বুধবার ২২ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | আবার বিতর্কে হুমায়ুন কবীর, এবার খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ

Pallabi Ghosh | ৩০ নভেম্বর ২০২৪ ১৫ : ৩৭Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের শোকজের উত্তর দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নিজের জেলা মুর্শিদাবাদে এসে ফের সংবাদমাধ্যমে মুখ খুললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার বহরমপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এক প্রশ্নের উত্তরে হুমায়ুন বলেন, 'এই জেলাতে অনেক চক্রান্তকারীর বাস।' 

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে একাধিক বিতর্কিত মন্তব্য করেন হুমায়ুন। নতুন করে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি গঠন হওয়ার পর দল বিরোধী মন্তব্যের জন্য প্রথমেই হুমায়ুনকে শোকজ করা হয়। শুক্রবার শৃঙ্খলারক্ষা কমিটির আহ্বায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে তিন পাতার উত্তর জমা দিয়ে নিজের মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন হুমায়ুন।
 
এর আগে বৃহস্পতিবার হুমায়ুন বিধানসভাতে গিয়ে তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জির সঙ্গেও দেখা করেছিলেন। সেখানে মমতা ব্যানার্জি হুমায়ুনকে সংবাদমাধ্যমে বেশি মুখ খুলতে বারণ করেছিলেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। 

শনিবার বহরমপুরে সাংবাদিকদের বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে হুমায়ুন বলেন, 'এখানে অনেক চক্রান্তকারী আছে, যারা রাজনৈতিকভাবে আমার সঙ্গে পেরে উঠতে না পেরে পিছন দরজা দিয়ে অনেক কিছু করতে পারে।' তিনি যে খুন হয়ে যেতে পারেন এই কথা বলে হুমায়ুন বলেন, 'আমি সাবধানতা অবলম্বন করে চলছি এবং চলব। তবে উপরওয়ালা যতদিন সহায় আছেন সহজে আমাকে মারা যাবে না।' মুর্শিদাবাদ জেলাতে সাম্প্রতিক সময়ে খুন হওয়া দুই তৃণমূল নেতার নাম করে তিনি বলেন, 'ওঁদের মতো আমাকে বানাতে পারবে না। যদি কেউ আসে তাদের অবস্থা ওদের মতই করে দেব।' 

উল্লেখ্য, কয়েকটি বিষয়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর পুলিশ প্রশাসনের তরফ থেকে সম্প্রতি হুমায়ুনের নিরাপত্তাররক্ষীর সংখ্যা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তৃণমূল বিধায়কের সঙ্গে দু'জন সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকছেন। মুখ্যমন্ত্রী যে তাঁকে সংবাদমাধ্যমে বেশি মুখ খুলতে বারণ করেছেন সেই কথা বলে হুমায়ুন আজ ফের একবার তৃণমূল কংগ্রেসের বহরমপুর- মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার এবং চেয়ারম্যান রবিউল আলম চৌধুরীর কাজ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, 'সংগঠনে এদের কী কাজ আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি। গ্রামের মানুষ এদের কাছে এসে কোনও পরিষেবা পান কিনা আমার জানা নেই।'


#murshidabad#humayunkabir#tmc



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...

কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...

পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...

সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...

বাড়ি ফিরছেন খো খো বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য সুমন, আনন্দ যেন থমকে শুধু চুঁচুড়াতেই...

রেলের পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ড, ছড়াল চাঞ্চল্য ...

অভাব সক্রিয় সদস্যের, কোচবিহারে বুথ কমিটি গড়তে সমস্যায় বিজেপি ...

পেনশন না পেয়ে অবস্থান বিক্ষোভ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের...

১২ দিন নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বাসন্তীতে ...

বর্ধমান বইমেলায় শেষ দিনে জমজমাট সোনার বাংলা স্টল, সম্মানিত বিশিষ্ট ব্যক্তিত্বরা...

মালদহ সফর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেজে উঠেছে মহানন্দা ভবন...

মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনায় সক্রিয় পুলিশ, বিহার থেকে গ্রেপ্তার আরও এক পেশাদার খুনি...

বাইকে সজোরে ধাক্কা বেপরোয়া ট্রাকের, পিষে মৃত্যু হল বাবা-ছেলের ...

জলের পাইপ নিয়ে বিবাদ, বেলডাঙায় খুন পুরসভার অস্থায়ী কর্মী, আহত আরও ১...



সোশ্যাল মিডিয়া



11 24