মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৬ জুন ২০২৪ ২১ : ৫০Sampurna Chakraborty
ভারত - ০
কুয়েত - ০
সম্পূর্ণা চক্রবর্তী: বিদায়বেলায় দলের তৃতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করতে পারলেন না সুনীল ছেত্রী। ভারতের অপেক্ষা আরও দীর্ঘায়িত হল। বৃহস্পতিবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কুয়েতের সঙ্গে গোলশূন্য ড্র। নব্বই মিনিটের লড়াইয়ে একাধিক সুযোগ তৈরি হলেও জালে বল গেল না। সেই পুরোনো রোগে আক্রান্ত ভারত। ট্র্যাজিক নায়ক সুনীল। ম্যাচের শেষ বাঁশি বাজার পর গোটা স্টেডিয়াম পরিদর্শন করেন ভারত অধিনায়ক। কিন্তু হাসি মুখে নয়, মাথা নত করে দর্শকদের অভিবাদন কুড়োলেন। আগের দিন সাংবাদিক সম্মেলনে অনেক কষ্টে আবেগ চেপেছিলেন। কিন্তু এদিন আর পারলেন না। মাঠ পরিদর্শনের পর কান্নায় ভেঙে পড়লেন। তাঁকে আবেগে ভাসতে দেখে জড়িয়ে ধরেন অমরিন্দর সিং। দু'দিকে সারি হয়ে দাঁড়িয়েছিলেন ভারতের ফুটবলাররা। 'গার্ড অফ অনার' দেওয়া হয় সুনীলকে। এদিন ড্রয়ের পরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডের পথ আরও কঠিন হল ভারতের। কাতারের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ জিততে বা ড্র করতে হবে। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে কুয়েত-আফগানিস্তান ম্যাচের দিকে। আগের কুয়েত ম্যাচেই শেষ জয় পায় ভারত। ফিল্ড গোলও সেই ম্যাচেই শেষ। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে সুনীলের পেনাল্টি ছাড়া সাত ম্যাচের মধ্যে ছয় ম্যাচে গোল করতে ব্যর্থ ভারত। আগের দিন সাংবাদিক সম্মেলনে বড় মুখ করে ইগর স্টিমাচ জানিয়েছিলেন, গোল পাওয়া নিয়ে চিন্তিত নন তিনি। কিন্তু সেই পুরোনো রোগেই ভুগতে হল।
ম্যাচের আগে ওয়ার্ম আপ করতে মাঠে নামতেই গর্জে উঠেছিল গ্যালারি। বিদায়ী ম্যাচে শেষবার তারকাকে দেখতে ভরেছিল যুবভারতী ক্রীড়াঙ্গন। মাঠ ভরতে একটু সময় লাগলেও, শেষপর্যন্ত প্রায় ৫৯ হাজার লোক হয়েছিল। কিন্তু মন ভরানো ফুটবল উপহার দিতে পারেননি সুনীলরা। বিরতিতে গোলশূন্য। যদিও স্কোরলাইন দিয়ে ম্যাচের গতিপ্রকৃতি নির্ধারণ করা যাবে না। প্রথমার্ধে গোলের সুযোগ পায় দু'দলই। কিন্তু মিসের বহর। সুনীলের বিদায়ী ম্যাচে অভিষেক হয় জয় গুপ্তর। কিন্তু মাঝমাঠে কোনও ক্রিয়েটিভিটি ছিল না। তারওপর কুয়েতের বড় চেহারার ফুটবলারদের সঙ্গে শারীরিকভাবে টক্কর দিতে কিছুটা সমস্যা হয়। অভিষেক ম্যাচে খারাপ খেলেননি জয়। বেশ কয়েকবার ওভারল্যাপ ওঠেন। কিন্তু অ্যাটাকিং থার্ডে সেই ফিনিশিংয়ের অভাব। বিদায়বেলায় জ্বলে উঠতে পারেননি সুনীল। হাতেগোনা কয়েকবার বল পায়ে দেখা যায়। প্রথমার্ধে অনেক বেশি সুযোগ ভারতের। দ্বিতীয় কোয়ার্টারে যেভাবে মুহুর্মুহু আক্রমণ তৈরি হচ্ছিল, গোল হয়ে যাওয়া উচিত ছিল। যদিও প্রথম ঝাপটা ছিল কুয়েতের।
