শুক্রবার ২২ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | 'দলের সৈনিক হিসেবে এই লড়াই থামাতে পারব না', খাড়গের পাল্টা জবাব অধীরের

Kaushik Roy | ১০ মে ২০২৪ ১৯ : ১৩Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বক্তব্যের পাল্টা জবাব দিলেন অধীর চৌধুরী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রয়েছেন ইন্ডিয়া জোটের পাশেই। এই কথাই শনিবার সকালে স্পষ্ট করে দিয়েছিলেন কংগ্রেস সভাপতি। জানিয়ে দিয়েছিলেন, অধীর চৌধুরী কী ভাবছেন তাতে কংগ্রেস হাইকমান্ডের কিছু যায় আসে না। এই প্রসঙ্গেই শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করেন অধীর। বলেন, 'কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাঁকে খাতির করব, তা তো হতে পারে না। দলের সৈনিক হিসেবে এই লড়াই আমি থামাতে পারব না। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। আমার বিরোধিতায় কোনও ব্যক্তিগত বিদ্বেষ নেই। পশ্চিমবঙ্গে আমার পার্টি রক্ষা করার লড়াই করছি।'

প্রসঙ্গত,শনিবার খাড়গে, শরদ পওয়ার, উদ্ধব ঠাকরে-সহ ‘ইন্ডিয়া’র নেতারা লখনউয়ে সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই প্রশ্নের জবাবে খাড়গে বলেন, মমতা ব্যানার্জি প্রথমে বাইরে থেকে সমর্থনের কথা বলেছিলেন। বাইরে থেকে সমর্থন কোনও নতুন বিষয় নয়। প্রথম ইউপিএ সরকারে বামেরাও বাইরে থেকে সমর্থন করেছিলেন। কিন্তু তার পরেও মমতার আরও একটি বিবৃতি এসেছে। যাতে স্পষ্ট যে, তিনি ‘ইন্ডিয়া’য় আছেন এবং সরকার গঠিত হলে তিনি তাতে শামিল হবেন। এর আগে লোকসভা ভোটের প্রচারে গিয়ে মমতা বলেছিলেন, ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। যাতে বাংলায় আমার মা-বোনেদের ১০০ দিনের কাজে কোনও দিন অসুবিধা না-হয়।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



05 24