৈরি 'ইরা', প্রকাশ্যে স্বস্তিকা মুখোপাধ্যায়...

'পুলিশ' আবির না কি 'ব্যাঙ্ক ডাকাত' শিবপ্রসাদ, কে আসল 'বহুরূপী'? টিজারে চমকে উঠল নেটপাড়া...

‘আমার শরীরের উপরে...’ যৌন হেনস্থা শিল্পার! কোন পরিচালকের বিরুদ্ধে উঠল অভিযোগ?...

নারী সুরক্ষার প্রশ্নে পরিচালকদের চরিত্রহনন, ফেডারেশনকে তোপ দেগে কী বললেন কৌশিক? ...

‘অপরিচিত’-এ অভিনয় করে কী মানসিক সমস্যা দেখা দিয়েছিল বিক্রমের? নেপথ্যে ছিল কার হাত? ...

অরিজিৎ সিংয়ের ‘কন্ঠে’ ফের কোন রিমেক? শুনে “বমি পাচ্ছে” লিখলেন মৌসুমী ভৌমিক! ...

'জিনিয়াস' হলেও কোন দেশে মূল্যহীন অনুরাগ কাশ্যপ? বিস্ফোরক নওয়াজউদ্দিন সিদ্দিকী...

ব্রেকিং: ছোটপর্দার নতুন জুটি নীলাঙ্কুর-অভিকা? ...

রানির বাবা-মাকে তালাবন্ধ করে রেখেছিলেন যশ চোপড়া! দিয়েছিলেন হুমকিও, কিন্তু কেন? ...

শাহরুখের অভিনয় শিক্ষক ছিলেন এই কারখানার শ্রমিক, করতেন কাগজ বিক্রিও! চেনেন তাঁকে? ...

প্রকাশ্যে আলিয়ার 'জিগরা' লুক, করণের ছবিতে কোন অবতারে ধরা দিচ্ছেন পর্দার 'রানি'?...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 23