রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: আমার জীবনের খোলা জানলা গৌতম: দেবশঙ্কর।। শেষে 'রক্তকরবী'কে আঁকড়েই বাঁচতেন: চৈতি

Reporter: শ্যামশ্রী সাহা | লেখক: উপালি মুখোপাধ্যায় | Editor: শ্যামশ্রী সাহা ০৩ নভেম্বর ২০২৩ ০৮ : ২৬


শুধুই চলচ্চিত্র জগৎ নয়, নাটকের দুনিয়াতেও তাঁর অনায়াস গতিবিধি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘রক্তকরবী’ তাঁর তাগিদেই একাধিক বার মঞ্চস্থ হয় তাই ছায়াছবির জগতের পাশাপাশি বাকরুদ্ধ নাট্যজগতও। বিধাননগরের প্রথম সারির এক হাসপাতালে অন্তিম শয়ানে পরিচালক গৌতম হালদার। সেখানে তাঁকে শেষবারের মতো দেখতে গিয়েছিলেন দুই নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার, চৈতি ঘোষাল। আজকাল ডট ইনের সঙ্গে কথা বলার সময় দু’জনেই স্মৃতিকাতর। দেবশঙ্করের আফসোস, ‘‘আবার আমরা অভিভাবকহীন হলাম।’’ চৈতির কথায়, ‘‘গৌতমদা ভাল থেকো। আর নাগাল পাওয়া যাবে না।""

দেবশঙ্করের কাছে গৌতমবাবু একই অঙ্গে বন্ধু-অভিভাবক। শিল্প-সংস্কৃতির দুনিয়ায় তাঁর জ্ঞান অগাধ। বাকিরা তাঁর সঙ্গ পেয়ে সমৃদ্ধ হতেন। বন্ধু হিসেবে তিনি নানা বিষয় নিয়ে আড্ডা দিতেন। একই ভাবে অভিভাবক হয়ে নতুন বিষয়ের হদিশ দিতেন। তাঁর আবদার মানেই দেবশঙ্কর জানতেন, তিনি আরও নতুন কিছু শিখতে চলেছেন। অভিনেতা, নাট্যপরিচালকের জীবনে তাই প্রয়াত পরিচালক ছিলেন অনেকটাই দক্ষিণের জানলার মতো। যেখান থেকে জ্ঞানের টাটকা অক্সিজেন পেতেন। অভিনেতার আক্ষেপ, সেই খোলা জানলাটাই বন্ধ হয়ে গেল। 

দেবশঙ্করের কাছে গৌতমবাবু একই অঙ্গে বন্ধু-অভিভাবক। শিল্প-সংস্কৃতির দুনিয়ায় তাঁর জ্ঞান অগাধ। বাকিরা তাঁর সঙ্গ পেয়ে সমৃদ্ধ হতেন। বন্ধু হিসেবে তিনি নানা বিষয় নিয়ে আড্ডা দিতেন। একই ভাবে অভিভাবক হয়ে নতুন বিষয়ের হদিশ দিতেন। তাঁর আবদার মানেই দেবশঙ্কর জানতেন, তিনি আরও নতুন কিছু শিখতে চলেছেন। অভিনেতা, নাট্যপরিচালকের জীবনে তাই প্রয়াত পরিচালক ছিলেন অনেকটাই দক্ষিণের জানলার মতো। যেখান থেকে জ্ঞানের টাটকা অক্সিজেন পেতেন। অভিনেতার আক্ষেপ, সেই খোলা জানলাটাই বন্ধ হয়ে গেল। দেবশঙ্কর গৌতমবাবুর ‘ভাল থেকো’ ছবিতে পরিচালনায় কাজ করেছিলেন। তাঁর পরিচালনায় কাজ করে কেমন লেগেছিল? দেবশঙ্করের কথায়, ‘‘বন্ধুত্বের সুবাদে আমাদের আদানপ্রদান খুব ভাল ছিল। শুধুই কাজ নয়, তার বাইরেও আমাদের কথা হত। শেষের দিকে মাঝেমধ্যেই শরীরখারাপে ভুগতেন। তারপরেও নতুন বিষয় নিয়ে কাজের প্রতি আগ্রহ ছিল খুব। কথাও হয়েছিল আমাদের। সেই কথা মাধপথেই থমকে গেল।’’পথেই থমকে গেল।’’

