বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Abhisek Banerjee: ‘‌‌‌রান্নার মশলা জিরেতে জিএসটি,‌ হিরে জিসএটি শূন্য’‌, পাণ্ডুয়ার সভা থেকে বিজেপিকে তোপ অভিষেকের

Rajat Bose | ০৬ মে ২০২৪ ১৮ : ৩৬Rajat Bose


মিল্টন সেন, হুগলি:‌ উনি গত পাঁচ বছর দিল্লির ক্রীতদাসের কাজ করেছেন। আর চেষ্টা করেছেন কীভাবে দিল্লির কাছে পয়েন্ট বাড়ানো যায়। মানুষের জন্য ভাবেননি।’‌ এভাবেই সমাবেশ থেকে বিদায়ী সাংসদকে কটাক্ষ করেন অভিষেক ব্যানার্জি। সোমবার হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে পাণ্ডুয়ায় সভা করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বিকেল সোয়া চারটে নাগাদ কপ্টারে পাণ্ডুয়া কোহিনূর রাইস মিল ময়দানে নামেন তিনি। পাশেই ছিল সমাবেশ মঞ্চ। এদিন বক্তব্যের শুরুতে অভিষেক বলেন, ‘‌উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই সভা সমাবেশে অনেক বেশি মা দিদিদের উপস্থিতি নজরে পড়েছে। এই নারী শক্তি যাদের সঙ্গে থাকবে তাঁদের কেউ পরাজিত করতে পারবে না।’‌ 
বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন অভিষেক। বলেন, ‘‌পাঁচ বছর আগে এক বুক আশা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন। আবার লোকসভার নির্বাচন এসেছে। যারা মানুষের একশ দিনের টাকা বন্ধ করে দিয়েছে। বাড়ির টাকা বন্ধ করে রেখেছে। এই ভোট সেই বহিরাগতদের বিসর্জনের ভোট। প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধের ভোট। এই ভোট বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট। যারা ভোট নেওয়ার পর মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। এই ভোট তাদের বিরুদ্ধে। মোদি বলছেন দশ বছর তিনি ট্রেলার দেখিয়েছেন। সিনেমা নাকি বাকি রয়েছে। মায়েরা, দিদিরা দশ বছরে কি দেখলেন? গ্যাসের দাম কোথায়?‌ দশ বছরে জিএসটি লাগিয়েছে। জিরেতে জিএসটি আর বড় লোকের বাড়িতে থাকে হিরে, সেটা জিসএটি শূন্য। দশ বছর আগে ডিজেল পেট্রলের দাম কী ছিল?‌ কত বেড়েছে?‌ পাতি লেবু থেকে ডাল, চা পাতা সব দাম বেড়েছে। আর মমতা ব্যানার্জি গত দশ বছরে আপনাদের কী দিয়েছে দেখুন। বিনামূল্যে রেশন, কন্যাশ্রী, যুবশ্রী, কৃষক বন্ধু, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড।’‌ লকেট চ্যাটার্জিকে কটাক্ষ করে অভিষেক বলেছেন, ‘‌এখনই প্রাক্তন সাংসদের প্যাড ছাপিয়ে রাখুন। গত পাঁচ বছরে লকেট চ্যাটার্জি বা কোনও কেন্দ্রীয় মন্ত্রী হুগলির কোনও এলাকায় গিয়ে দশ পয়সার উন্নয়ন করেছেন?‌ বাংলায় হারার পর থেকে একশো দিনের টাকা আটকে রেখেছে। এই এলাকার বিদায়ী সাংসদকে বলব আপনি মানুষকে বঞ্চিত করে আবার ভোট পাবেন, সে গুড়ে বালি। লকেট চ্যাটার্জি দেখাতে পারবেন, তিনি দিল্লিকে একটা চিঠি লিখেছেন মানুষের আবাসের জন্য?‌ বা যুবক যুবতীদের কাজের জন্য?‌ যদি কেউ দেখাতে পারেন আমি রচনার হয়ে ভোট চাইতে আসব না।’‌ 
