রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | Mahua Roy Chowdhury: ‘সৌমিত্র চট্টোপাধ্যায় নিজের নাটকদলে নিতে চায়নি মহুয়াকে’, অভিনেত্রীর মৃত্যুদিনে বিস্ফোরক বিপ্লব চট্টোপাধ্যায়

Rahul Majumder | | Editor: শ্যামশ্রী সাহা ২২ জুলাই ২০২৪ ১৯ : ৩৯Rahul Majumder


নিজস্ব সংবাদদাতা:
১৯৮৫-এর ২২ জুলাই। এই দিনেই মারা গিয়েছিলেন অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী। গুঞ্জন শোনা গিয়েছিল, মৃত্যুর দিন সকাল থেকে নাকি মাত্রাতিরিক্ত নেশা করেছিলেন। বেসামাল মহুয়া রায়চৌধুরী কি আত্মহত্যা করেছিলেন? নায়িকার মৃত্যু রহস্য আজও অধরা। মহুয়ার মৃত্যু নিয়ে এদিন মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়।

আজকাল ডট ইন-এর সঙ্গে একান্ত আড্ডায় বিষন্ন গলায় বলে উঠলেন, “মহুয়া শুধু আমার সহকর্মী ছিল না, অন্তরঙ্গ বন্ধুও ছিল। বহু ছবিতে একসঙ্গে কাজ করেছি। কত মজা করেছি।..আড্ডা..ইয়ার্কি...কী যে হয়ে গেল”। মহুয়ার মৃত্যু নিয়ে যে বিতর্ক শোনা যায় সে প্রশ্নের জবাবে বিপ্লব বলে উঠলেন, “দেখুন, সেসব নিয়ে আর বিশদে কিছু আজ আর বলতে চাই না। তবে হ্যাঁ, ওঁর মৃত্যু নিয়ে রহস্য তো একটা আছেই। স্বাভাবিক মৃত্যু কি না জিজ্ঞেস করলে বলব, জানি না। এত প্রাণোচ্ছ্বল মেয়ে, আমার থেকে খানিক ছোট ছিল। কী যে হয়ে গেল...ব্যক্তিগত সমস্যা নিয়ে যে আলোচনা করত না, এমনটা নয়। কিন্তু ওই একটু বলেই কথা ঘুরিয়ে দিত। চাপা ছিল ওই দিক থেকে”।

মহুয়াকে নিয়ে যে নানা কথা শোনা যায়? প্রশ্ন শোনামাত্রই বিপ্লব চট্টোপাধ্যায় বলে উঠলেন, “শুনুন, কার স্বভাব একেবারে দারুণ ভাল বলুন তো? শিশুদের ভীষণ ভালবাসত। মহুয়া কত টেকনিশিয়ানদের যে সাহায্য করত, ইয়ত্তা নেই। তবে লোক দেখিয়ে করত না। টেকনিশিয়ানদের সঙ্গে বসে তো মুড়ি বাদাম খেত প্রায়ই। নায়িকা হিসাবে খানিক উদ্ধ্বত ছিল। অবশ্য তখন ও এতবড় নায়িকা, ব্যক্তিত্বে সেটা ফুটে উঠত। আমার চোখে তা দোষের না। হাসি মানে সুমিত্রা মুখোপাধ্যায়ের সঙ্গে মহুয়ার একটা চাপা রেষারেষি ছিল। কিন্তু তাতে ওঁদের আড্ডায় কোনওদিন বাধা পরেনি"।

মহুয়ার অভিনয় প্রতিভা নিয়ে কথা উঠলে বিপ্লব চট্টোপাধ্যায় বললেন, “শিল্পী হিসাবে চেয়েছিলাম মঞ্চেও অভিনয় করুক মহুয়া। আমি নিজেও যেহেতু থিয়েটারের মানুষ। পুলুদা মানে সৌমিত্র চট্টপাধ্যায়কে বলেছিলাম ওঁর 'মুখোমুখি' নাটকদলে যেন মহুয়াকে সুযোগ দেওয়া হয়। নেননি সৌমিত্র চট্টোপাধ্যায়। কাটিয়ে দিয়েছিল কথাটা। কেন নিতে চাননি তা অবশ্য জানি না”।