ম্যাচের শুরুতেই সুযোগ পায় কুয়েত। ৪ মিনিটে মহম্মদ আবদুল্লাহর শট বাঁ পায়ে ব্লক করেন গুরপ্রীত। এরপর ২৪ মিনিটে নিশ্চিত গোল মিস। ইদ আলরাশিদির লব লক্ষ্যভ্রষ্ট হয়। সামনে একা গুরপ্রীতকে পেয়েও তাঁর মাথার ওপর দিয়ে বল বাইরে মারেন। বাকি সময়টা ভারতের। ১১ মিনিটে প্রথম সুযোগ। লিস্টনের পাস সুনীলের পায়ে পৌঁছনোর আগেই ক্লিয়ার করেন হাসান আলানেজি। তার এক মিনিটের মধ্যে অনিরুদ্ধ থাপার কর্নার থেকে জয় গুপ্তর হেড বাইরে যায়। প্রথমার্ধে বেশ কয়েকটা নিশ্চিত সুযোগ ছিল। ২৫ মিনিটে চাংতের কর্নার থেকে আনোয়ারের হেড ক্রসপিসের ওপর দিয়ে ভেসে যায়। এরপরও সুযোগ ছিল। ব্যাক টু ব্যাক সাহাল এবং লিস্টনের শট প্রতিহত হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রেন্ডনকে নামিয়ে মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা করেন স্টিমাচ। কিন্তু তাতেও গোলমুখ খুলতে পারেনি ভারত। ম্যাচের ৪৭ মিনিটে ফইজল আলহারবির শট বাঁচায় গুরপ্রীত। ফিরতি শট বাইরে মারেন ইউসেফ আলসুলেইমান। কাউন্টার অ্যাটাক থেকে গোলের সুযোগ পায় ভারত। কিন্তু কুয়েতের গোলকিপারের হাতে মারেন রহিম আলি। দ্বিতীয়ার্ধের শুরুতেই রহিমকে নামিয়ে পুরোপুরি আক্রমনাত্মক ছকে চলে যান স্টিমাচ। কিন্তু সেই গোল মিসের ছটা। শেষলগ্নে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের অন্যতম সেরা তারকা, আজ জন্মদিন নীরজ চোপড়ার, ২৬ বছরে কী কী রেকর্ডের মালিক তারকা অ্যাথলিট? ...
আর কেঁদে কী হবে..সবই তো শেষ...অশ্বিনের সোশ্যাল মিডিয়া পোস্ট চোখে জল আনবে আপনারও ...
সন্তোষে দুরন্ত ছন্দে বাংলা, সার্ভিসেসকে হারাল সঞ্জয় সেনের দল ...
তরুণ ক্রিকেটারকে জায়গা ছেড়ে দিলেন সঞ্জু, আইপিএলে নিয়মিত উইকেটকিপিং আর করবেন না স্যামসন...
শূন্যর হ্যাটট্রিক, ভারতীয় তারকার সঙ্গে একই আসনে পাকিস্তানের ওপেনার...
মেলবোর্নে বিরল নজিরের সামনে এই দুই অজি তারকা, গড়তে পারবেন নয়া রেকর্ড? ...
১৩ বছরের বৈভবকে কেন নিল রাজস্থান? আসল কারণ ফাঁস করলেন সঞ্জু ...
ইংরেজি না বলে বিতর্কের জন্ম দিলেন জাদেজা, মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া প্রীতি ম্যাচের বলই গড়াল না...
'এ ভাবে খেললে সেরা ছয়ে থাকব', আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গলের দিমি ...
নিজের গোলে বল ঢুকিয়ে শিরোনামে মহমেডানের বাঙালি গোলকিপার, কেরলকে বড়দিনের উপহার সাদা-কালোর ...
ভারতের রানের পাহাড়ে পিষ্ট ওয়েস্ট ইন্ডিজ, বিশাল ব্যবধানে জয় হরমনপ্রীতদের ...
ফর্মে ফেরার মন্ত্র রোহিতকে, এই প্রাক্তনের পরামর্শ শুনলে রানে ফিরবেনই হিটম্যান ...
'হায়দরাবাদের বিরুদ্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলব', জামশেদপুরকে হারিয়ে হুঙ্কার অস্কারের...
সন্তোষে চতুর্থ ম্যাচে এসে থেমে গেল বাংলার জয়ের ধারা, মণিপুরের সঙ্গে ড্র সঞ্জয়ের ছেলেদের ...
আক্রমণাত্মক ফুটবলই অস্ত্র, জামশেদপুরকে হারিয়ে দশে উঠে এল ইস্টবেঙ্গল...
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ কবে? ভারত-পাক দ্বৈরথই বা কবে? জানা গেল সম্ভাব্য সূচি ...