শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | Rahul Gandhi: হিন্দুত্বের অস্ত্রে বিজেপিকে তুলোধনা রাহুল গান্ধীর

Rajat Bose | ০১ জুলাই ২০২৪ ১৯ : ১২Rajat Bose


বীরেন ভট্টাচার্য,‌ নয়া দিল্লি:‌ হিন্দুত্ব অস্ত্রে বিজেপির বিরুদ্ধে সংসদে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁকে থামাতে আসরে অবতীর্ণ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পরিবেশমন্ত্রী ভুপেন্দ্র যাদব, বিজেপির প্রবীণ সাংসদ নিশিকান্ত দুবে। লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপনে ভগবান শিব, অভয় মুদ্রার তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, শিবের মূল নীতি অহিংসা। যদিও বিজেপি হিন্দুত্বের নামে সারা দেশে হিংসা, ঘৃণা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। তাঁর এই অভিযোগেই ক্ষেপে ওঠে সমগ্র ট্রেজারি বেঞ্চ। শাসক এবং বিরোধী পক্ষের তুমুল হট্টগোল শুরু হয়। একাধিকবার বক্তব্য থামাতে হয় তাঁকে। 
আজ ভাষণের প্রতিটি শব্দে বিঁধলেন বিজেপির হিন্দুত্বকে। এমনকী, স্পিকারকেও রেয়াত করেননি রাহুল গান্ধী। স্পিকারের উদ্দেশে তিনি বলেন, ‘‌আপনি যখন স্পিকার পদের দায়িত্বগ্রহণ করেন, আমি আপনার সঙ্গে চেয়ার পর্যন্ত গিয়েছিলাম। লোকসভায় আপনার কথাই চূড়ান্ত। আপনি যা বলেন, সেটা মূলত ভারতের গণতন্ত্র।’‌ স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রাহুল গান্ধী বলেছেন, ‘‌চেয়ারে দুইজন ব্যক্তি বসে রয়েছেন। একজন স্পিকার এবং আরেকজন ওম বিড়লা। যখন আমি আপনার সঙ্গে করমর্দন করি, আপনিও আমার সঙ্গে সেটাই করেন। যদিও মোদিজী যখন করমর্দন করেন, আপনি মাথা নত করেন।’‌ আজ রাহুলের বক্তব্যে অস্ত্র ছিল বিজেপি ও আরএসএসের হিন্দুত্ব। তাঁর হাতে থাকা সংবিধান, ভগবান শিব, হজরত মহম্মদ, যিশু খ্রিষ্ট এবং গুরু নানকের ছবি একের পর এক তুলে ধরেন রাহুল গান্ধী। তবে প্রত্যেকবার তাঁর দিক থেকে সংসদ টিভির ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে আপত্তি জানানোয় এক মূহুর্তের জন্য রাহুল গান্ধীকে ভগবান শিবের ছবি হাতে দেখানো হয়। তিনি বলেন, ‘‌ভগবান শিবের ছবি লক্ষ্য করলে দেখা যাবে, হিন্দুরা কখনও ভয় পাওয়া বা ভয় দেখানোয় বিশ্বাসী নয়। একইসঙ্গে ঘৃণা ছড়ানোতেও বিশ্বাসী নয় হিন্দু সমাজ। যদিও বিজেপি সবসময়েই সমাজে ঘৃণা এবং ভীতি ছড়ায়।’‌ নিজের বক্তব্যে একাধিকবার ট্রেজারি বেঞ্চকে লক্ষ্য করে রাহুল গান্ধী বলতে থাকেন, ভয় পাবেন না, ভীতি ছড়াবেন না। প্রত্যেক মহাপুরুষ এবং দেবতারা সমাজে অহিংসা এবং ভালবাসার বার্তা দিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি। রাহুল গান্ধীর কথায়, ‘‌কংগ্রেসের প্রতীক অভয় মুদ্রা। এটা সুরক্ষার প্রতীক, যার ফলে ভীতি দূর হয় এবং হিন্দু, বৌদ্ধ, ইসলাম, শিখ সহ অন্যান্য ভারতীয় ধর্মে ঐশ্বরিক সুরক্ষা প্রদান করে।’‌ ট্রেজারি বেঞ্চের তরফে লাগাতার বাধা দেওয়া হলেও, রাহুলকে দমানো যায়নি। বিজেপির বিরুদ্ধে আক্রমণের সুর আরও সপ্তমে চড়িয়ে তিনি বলেন, ‘‌আমাদের মহাপুরুষরা অহিংসার পথে চলতে ভীতি দূর করার উপদেশ দিয়েছেন। যদিও যারা সবসময় নিজেদের হিন্দু বলে দাবি করে, তাদের মুখে শুধু ঘৃণা আর হিংসা। আপনারা হিন্দুই নন।’‌ রাহুল গান্ধীর লাগাতার আক্রমণের মুখে নাজেহাল শাসক শিবিরকে চাঙ্গা করতে আসরে নামেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, ‘‌সমগ্র হিন্দু সমাজকে হিংসাত্মক বলা হচ্ছে। এটা খুবই গুরুতর অভিযোগ।’‌ যদিও তাঁর পাল্টা রাহুল গান্ধী বলেন, ‘‌প্রধানমন্ত্রী মোদি, বিজেপি এবং সংঘ পরিবার মানেই সমগ্র হিন্দু সমাজ নয়।’‌ প্রধানমন্ত্রীর পরেই অমিত শাহ, রাজনাথ সিং থেকে শুরু করে বিজেপি সাংসদরা জরুরি অবস্থা থেকে শুরু করে নানান বিষয়ে রাহুলের বিরোধিতা করেন। পাশাপাশি বিরোধী দলনেতার ক্ষমা চাওয়ার দাবি তোলা হয়। দু’‌পক্ষের প্রবল হট্টগোলের মধ্যে আইন তুলে ধরে ট্রেজারি বেঞ্চের বিরোধিতা করেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। বিজেপি সাংসদদের কটাক্ষ করে তিনি বলেন, ‘‌ইংরাজিতে জ্ঞান কম থাকায় তাঁরা আইন কানুন বোঝানে না।’‌ 




