বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: মাধ্যমিক পরীক্ষার্থীর বিয়ে বন্ধ করল মুর্শিদাবাদ জেলা প্রশাসন

Riya Patra | ২৮ জানুয়ারী ২০২৪ ১৩ : ৪৭Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: রবিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলার সুতি-১ ব্লক প্রশাসন এবং সুতি থানার পুলিশ এক নাবালিকার বিয়ে বন্ধ করল। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি স্কুলের দশম শ্রেণীর পড়ুয়া ওই নাবালিকার অমতে তার পরিবারের লোকজন বিয়ে দিচ্ছিল বলে অভিযোগ। নাবালিকার বিয়ের প্রস্তুতির খবর পেয়ে রবিবার দুপুরে সুতির আহিরণ হাসপাতাল পাড়াতে পৌঁছে যান সুতি -১ ব্লকের বিডিও অরূপ সাহা এবং সুতি থানার পুলিশ আধিকারিকেরা। জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকদেরকে বিয়ে বাড়িতে দেখে হতচকিত হয়ে পড়েন মেয়ের বাড়ির লোকেরা।  
প্রাথমিকভাবে তারা এই বিয়ে বন্ধ করতে রাজি ছিলেন না। তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, নাবালিকার বিয়ে দেওয়া হলে পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হবে। এরপরই মেয়ের পরিবার বিয়ে বন্ধ করতে রাজি হয়। প্রশাসনের আধিকারিকদের তারা লিখিত মুচলেকা দিয়েছে মেয়ের ১৮ বছর বয়স হওয়ার আগে তার বিয়ে দেবেন না। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বছর ষোলোর ওই নাবালিকা রঘুনাথগঞ্জের একটি স্কুলের দশম শ্রেণীর পড়ুয়া। আগামী ২ ফেব্রুয়ারি থেকে তার মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। কিন্তু তার আগে বুধবার রঘুনাথগঞ্জের রাণীনগরের এক যুবকের সাথে ওই নাবালিকার বিয়ে ঠিক করে বসেন তার পরিবারের সদস্যরা। 
সুতি -১ ব্লকের বিডিও অরূপ সাহা বলেন, পুলিশ প্রশাসন যাতে নাবালিকার বিয়ে সম্পর্কে কিছু জানতে না পারেন সে কারণে রঘুনাথগঞ্জ-১ ব্লকের মির্জাপুরের বাসিন্দা ওই নাবালিকার পরিবার তাকে নিয়ে দিন কয়েক আগে আহিরণ-এ দিলীপ মন্ডল নামে এক আত্মীয়র বাড়িতে এসে ওঠেন। দিলীপবাবুর বাড়িতে বিয়ের প্যান্ডেল তৈরি করে ওই নাবালিকার বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আগামী বুধবার ওই নাবালিকার বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল।
তিনি বলেন,"প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ওই নাবালিকার মা মারা গেছেন এবং তার বাবা মানসিক বিকারগ্রস্ত। ওই নাবালিকা তার ঠাকুমার কাছে মানুষ হচ্ছে। ওই মেয়েটির বয়স ১৮ বছর না হলেও তার পরিবার একজন "ভাল পাত্র" পেয়ে যাওয়াতে বিয়ে ঠিক করেছিল বলে আমাদেরকে জানিয়েছে।" 
বিডিও বলেন, "আজ আমরা দিলীপ মন্ডলের বাড়িতে গিয়ে বিয়ে ওই বিয়ে বন্ধ করেছি এবং তাকে বলা হয়েছে বিয়ের প্যান্ডেল খুলে ফেলার জন্য। ইতিমধ্যেই ওই নাবালিকার পরিবারের তরফ থেকে বিয়ে বন্ধ করার বিষয়ে আমাদেরকে একটি লিখিত মুচলেকা দেওয়া হয়েছে। ওই নাবালিকা যদি পড়াশোনা চালিয়ে যেতে চায় তাহলে তাকে প্রশাসনের তরফ থেকে যাবতীয় সাহায্য করা হবে।"




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন

জাস্টিস ফর আরজি কর কর্মসূচিতে তরুণীর সঙ্গে আলাপ ও বন্ধুত্ব, সেই সুযোগ কাজে লাগিয়েই তরুণীকে ধর্ষণের অভিযোগ ‘‌প্রতিবাদী’‌...

শ্রমিকদের হাতে খুন সুপারভাইজার, উত্তেজনা জুপিটার কারখানায়...

নারী নিরাপত্তাই মূল উদ্দেশ্য, মহিলা টহল ভ্যান চালু করল কোচবিহার জেলা পুলিশ...

৩০০ বছর ধরে এই জমিদার বাড়িতে চলছে দুর্গাপুজো, মা দুর্গার সঙ্গে পূজিত হচ্ছেন রাম-সীতাও...

বজ্রপাতে নষ্ট ট্রলারের ওয়্যারলেস, নিখোঁজ ৪৯ জন মৎস্যজীবী-সহ তিনটি ট্রলার...



সোশ্যাল মিডিয়া



01 24