সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | নারী সুরক্ষার প্রশ্নে পরিচালকদের চরিত্রহনন, ফেডারেশনকে তোপ দেগে কী বললেন কৌশিক?

Reporter: Syamasri Saha | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮ : ৫৬Rahul Majumder


নিজস্ব সংবাদ সংস্থা: টলিপাড়ায় একাধিক নির্যাতনের খবর নিয়ে সরব হয়েছে ফেডারেশন (ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া) ইন্ডাস্ট্রিতে নারী সুরক্ষার জন্য সম্প্রতি ‘সুরক্ষা বন্ধু’ ঘোষণা করেছে ফেডারেশন। এবার এই কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে পরিচালকদের সংগঠন ‘ডিএইআই’ (ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া)। সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে ফেডারেশন সভাপতি দাবি করেছেন, ইন্ডাস্ট্রিতে নারী নির্যাতনের ক্ষেত্রে ৬০ শতাংশ পরিচালক এবং ৪০ শতাংশ প্রযোজকেরা দায়ী!

 

 

এর পাল্টা জবাবে ফেডারেশনকে একহাত নিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। বরাবর নির্বিবাদী, শান্ত স্বভাবের এই জনপ্রিয় পরিচালক-অভিনেতা রীতিমতো গর্জে উঠলেন। কাটা, কাটা ভাষায়, স্পষ্ট ভঙ্গিতে আজকাল ডট.ইন-কে কৌশিক বললেন, “টলিপাড়ায় যে পরিচালক-প্রযোজকেরা নারীদের হেনস্থা ও অবমাননার সঙ্গে যুক্ত বলে অভিযুক্ত তা যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাঁদের শাস্তি হোক। তা আমরা সবাই চাই কিন্তু সেই শাস্তি দেওয়ার জন্য উইমেন্স কমিশন রয়েছে, আদালত রয়েছে। শাস্তি দেব বলে ইচ্ছেমতো একটা কমিটি বানিয়ে ফেললাম, এ হয় নাকি? আর আমরা পরিচালকেরা ফেডারেশনের অংশ। টলিপাড়ায় ৫০০ পরিচালক রয়েছি। আমাদের কোনও কিছু না জানিয়ে এরকম একটি কমিটি তৈরি করা হল! এগুলো কী? কেন জানানো হয়নি? কারণ ফেডারেশন যে এই কমিটি তৈরি করেছে তার পিছনে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে রয়েছে। সম্প্রতি, আমরা পরিচালকেরা কর্মবিরতি ডেকে  ফেডারেশনের বিভিন্ন কাজ ও কর্মপদ্ধতিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিলাম। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম ফেডারেশনের বিভিন্ন কাজ আইনের চোখে খেলো এবং বেআইনি! আমাদের ইন্ডাস্ট্রির ৯৯% টেকনিশিয়ানসরা আজও জানেন না তাঁরা ফেডারেশনের তরফে যেসব নির্দেশ শোনেন সেগুলো সমস্ত অমূলক”।

 

এখানেই থামেননি অযোগ্যর পরিচালক। ক্ষুব্ধ স্বরে বলে চলেন, “ফেডারেশনের কাজ কী? একটি ট্রেড ইউনিয়ন যারা টলিপাড়ায় কর্মরত শিল্পীদের অসুবিধায় পাশে থাকবে, ভাল-মন্দ দেখা। এবং সেটাও করতে হবে একটি যথাযথ প্রক্রিয়ায়। আর একটা কথা বলি, ফেডারেশনের তরফে বলা হয়েছে ফেডারেশন সভাপতি দাবি করেছেন, ইন্ডাস্ট্রিতে নারী নির্যাতনের ক্ষেত্রে ৬০ শতাংশ পরিচালক এবং ৪০ শতাংশ প্রযোজকেরা দায়ী! এটা অত্যন্ত অবমাননাকর। ৬% পরিচালকের অন্যায় কাজের জন্য ৬০% পরিচালকের চরিত্রহনন করা যায় না। চরিত্রের উপর আঙ্গুল তোলা!  ইন্ডাস্ট্রিতে এত বছর কাজ করছি কোনওদিন কেউ আমাকে এই বিষয়ে কিছু বলতে পারেননি। এখন কী হল? আমিও তো পরিচালক। আমিও তো ইন্ডাস্ট্রির অংশ। আমার চরিত্রের উপরেও তাহলে প্রশ্ন তোলা হল! এককথায় জঘন্য কাজ করা হল। আর এইমুহূর্তে শহরে যখন নানান চাপানউতোর চলছে ঠিক সেই পরিপ্রেক্ষিতে আমাদের বিরুদ্ধে এমন দাবি করা হল। জোর গলায় বলছি, এই সময়টাকে ব্যবহার করল ফেডারেশন

 

