শুক্রবার ২২ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৫ মে ২০২৪ ০১ : ০৭Sampurna Chakraborty
সম্পূর্ণা চক্রবর্তী: আইএসএল ফাইনালে জঘন্য ফুটবল মোহনবাগানের। গোটা লিগে দুর্দান্ত খেলা একটি দল কী করে এতো খারাপ খেলল তার কোনও ব্যাখ্যা নেই। মাঠ ছাড়ার সময় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলে গেলেন, "জঘন্য ফুটবল খেলেছে মোহনবাগান। এটাই মরশুমের সবচেয়ে খারাপ ম্যাচ।" এদিন হাবাসের দল যে কিছুই খেলতে পারেনি, সেটা বোঝার জন্য ফুটবল পণ্ডিত হওয়ার দরকার নেই। কিন্তু ফাইনালে হঠাৎ কেন এত অধঃপতন? যে দলকে ১৮ দিন আগে হারিয়ে লিগ শিল্ড জিতেছিল, আজ তাঁদের বিরুদ্ধে দাঁড়াতেই পারল না মোহনবাগান। এই পারফরম্যান্সের কোনও ব্যাখ্যা নেই দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্সের কাছে। শুধু জানান, দিনটা তাঁদের ছিল না। কামিন্স বলেন, "নির্দিষ্ট দিনের ওপর রেজাল্ট নির্ভর করে। আমরা আজ খেলতে পারিনি। হার, জিত খেলারই অঙ্গ। আমাদের গোটা মরশুম ভাল গিয়েছে। লিগ শিল্ড জয় স্মরণীয়। আমরা ফ্যানদের জন্য আইএসএল কাপ জিততে চেয়েছিলাম। সেটা না পেরে হতাশ। দিনটা আমাদের ছিল না। আমাদের এর থেকে শিক্ষা নিতে হবে। আপাতত ছুটি উপভোগ করব। আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে। সামনে এএফসির চ্যালেঞ্জ আছে। আমাদের একটানা সমর্থন করার জন্য সাপোর্টারদের ধন্যবাদ। আমরা আজ নিজেদের সেরাটা দিতে পারিনি। তবে আরও শক্তিশালী হয়ে ফিরব।" হারে হতাশ চলতি মরশুমে বাগানের সেরা প্লেয়ার দিমিত্রি। টুর্নামেন্টের সেরা হলেও আইএসএল না জেতায় সেটাকে খুব বেশি গুরুত্ব দিলেন না। পেত্রাতোস বলেন, "আমাদের দিন ছিল না। আমি এই হারের অঙ্গ। আমরা সবাই সারা বছর ধরে নিজেদের উজাড় করে দিয়েছি। কিন্তু আজ আমরা সেটা করতে পারিনি।"
মুম্বই কোচ পিটার ক্র্যাটকির কৌশলে বোতলবন্দি হয়ে যান দিমি। কলকাতায় ৬৫,০০০ সমর্থকের সামনে এই জয় তুলে নিতে পেরে খুশি মুম্বইয়ের কোচ। ক্র্যাটকি বলেন, "ফাইনাল জিতে খুবই খুশি। কলকাতায় ৬৫ হাজার সমর্থকের সামনে খেলার অভিজ্ঞতাই আলাদা। মুম্বইয়ে ট্রফি নিয়ে যেতে পেরে ভাল লাগছে। কলকাতার সাপোর্টাররা অতুলনীয়। ফ্যানদের ধন্যবাদ।" গ্রুপের শেষ ম্যাচে কিছুটা রক্ষণাত্মক শুরু করে মুম্বই। কিন্তু এদিন প্রথম থেকেই প্রেসিং ফুটবল অবলম্বন করে ছাংতেরা। মোহনবাগানকে ম্যাচের আগাগোড়া টেক্কা দিয়ে যোগ্য দল হিসেবেই আইএসএল জিতল মুম্বই। হাবাসের দল সম্বন্ধে ক্র্যাটকি বলেন , "মরশুমের শুরুর দিকে মোহনবাগানের সেটব্যাক হয়েছিল। তারপর টানা ভাল খেলছিল। লিগ শিল্ড লড়াইয়ের ম্যাচে ওরা বেশি ভাল খেলেছিল। জয় প্রাপ্য ছিল। ওদের সমীহ করি। তবে আজ আমরা বেশি ভাল খেলেছি। ওদের ছাপিয়ে গিয়েছি। আজকের পারফরমেন্স অনুযায়ী যোগ্য দল হিসেবেই আমরা আইএসএল কাপ পেয়েছি। ভবিষ্যতেও মোহনবাগানের সঙ্গে খেলার জন্য মুখিয়ে থাকব।" মুম্বইয়ের কোচ জানান, এদিন প্রথম থেকেই তাঁদের প্রেসিং ফুটবল খেলা স্ট্র্যাটেজি ছিল। আপুঁইয়া, ছাংতে, জয়েশদের আলাদা প্রশংসা করেন আইএসএল জয়ী কোচ।
ছবি: অভিষেক চক্রবর্তী
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
পার্থ–এর মাটিতে লজ্জায় মাথা হেঁট ভারতের, ১৫০ রানে গুটিয়ে গেল ইনিংস...
‘বাপ কা বেটা’, ২২ গজে দাপট দেখাতে শুরু করল শেহবাগ পুত্র, এল দ্বিশতরান ...
অশ্বিন বা জাদেজা নন, পার্থ টেস্টে দলে এলেন সুন্দর, কারণ জানলে চমকে যাবেন...
আগামী তিন বছরের আইপিএল শুরুর দিন ঘোষিত, ফাইনাল কবে জানুন ...
ফের ব্যর্থ বিরাট, পার্থ টেস্টে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের টপ অর্ডার...
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে পাকিস্তান...
আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...
আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...
কলকাতা ফুটবলের আকাশে নতুন নাম ইউকেএসসি
এই আম্পায়ার মাঠে থাকলেই কপাল খারাপ ভারতের! প্রকাশ্যে পারথ টেস্টের আম্পায়ার এবং ধারাভাষ্যকারদের তালিকা...
পারথে অগ্নিপরীক্ষা, কপিলের উদাহরণ দিয়ে বুমরাকে তাতালেন বিশ্বজয়ী দলের সদস্য...
মুম্বই-আহমেদাবাদ নয়, ২০৩৬ অলিম্পিকের ভেন্যু হওয়ার দৌড়ে এগিয়ে এই দুই শহর ...
ভারতীয় ক্রিকেটের ব্যাড বয়ের জন্য নিলামে ঝাঁপাতে পারে একাধিক দল, ২০ কোটিতে বিকোতে পারেন তারকা ...
কেরিয়ার প্রায় শেষ করে দিয়েছিলেন রিঙ্কু, সেই যশকেই পাঠানো হল পারথে, কিন্তু কেন? ...
টেনশনের ম্যাচে চীনকে হারাল ভারত, তৃতীয়বার এশিয়াসেরা ভারতের মেয়েরা ...