রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Kolkata League: আইএসএলকে টেক্কা, জমকালো উদ্বোধনে শুরু কলকাতা লিগ

Sampurna Chakraborty | ২৫ জুন ২০২৪ ২২ : ০৪Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: আগের বছর কলকাতা লিগ শেষ করা নিয়ে কম হয়রানি হয়নি। আইএফএর দিকে আঙুল তোলেন অনেকেই। তাই গত বছর থেকে শিক্ষা নিয়ে এবার আসরে নেমেছে বাংলার ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। যার সূচনা হল কলকাতা লিগের উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে। বিনোদনের সঙ্গে মিশে গেল ফুটবল। কলকাতা ময়দানে যা বেনজির। আইপিএলের আদলে শুরু হয়েছিল আইএসএল। শুরুর কয়েকবছর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়। কিন্তু সবই এখন অতীত। এবার ফাইনালও ছিল ম্যাড়ম্যাড়ে। কিন্তু দেশের একনম্বর লিগকে টেক্কা দিল আইএফএ আয়োজিত কলকাতা লিগ। অন্তত উদ্বোধনী অনুষ্ঠানে। প্রথমে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে সংবর্ধনার পালা চলে। তারপর শুরু সাংস্কৃতিক অনুষ্ঠান। যার শুরুতেই ছোটদের নাচ। পারফর্ম করে বিট ব্রেকার্স। একের পর এক হিট বলিউড গানের সঙ্গে নাচ। তবে আসল আকর্ষণ ছিলেন জিৎ গাঙ্গুলি। টলিউড এবং বলিউডের সুরকার এবং সঙ্গীতশিল্পী মঙ্গল সন্ধের শো স্টপার।

মিনিট দশেক মঞ্চ মাতান তিনি। যার শুরুতেই ছিল 'গোলে মালে গোল।' এই গান গাইতে গাইতেই মঞ্চে ওঠেন জিৎ গাঙ্গুলী। তারপর একের পর এক চলল সুন্দরী কমলা নাচে, ভজো গৌরাঙ্গ, ১০০ % লাভ। তারপর লেজার শো। তাতে উঠে এল উদ্বোধনী ম্যাচের দুই দলের নাম। এককথায় অনবদ্য। শেষে আতশবাজি প্রদর্শনী। সব মিলিয়ে ঘণ্টা খানেকের জাঁকজমক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি, চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত সহ আইএফএর বাকি কর্তারা। 