বিশেষ খবর

নানান খবর

Celebrating Guru Nanak Jayanti  #GuruNanakJayanti #Gurpurab #NanakNaam #EqualityForAll #PeaceAndHarmony

নানান খবর

যৌন সুখ মেটাতে ওষুধেই ভরসা, কেন বাড়ছে ভায়াগ্রার বিক্রি? জানলে অবাক হবেন...

এক সেকেন্ডের কম সময়েই 'ক্র্যাক' করা যায়, ভারতে সর্বাধিক ব্যবহৃত ‘পাসওয়ার্ড’ কী জানেন?...

দিল্লিতে প্রবল বায়ুদূষণ, বদলে দেওয়া হল সরকারি কর্মচারীদের কাজের সময়...

এখনও ওঠেনি নতুন পেঁয়াজ, কতটা দাম বাড়তে পারে পেঁয়াজের...

পোষ্যকে পাশে বসিয়ে নিয়ে এসিতে চাপুন, এবার সুযোগ দিচ্ছে ভারতীয় রেলওয়ে...

বন্ধ থাকবে নির্মাণ কাজ-রাস্তায় কমবে বাস, ধোঁয়াশা ঢাকা দিল্লিকে বাঁচাতে ৫ পরিকল্পনা...

আগামীকাল ব্যাঙ্কের কাজ রয়েছে? গুরু নানকের জন্মদিনে আপনার রাজ্যে ব্যাঙ্ক বন্ধ নেই তো? জানুন বিস্তারিত...

ছাত্র-ছাত্রীদের পদবি ধরে ডাকা যাবে না, একগুচ্ছ অভিনব নির্দেশিকা জারি শিশুদিবসে...

জল দিয়েই চলবে আস্ত একটা ট্রেন, নতুন দিশা দেখাবে ভারতীয় রেল...

মৃত্যুর পরেই হু-হু করে কমে গেল টাটার প্রিয় কোম্পানির কর্মীদের বেতন! পড়ল মাথায় হাত  ...

সম্পর্কে থাকলে চুমু খাওয়া অপরাধ নয়, আদালতে ওঠা মামলা নিয়ে মন্তব্য মাদ্রাজ হাইকোর্টের...

ঝাড়খণ্ডে প্রথম দফার ভোট গ্রহণ শেষ, ভাগ্য পরীক্ষা ৪৩ আসনে, কত ভোট পড়ল পড়শি রাজ্যে...

হরিয়ানার এই মহিষের দাম ২৩ কোটি টাকা, কারণ জানলে অবাক হবেন...

মত্ত অবস্থায় বিয়ের পিঁড়িতে পাত্র, মন্ত্র উচ্চারণের বদলে গালিগালাজ! পাত্রীর কীর্তিতে গ্রামে শোরগোল ...

দীর্ঘসময় ধরে টয়লেটে বসে থাকেন, মারাত্বক ক্ষতির বার্তা দিলেন চিকিৎসকরা...



সোশ্যাল মিডিয়া



07 24