শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৭ নভেম্বর ২০২৪ ১৪ : ৩১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের নতুন শৃঙ্খলারক্ষা কমিটি তৈরি হওয়ার পর মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের উপর প্রথম 'শোকজের' খাঁড়া নেমে এল। গত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের 'দল বিরোধী' বিবৃতি দেওয়ার জন্য বুধবার তাকে 'শোকজ' করা হয়েছ, সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির পক্ষ নিয়ে এবং দলের দলের শীর্ষ নেতৃত্ব সম্পর্কে হুমায়ুন গত কয়েকদিনে যে ধরনের মন্তব্য সংবাদমাধ্যমে করেছেন তার জন্যই এই 'শোকজ' সিদ্ধান্ত ভরতপুরের বিধায়ককে।
হুমায়ুন কবিরকে 'শোকজের' জবাব আগামী তিন দিনের মধ্যে দেওয়ার জন্য দলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। হুমায়ুন কবিরের উত্তর পাওয়ার পরেই দল পরবর্তী পদক্ষেপ করবে, সূত্রের খবর তেমনটাই।
২০১১ বিধানসভা নির্বাচনে রেজিনগর কেন্দ্রে কংগ্রেসের টিকিটে জেতার পরের বছরই হুমায়ুন তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের টিকিটে উপনির্বাচনে পরাজিত হয়ে মুর্শিদাবাদ জেলায় দলের সংগঠনের একাধিক দায়িত্ব পালন করেন হুমায়ুন। তবে ২০১৪ সালের শেষের দিক থেকে অভিষেক ব্যানার্জি ,মমতা ব্যানার্জি এবং মুকুল রায় সম্পর্কে বিভিন্ন মন্তব্য করতে শুরু করেন হুমায়ুন কবির। এই কারণে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি হুমায়ুনকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়।
এরপর কংগ্রেস এবং বিজেপি ঘুরে ২০২১ -এর বিধানসভা নির্বাচনে ভরতপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট পান হুমায়ুন। গত কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেসের অন্দরে চলতে থাকা 'সিনিয়র-জুনিয়র' বিতর্কে সম্প্রতি অভিষেক ব্যানার্জির পক্ষ নিয়ে প্রকাশ্য বিবৃতি দিতে শুরু করেন হুমায়ুন। এমনকী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে রাজ্যের পুলিশ মন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী করার দাবী তোলেন তিনি। এর পাশাপাশি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের নাম না করে তাঁর বিরুদ্ধে বিষোদগার করে বিভিন্ন বিবৃতি দিয়েছেন হুমায়ুন।
বুধবার সকালেই দলের তরফ থেকে হুমায়ূনকে শোকজ করার খবর জানানো হয় বলে সূত্রের খবর। হুমায়ুন এই প্রসঙ্গে বলেন, সংবাদ মাধ্যমের কাছ থেকে আমি 'শোকজের' খবর জেনেছি। চিঠি পেলে তার উত্তর দলকে আমি দিয়ে দেব। ২০১৫ সালেও আমাকে বিনা নোটিসে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছিল।'
তিনি বলেন, 'দল করতে গিয়ে জেনে শুনে আমি কখনও কোনও নেতা বা মন্ত্রীকে ইচ্ছাকৃতভাবে অপমান করিনি। তবে মুর্শিদাবাদের রাজনীতির প্রেক্ষাপট কলকাতার রাজনীতি থেকে আলাদা। আমি বেঁচে থাকলে রাজনীতি এবং নির্বাচনের ময়দান ছেড়ে যাব না। এখন যারা দলে ক্ষমতা ভোগ করছে তাঁরা একসময় আমাকে কংগ্রেস ছেড়ে চলে আসার জন্য 'গাদ্দার' বলেছিলেন। তাই আমাকে আর নতুন করে পরীক্ষা দেওয়ার দরকার নেই।'
নানান খবর

নানান খবর

চাপরামারি-গরুমারার পর এবার বৈকন্ঠপুর, দাউদাউ করে জ্বলছে আগুন

দিঘার হোটেলে উদ্ধার পর্যটকের ঝুলন্ত দেহ, তীব্র চাঞ্চল্য সৈকত নগরীতে

শিয়ালদহ–ডানকুনি শাখায় সাত ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল, তীব্র যাত্রী ভোগান্তির আশঙ্কা

ছবি তোলার জন্য অজগরের লেজ ধরে টানাটানি! বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন পরিবেশপ্রেমীরা

ভুয়ো সিম কার্ড চালু করে অসৎ উদ্দেশ্যে বিক্রি, গাইঘাটা পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক

বেহাল তারাপুরের বিড়ি শ্রমিকদের হাসপাতাল, ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে কেন্দ্র, অভিযোগ তৃণমূল সাংসদের

দেওরের পুরুষাঙ্গে কোপ মেরে স্বামীকে নিয়ে চম্পট বৌদির

এপ্রিলেই বঙ্গোপসাগরে দু'টি নিম্নচাপ, একটি পরিণত হতে পারে দানবীয় ঘূর্ণিঝড়ে, এল আবহাওয়ার মেগা আপডেট

দাউদাউ করে জ্বলছে চাপড়ামারি জঙ্গল, বিপর্যস্ত বন্যপ্রাণ, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে

ইঁদুর মারতে সেমাইয়ের সঙ্গে মেশানো হয়েছিল বিষ, খেয়ে ফেলল বাড়ির শিশুরা, ভয়াবহ পরিণতি

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫টি ঘর, ঝলসে গেল গবাদি পশু-মজুত টাকা, গ্রাম জুড়ে হাহাকার

এবার সিকিম যাওয়া হবে আরো সহজ! পাহাড়ে যাতায়াতে সিকিম ও বাংলার যৌথ উদ্যোগ, জেনে নিন

একই ভুলে হাত হারালেন একই বাসের দুইযাত্রী, নদিয়াতে হাড়হিম করা দুর্ঘটনা

ইদের আনন্দ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে,মৃত ৪

বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে গিয়ে রহস্যমৃত্যু নাবালিকার, জঙ্গল থেকে উদ্ধার দেহ

সিঁদুরে মেঘ হল বৃষ্টি, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়, কোন স্বার্থ কেন্দ্রের?

চলো ঘুরে আসি, ভিক্ষুক সেজে শিশু চুরি মালদায়

‘এত পরিমাণ বাজি মজুত রাখার কারণ কী?’ পাথরপ্রতিমার ঘটনায় তদন্তে পুলিশ