গৌতম হালদারকে নিয়ে বলতে বলতে কান্নায় গলা বুঁজে এসেছে চৈতি ঘোষালের। তাঁর কথায়, ‘‘জীবনের একটা অধ্যায় শেষ হয়ে গেল। আমার নাট্যগুরু, শিক্ষককে হারালাম। চারপাশ খুব ফাঁকা লাগছে। শেষের দিকে ‘রক্তকরবী’ নাটককে আঁকড়েই বাঁচতেন। ওই জন্যই নাটকটি বারবার মঞ্চস্থ হয়েছে।’’ ছোট থেকে এই নাটকের ‘নন্দিনী’ চৈতি। তাঁর মতে, গত ১৫ ধরে নন্দিনী সমসাময়িক নাট্যকার-নাট্যপরিচালকের মুন্সিয়ানাতেই। তিনি আজীবন সমৃদ্ধ হয়েছেন এই একজন মানুষের প্রভাবে। যাঁর অগাধ পাণ্ডিত্যের কাছে তিনি আজও নতজানু।




বিশেষ খবর

নানান খবর

সংগ্রহ করুন... #aajkaalonline #pujovibes #durgapuja #DurgaPuja2024

নানান খবর

যৌন হেনস্থার অভিযোগে ডিরেক্টরস গিল্ড থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড অরিন্দম শীল! ক্ষমা চেয়ে কী জানালেন পরিচালক?...

সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন! ভাঙতে‌ চলেছে টলিপাড়ার এই নায়ক-নায়িকার প্রেম?...

দীপিকাকে নিয়ে হাসপাতালে রণবীর, গণেশ চতুর্থীর দিনেই কি সুখবর?...

রাধা-কৃষ্ণের সাজে ‘যৌন উসকানি’র অভিযোগ! বিতর্কের মুখে কোন পদক্ষেপ তামান্নার?...

শীঘ্রই আসছে...

চোখে মুখে রহস্যের ছাপ, 'টেক্কা'য় এক নিমেষে খেলা ঘোরাতে তৈরি 'ইরা', প্রকাশ্যে স্বস্তিকা মুখোপাধ্যায়...

'পুলিশ' আবির না কি 'ব্যাঙ্ক ডাকাত' শিবপ্রসাদ, কে আসল 'বহুরূপী'? টিজারে চমকে উঠল নেটপাড়া...

‘আমার শরীরের উপরে...’ যৌন হেনস্থা শিল্পার! কোন পরিচালকের বিরুদ্ধে উঠল অভিযোগ?...

নারী সুরক্ষার প্রশ্নে পরিচালকদের চরিত্রহনন, ফেডারেশনকে তোপ দেগে কী বললেন কৌশিক? ...

‘অপরিচিত’-এ অভিনয় করে কী মানসিক সমস্যা দেখা দিয়েছিল বিক্রমের? নেপথ্যে ছিল কার হাত? ...

অরিজিৎ সিংয়ের ‘কন্ঠে’ ফের কোন রিমেক? শুনে “বমি পাচ্ছে” লিখলেন মৌসুমী ভৌমিক! ...

'জিনিয়াস' হলেও কোন দেশে মূল্যহীন অনুরাগ কাশ্যপ? বিস্ফোরক নওয়াজউদ্দিন সিদ্দিকী...

ব্রেকিং: ছোটপর্দার নতুন জুটি নীলাঙ্কুর-অভিকা? ...

রানির বাবা-মাকে তালাবন্ধ করে রেখেছিলেন যশ চোপড়া! দিয়েছিলেন হুমকিও, কিন্তু কেন? ...

শাহরুখের অভিনয় শিক্ষক ছিলেন এই কারখানার শ্রমিক, করতেন কাগজ বিক্রিও! চেনেন তাঁকে? ...

প্রকাশ্যে আলিয়ার 'জিগরা' লুক, করণের ছবিতে কোন অবতারে ধরা দিচ্ছেন পর্দার 'রানি'?...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 23