এদিন সভায় নিজের ফোনে কোচবিহারের বিজেপি নেত্রী নীপা চক্রবর্তীর একটা অডিও চালিয়ে শোনান অভিষেক। সেই অডিও ক্লিপে শোনা যায় বিজেপি নেত্রী বলছেন, লক্ষ্মীর ভান্ডার চলবে না আগামী তিন মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। অভিষেক বলেন, ‘‌শুনলেন। কোনও ভয় নেই, যতদিন বাংলায় তৃণমূল সরকার রয়েছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে রাজ্যের দশ কোটি মানুষের সম্মান নষ্ট করেছে। সন্দেশখালি নিয়ে বড় বড় ভাষণ দিত। সব ফুটো হয়ে গেছে। তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার মানুষকে ছোট করছে। লকেট ভোট চাইতে গেলে বলবেন যে গঙ্গাধর কয়াল প্রকাশ্যে বলছে কোনও ধর্ষণ হয়নি সন্দেশখালিতে। যারা নিজেদের স্বার্থে এই কাজ করেছে তাদের কেন ভোট দেবেন? যারা গরিব মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেবেন। লকেট চট্টোপাধ্যায় ২০১৯ সালে জিতেছিলেন, ২০২১ সালে চুঁচুড়ায় হারলেন। যে জেতার পর আবাস রাস্তার টাকা বন্ধ হয়ে যায়। এদের রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যান্সার হবে। আমার বিরুদ্ধে এত ইডি সিবিআই লাগিয়েছে। তবু আমি মাথা নত করিনি। আমার গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। মাথা নীচু করব না। বিজেপি বলছে টাকা দেবো না। আমরা বলছি, ওদের টাকা লাগবে না। আগামী ৪ জুন ওরা বিদায় নেবে। রচনা জিতবে, তৃণমূল জিতবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আপনার বাড়ির টাকার প্রথম কিস্তির টাকা চলে যাবে। ইংরেজ, ফরাসি, ডাচদের পর এবার দেশে বর্গিরা এসেছে। তাদের ঝেটিয়ে বিদায় করতে হবে। রচনাকে ভোট দিলে আপনি আপনার অধিকার পাবেন।
লকেটকে ভোট দিলে আপনার অধিকার হারাবেন। আগামী চার তারিখ যখন ইভিএম খুলবে, বিজেপি নেতাদের হাল খারাপ হবে। বিজেপির পতন শুধু সময়ের অপেক্ষা। ‘‌আবকি বার চারশ পার’‌ খেলা শেষ।’‌ এদিন সভায় উপস্থিত ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা ব্যানার্জি, রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীস চক্রবর্তী, মন্ত্রী বেচারাম মান্না, হুগলি কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা পাণ্ডুয়ার বিধায়ক ডাঃ রত্না দে নাগ, বিধায়ক তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, জেলা সভাপতি অরিন্দম গুইন, অসিত মজুমদার জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা প্রমুখ।

ছবি:‌ পার্থ রাহা




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন

জাস্টিস ফর আরজি কর কর্মসূচিতে তরুণীর সঙ্গে আলাপ ও বন্ধুত্ব, সেই সুযোগ কাজে লাগিয়েই তরুণীকে ধর্ষণের অভিযোগ ‘‌প্রতিবাদী’‌...

শ্রমিকদের হাতে খুন সুপারভাইজার, উত্তেজনা জুপিটার কারখানায়...

নারী নিরাপত্তাই মূল উদ্দেশ্য, মহিলা টহল ভ্যান চালু করল কোচবিহার জেলা পুলিশ...

৩০০ বছর ধরে এই জমিদার বাড়িতে চলছে দুর্গাপুজো, মা দুর্গার সঙ্গে পূজিত হচ্ছেন রাম-সীতাও...

বজ্রপাতে নষ্ট ট্রলারের ওয়্যারলেস, নিখোঁজ ৪৯ জন মৎস্যজীবী-সহ তিনটি ট্রলার...



সোশ্যাল মিডিয়া



05 24