সামান্য থেমে আবার বলা শুরু করলেন বিপ্লব, “ওঁর অগ্নিদদ্ধ হওয়ার খবর শুনেই চমকে গিয়েছিলাম। সেদিনই বুঝে গিয়েছিলাম লড়াইটা টানতে পারবে না মহুয়া। এতটা দগ্ধ হয়ে গিয়েছিল। ওঁর দেহ যখন টালিগঞ্জের এনটি ওয়ান ষ্টুডিওতে নিয়ে আসা হয়েছিল। দেবশ্রী রায়, রঞ্জিত মল্লিক, তরুণ মজুমদার-এর মতো ব্যক্তিত্বরা এসেছেন। তরুণ মজুমদারের ‘শ্রীমান পৃথ্বিরাজ’ তাঁর প্রথম ছবি। পরিচালকই তাঁর নাম বদলে রাখেন মহুয়া। যাই হোক, যা বলছিলাম প্রচুর লোক জড়ো হয়েছে। তবে সবথেকে অদ্ভুত লেগেছিল পথকুকুরদের দলটাকে একেবারে চুপ করে থাকতে দেখে, যাদের নিজের হাতে প্রতিদিন খাওয়াত মহুয়া। ওরাও কি কিছু বুঝেছিল? জানি না”।

কথার একেবারে শেষে বর্ষীয়ান অভিনেতার সংযোজন, “মহুয়ার অকালে মৃত্যু তো টলিপাড়ার ক্ষতি এ আর নতুন করে কিছু বলার নয়। আমি এখনও মানতে পারি না ওঁর মৃত্যু। প্রথাগত অভিনয়ের শিক্ষা কোনওদিন ও পায়নি তবু কী অসম্ভব সুন্দর অভিনয় করতে পারত। নাচতো পারত অপূর্ব। ‘শাপমুক্তি’ ছবি আজও যখন দেখি, শিউরে উঠি ভাললাগায়। কী ভাল অভিনয়টাই না ও করেছিল এই ছবিতে। অনেক বড় মনের শিল্পী ছিল ও। মিস করি বড্ড আমার এই বন্ধুটাকে...”।




বিশেষ খবর

নানান খবর

সংগ্রহ করুন... #aajkaalonline #pujovibes #durgapuja #DurgaPuja2024

নানান খবর

যৌন হেনস্থার অভিযোগে ডিরেক্টরস গিল্ড থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড অরিন্দম শীল! ক্ষমা চেয়ে কী জানালেন পরিচালক?...

সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন! ভাঙতে‌ চলেছে টলিপাড়ার এই নায়ক-নায়িকার প্রেম?...

দীপিকাকে নিয়ে হাসপাতালে রণবীর, গণেশ চতুর্থীর দিনেই কি সুখবর?...

রাধা-কৃষ্ণের সাজে ‘যৌন উসকানি’র অভিযোগ! বিতর্কের মুখে কোন পদক্ষেপ তামান্নার?...

শীঘ্রই আসছে...

চোখে মুখে রহস্যের ছাপ, 'টেক্কা'য় এক নিমেষে খেলা ঘোরাতে তৈরি 'ইরা', প্রকাশ্যে স্বস্তিকা মুখোপাধ্যায়...

'পুলিশ' আবির না কি 'ব্যাঙ্ক ডাকাত' শিবপ্রসাদ, কে আসল 'বহুরূপী'? টিজারে চমকে উঠল নেটপাড়া...

‘আমার শরীরের উপরে...’ যৌন হেনস্থা শিল্পার! কোন পরিচালকের বিরুদ্ধে উঠল অভিযোগ?...

নারী সুরক্ষার প্রশ্নে পরিচালকদের চরিত্রহনন, ফেডারেশনকে তোপ দেগে কী বললেন কৌশিক? ...

‘অপরিচিত’-এ অভিনয় করে কী মানসিক সমস্যা দেখা দিয়েছিল বিক্রমের? নেপথ্যে ছিল কার হাত? ...

অরিজিৎ সিংয়ের ‘কন্ঠে’ ফের কোন রিমেক? শুনে “বমি পাচ্ছে” লিখলেন মৌসুমী ভৌমিক! ...

'জিনিয়াস' হলেও কোন দেশে মূল্যহীন অনুরাগ কাশ্যপ? বিস্ফোরক নওয়াজউদ্দিন সিদ্দিকী...

ব্রেকিং: ছোটপর্দার নতুন জুটি নীলাঙ্কুর-অভিকা? ...

রানির বাবা-মাকে তালাবন্ধ করে রেখেছিলেন যশ চোপড়া! দিয়েছিলেন হুমকিও, কিন্তু কেন? ...

শাহরুখের অভিনয় শিক্ষক ছিলেন এই কারখানার শ্রমিক, করতেন কাগজ বিক্রিও! চেনেন তাঁকে? ...

প্রকাশ্যে আলিয়ার 'জিগরা' লুক, করণের ছবিতে কোন অবতারে ধরা দিচ্ছেন পর্দার 'রানি'?...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



07 24