আইএফএর এই উদ্যোগকে সাধুবাদ জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তবে বাংলার ফুটবলের উন্নতিতে একটি আর্জিও পেশ করেন। বর্তমান নিয়ম অনুয়ায়ী চারজন ভূমিপুত্র এবং সাতজন ভিন রাজ্যের ফুটবলার খেলানোর নিয়ম রয়েছে। কিন্তু ভবিষ্যতে দলে এগারোজন ভূমিপুত্রকে দেখতে চান ক্রীড়ামন্ত্রী। অরূপ বিশ্বাস বলেন, 'কলকাতা লিগের উদ্বোধনে এত উন্মাদনা দেখে ভাল লাগছে। আমি প্রথমে ঢুকে আইএসএল ভেবেছিলাম। বাংলার ফুটবলকে বাঁচিয়ে রাখার সবরকম উদ্যোগ নিয়েছে আইএফএ। অর্থনৈতিক সংকটের মধ্যেও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বয়সভিত্তিক লিগ চালু করেছে। তবে বাংলার ফুটবলের উন্নতি করতে এগারোজন বাংলার ফুটবলারকে খেলাতে হবে। একসময় বাংলা ভারতীয় দলের আতুর ঘর ছিল। কিন্তু বর্তমানে শুভাশিস ছাড়া দলে কোনও বাঙালি নেই। কলকাতা লিগে ১১ জনের মধ্যে ৭ জন অন্য রাজ্যের। এইভাবে চললে বাংলার ফুটবলের উন্নতি হবে না। আমরা ১৩ বছরে মাত্র একবার সন্তোষ ট্রফি জিতেছি। তাই আমি চাইব, নিয়ম পরিবর্তন করে কলকাতা লিগে এগারো জন বাঙালি ফুটবলার খেলানো হোক।' সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং ইগর স্টিমাচের সমালোচনা করেন ক্রীড়ামন্ত্রী। কলকাতা লিগের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে একটাই বিতর্কের ছোঁয়া। মাঠের ধারে বাকি দলের পতাকা থাকলেও, ছিল না মোহনবাগানের পতাকা। এই প্রসঙ্গে সচিব অনির্বাণ দত্ত জানান, তাঁরা প্রত্যেক ক্লাবকে চিঠির মাধ্যমে পতাকা পাঠানোর কথা বলেন। যারা পাঠিয়েছে, তাঁদের পতাকা টাঙানো হয়েছে। কিন্তু মোহনবাগানের পতাকা তাঁরা হাতে পায়নি। মোহনবাগান সচিব হয়তো এই বিষয়ে অবগত নয়। কারণ চিঠি পাঠানো হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে। পতাকা প্রসঙ্গে দেবাশিস দত্ত বলেন, 'এটাই আইএফএ। মোহনবাগানের মতো ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী ক্লাবের পতাকা রাখার প্রয়োজন মনে করেনি। মোহনবাগান সমর্থকরা এর জবাব দিয়ে দেবে।' মঙ্গলবার কলকাতা লিগের প্রথম ম্যাচে উয়াড়ী এফসিকে ৬-০ গোলে উড়িয়ে দিল মহমেডান স্পোর্টিং। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

'ডিএনএ পরীক্ষার দরকারই নেই', ব্রাজিলের প্রাক্তন তারকা কাকার ছেলেকে নিয়ে হঠাৎই শোরগোল সোশ্যাল মিডিয়ায় ...

গর্জে উঠল তৃষার ব্যাট, বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত ...

‘ফলো অন বাঁচানোর চেষ্টাই করিনি’, ব্রিসবেনের ইনিংসের পর মুখ খুললেন আকাশ দীপ...

দুর্দান্ত কামব্যাক অ্যাটলেটিকো মাদ্রিদের, দুর্দান্ত শুরু করেও লা লিগার মাঝে মুখ থুবড়ে পড়ল বার্সেলোনা...

‘বল ছাড়ার জন্য মানুষ তোমাকে মনে রাখবে’, অশ্বিনকে লেখা চিঠিতে কেন এমন বললেন প্রধানমন্ত্রী?...

ফর্মে ফেরার মন্ত্র রোহিতকে, এই প্রাক্তনের পরামর্শ শুনলে রানে ফিরবেনই হিটম্যান ...

'হায়দরাবাদের বিরুদ্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলব', জামশেদপুরকে হারিয়ে হুঙ্কার অস্কারের...

সন্তোষে চতুর্থ ম্যাচে এসে থেমে গেল বাংলার জয়ের ধারা, মণিপুরের সঙ্গে ড্র সঞ্জয়ের ছেলেদের ...

আক্রমণাত্মক ফুটবলই অস্ত্র, জামশেদপুরকে হারিয়ে দশে উঠে এল ইস্টবেঙ্গল...

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ কবে? ভারত-পাক দ্বৈরথই বা কবে? জানা গেল সম্ভাব্য সূচি ...

'সবকিছু না জেনে, মন্তব্য করবেন না', সমালোচকদের পাল্টা জবাব পৃথ্বীর...

ভাগ্য বদলাতে ভোল বদলালেন, বক্সিং ডে টেস্টের আগে নতুন লুকে কোহলি ...

ম্যাচটা অন্তত ড্র হওয়া উচিত ছিল, গোয়ার কাছে হেরে ভাগ্যকে দুষলেন মোলিনা...

মাণ্ডবীতে নৌকাডুবি! থামল বিজয়রথ, আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের ...

গোয়ায় থামল বিজয়রথ, আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



06 24