শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
![](/uploads/thumb_12811.jpeg)
Kaushik Roy | ২৩ এপ্রিল ২০২৪ ১৭ : ১১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সোমের পর মঙ্গল। আদালতের নির্দেশে চাকরি বাতিল নিয়ে ফের আরেকবার সরব হলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। মমতার ভাষায়, "একতরফা রায়ে ২৬ হাজার লোকের চাকরি খাওয়া হয়েছে।" রায়ের সমালোচনার সঙ্গে বিজেপিকে বিঁধে মমতা বলেন, "আমরা চাকরি দিলে বিজেপি কোর্টকে দিয়ে চাকরি খেয়ে নেয়।" মমতার দাবি, ভুলটা যদি তাঁকে আগে বলা হত তবে তা সংশোধন করে নেওয়া হত। এই প্রসঙ্গেই তিনি বলেন, "সবটা কি আমি করি, আমি করি না। এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে, কলেজ কমিশন আলাদা আছে, এগুলো তাঁরা দেখেন"। এদিনও মমতার নিশানায় ছিল "গদ্দার"।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নাম না করে তিনি শুভেন্দু অধিকারীকেই নিশানা করেছেন। এদিন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভাতারে জনসভা ছিল মমতার। সেখান থেকেই একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন তিনি। মমতার ভাষায়, কোর্ট কী রায় দেবে সেটা সে জানল কী করে? উল্লেখ্য, গত সপ্তাহে শুভেন্দু বলেছিলেন চলতি সপ্তাহে "বোমা" ফাটবে। মঙ্গলবার ভাতারের সভা থেকে মমতা বলেন, "মানুষের চাকরি খেয়ে বোমা!" সবচেয়ে বড় যে কুকর্মটা করেছে তার নাম গদ্দার।" অভিযোগ করে মমতা বলেন, পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল? এদিন রাজ্যের শস্য গোলা পূর্ব বর্ধমানে দাঁড়িয়ে রেশন ব্যবস্থা নিয়ে বলতে গিয়ে তৃণমূল নেত্রী বলেন, ৩০,০০০ কোটি টাকা রাজ্য দেয় বলেই লোকে ফ্রিতে রেশন পায়। নরেন্দ্র মোদিকে "প্রচারবাবু" উল্লেখ করে এদিন তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেন, কেন্দ্র রেশন দিয়েছে শুধু করোনাকালে।