শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: সামশেরগঞ্জে শুরু নদী ভাঙন, তলিয়ে যাচ্ছে জমি, গ্রাম থেকে দূরত্ব কমছে গঙ্গার

Riya Patra | ২৩ আগস্ট ২০২৪ ১৬ : ৩৩Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গেই ফের একবার নদী ভাঙনের সম্মুখীন হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের চাচন্ড গ্রাম পঞ্চায়েতের উত্তর চাচন্ড গ্রাম। শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া এই ভাঙনে ইতিমধ্যেই বেশ কিছুটা জমি এবং একটি বাঁশঝাড় নদীগর্ভে তলিয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক, গঙ্গা যে দ্রুততার সঙ্গে জনবসতির দিকে এগিয়ে আসছে, তাতে শুক্রবার সন্ধের মধ্যেই ওই গ্রামের বেশ কিছু বাড়ি নদী গর্ভে তলিয়ে যেতে পারে। 

গত ১৫ দিন ধরে গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধির সঙ্গেই সামশেরগঞ্জের ব্লকের চাচন্ড এবং প্রতাপগঞ্জ পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে নতুন করে গঙ্গা নদীর ভাঙন শুরু হয়েছে। প্রতাপগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত লোহরপুর গ্রামে ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি নদীগর্ভে চলে গেছে। শিবপুর গ্রামেও কয়েকটি পরিবার নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে। 

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই গঙ্গা নদীর ভাঙন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং ফারাক্কা ব্লকে ভয়াবহ রূপ ধারণ করেছে। সামশেরগঞ্জ ব্লকের শিবপুর , চাচন্ড , প্রতাপগঞ্জ, ধানঘড়া সহ একাধিক এলাকা গত কয়েক বছরে গঙ্গা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহীন হয়ে পড়েছে কমপক্ষে এক হাজারের বেশি পরিবার। 

রাজ্য সরকারের তরফ থেকে, গঙ্গা ভাঙন প্রতিরোধের জন্য কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে মুর্শিদাবাদের ভাঙন প্রতিরোধের জন্য কোনও অর্থ বরাদ্দ করা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্য সরকার ১০০ কোটি টাকা ব্যয়ে সামশেরগঞ্জে ভাঙন প্রতিরোধের কাজ শুরু করেছে।

উত্তর চাচন্ড গ্রামের এক বাসিন্দা বলেন, গত কয়েকদিন ধরে ক্রমাগত নদীতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে। আমাদের আশেপাশের কয়েকটি গ্রামে গঙ্গা নদীর ভাঙন শুরু হলেও এতদিন এই গ্রামে ভাঙন হয়নি। শুক্রবার দুপুর থেকে হঠাৎই গ্রামবাসীদের জমি নদী গর্ভে তলিয়ে যেতে শুরু করেছে।  

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, শুক্রবার দুপুর পর্যন্ত এলাকার কোনও বাড়ি নদী গর্ভে তলিয়ে না গেলেও বেশ কয়েকজনের জমি ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এরা পাশাপাশি গ্রামের একটি বড় বাঁশঝাড়ও নদী গর্ভে তলিয়ে গেছে বলে জানা গেছে। 

গ্রামবাসীরা জানিয়েছেন, গঙ্গা নদী এই মুহূর্তে যেখানে রয়েছে তার থেকে আর কয়েক মিটারে এগিয়ে গেলেই গ্রামের ভেতরে প্রবেশ করে যাবে। তার ফলে ভয়াবহ ভাঙনের মুখে পড়বে উত্তর চাচন্ড গ্রামের বাসিন্দারা। শুক্রবার দুপুরে ভাঙন শুরু হতেই বেশ কিছু পরিবার নিরাপদে অন্যত্র সরে যাওয়ার পরিকল্পনা শুরু করেছে। 

চাচন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরদৌসী খাতুন জানিয়েছেন, শুক্রবার দুপুর থেকে নতুন করে ভাঙন শুরু হওয়ার খবর তার কাছে এখনও পৌঁছায়নি। তিনি বলেন, 'ওই গ্রামের খুব কাছ দিয়ে গঙ্গা নদী বয়ে যায়। গঙ্গা নদী যদি আর কয়েক মিটার গ্রামের দিকে এগিয়ে আসে তাহলে বেশ কিছু বাড়িঘর নদী গর্ভে তলিয়ে যেতে পারে। গোটা বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি।'


Murshidabad Heavy Rain Rain in bengal Weather update

নানান খবর

নানান খবর

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

সোশ্যাল মিডিয়া