বারও বলছি, এটা ভুল! ভুল! ভুল! এতগুলো পরিচালককে শতকরার হিসাবে কেন দাগিয়ে দেওয়া হল? কারণ প্রতিশোধ। যে তোরা আমাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলিস এবার দ্যাখ। এত চিপ! এই পরিস্থিতিতে এরকম একটা সংবেদনশীল বিষয় সংবাদমাধ্যম ডেকে বলা হচ্ছে। আমাদের পরিচালকদের কাউকে কিছুই জানানো হয়নি।বারবার বলছি, আমরাও তো ফেডারেশনের অংশ। সদর্থক কিছু করার ইচ্ছে থাকলে সবাইকে নিয়ে করতে হয়। স্বরূপ বিশ্বাস যে এটা বলল শতকরার হিসাবে, যার ফলে পরিচালক হিসাবে গৌতম ঘোষ, আমার প্রজন্মের পরিচালকদের পাশাপাশি নয়া প্রজন্মের পরিচালক-সবার ভাবমূর্তি নিয়ে জনমানসে কী ইঙ্গিত গেল? আমাদের পরিবারের কাছে কী বার্তা গেল? একটা কথা আমাদের সবার মনে রাখতে হবে নারীর মর্যাদা রাখতে গিয়ে যেন পুরুষের অমর্যাদা না হয়। সেটা কখনই কাম্য নয়! ইন্ডাস্ট্রির পরিচালক হিসাবে আমরা অত্যন্ত অপমানিত এবং শোকাহত। এভাবে পরিচালক ও প্রযোজকদের চরিত্রহনন করা হল! এবং এটার মূল্য ফেডারেশনকে চোকাতে  হবে! স্বরূপকে চোকাতে হবে!

 

কথাশেষে কৌশিক ফের একবার জোর গলায় যোগ করেন, “ফেডারেশন সভাপতি এই পরিসংখ্যান কী ভাবে পেয়েছেন, তা খোলসা করতে হবে। শুধু পরিচালক এবং প্রযোজকেরাই যৌন হেনস্থার জন্য দায়ী, ইন্ডাস্ট্রির স্রেফ এই দুই গোষ্ঠী গণ্ডগোলের আর বাকি কারও কোনও সমস্যা নেই। এটা বলে দাগিয়ে দিতে কিছুতেই পারেন না ফেডারেশন। স্বরূপের এই মন্তব্যের জেরে আমাদের পরিচালকদের এত বছরের অর্জন করা সম্মান প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। একটা কথা স্পষ্ট করে বুঝিয়ে দিই, এ কিন্তু আমার ব্যক্তিগত ক্রোধ কিংবা সম্মানের প্রশ্ন নয়। গোটা বাংলা ইন্ডাস্ট্রির পরিচালকদের জন্য আমার খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। এটা চলতে দেওয়া যায় না। এর মূল্য স্বরূপকে চোকাতে হবে...

 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

‘আমার জীবন বরবাদ করে দিয়েছিল এক ডাক্তার’, বিস্ফোরক উরফি জাভেদ! ...

মাত্র ১০ বছর বয়সে সাইকেলে ঘুরে সুগন্ধি বিক্রি করতেন, ঐশ্বর্য রাইয়ের সঙ্গে জড়িয়েছিলেন সম্পর্কে! কে এই বলি অভিনেতা?...

নতুন অবতারে হিয়া, হারিয়ে যাওয়া বরকে খুঁজে দিতে এবার অসহায় মহিলার পাশে, কীভাবে করবে রহস্যের সমাধান করবে 'গীতা'?...

বিয়ের আগেই ‘অনুরাগের ছোঁয়া’র ‘মিশকা’র জীবনে বজ্রপাত! কোন কাছের মানুষকে হারালেন অহনা? ...

শাহরুখের গলাতেই কেন সবথেকে মানায় তাঁর গাওয়া গান? রহস্য ফাঁস করলেন সুখবিন্দর সিং ...

অব্যর্থ নিশানায় বাজিমাত করতে আসছে 'রাঙামতি'! শেষ হচ্ছে‌ কোন ধারাবাহিক?...

৩৫ লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে অভিনয় জগতে , তারপর? মায়ানগরীর সফর নিয়ে আর কী বললেন বিক্রান্ত ম্যাসি?...

২৭৫ কোটি টাকা পারিশ্রমিক! শাহরুখ-সলমন নন, এইমুহুর্তে দেশের সবথেকে 'দামী' তারকা কে জানেন?...

বিচ্ছেদের যন্ত্রণা ভুলবেন কীভাবে? কোন ধরনের পুরুষদের থেকে দূরে থাকবেন? টিপস্ দিলেন অনন্যা পাণ্ডে...

'ইব্রাহিমের উচিত আমিরের কথা শোনা', কোন বিষয়ে নিজের থেকেও বেশি আমির খানের উপর ভরসা সইফের?...

‘ভুলভুলাইয়া ৩’র পর ফের একসঙ্গে কার্তিক-তৃপ্তি! কোন বাঙালি পরিচালকের ছবিতে জুটি বাঁধছেন? ...

তিন মাস গড়াতেই ঝাঁপ বন্ধ দেবচন্দ্রিমার হিন্দি ধারাবাহিকের, এবার কী সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? ...

Exclusive: 'আমার জীবনের গল্প বলছে এই গান', এ আর রহমানের প্রশংসায় উচ্ছ্বসিত 'বহুরূপী'র সঙ্গীত পরিচাল...

বাবা হতে গেলে করতেই হবে এই কাজ! অক্ষয়ের উপর কোন কঠিন শর্ত চাপিয়েছিলেন টুইঙ্কেল?...

মেয়েকে বড় করতে কোন কঠোর নিয়ম মানবেন দীপিকা?ঐশ্বর্য, অনুষ্কার পথ অনুসরণ করে কী সিদ্ধান্ত নিলেন?...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



09 24