শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৮ জানুয়ারী ২০২৪ ১৬ : ০৬Riya Patra
মিল্টন সেন,হুগলি: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ত্রিবেনী কুম্ভ মেলা! অনুমোদন দিল না জেলা প্রশাসন। আর তা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। মাধ্যমিক পরীক্ষার সঙ্গে চলুক কুম্ভ মেলা, অজুহাত দেখিয়ে মেলা বন্ধ করার অদ্ভুত অভিযোগ বিজেপির। পরীক্ষার জন্য প্রশাসন ব্যাবস্থা নিয়েছে, এটা নিয়ে রাজনীতি অবাঞ্ছিত। অন্যদিকে বিজেপির অভিযোগ, মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের জীবনে প্রথম বড় পরীক্ষা। সব বিষয় নিয়ে রাজনীতি করাটা বিজেপির অভ্যাসে পরিণত হয়েছে। গত দু" বছর ধরে হুগলির ত্রিবেণীতে শুরু হয়েছে কুম্ভ মেলা। মেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করেছে। বিশেষ করে পূণ্য স্নান করতে ভিড় উপচে পড়েছে ত্রিবেণী গঙ্গার ঘাটে। এবছর সেই কুম্ভ মেলার প্রস্তুতি শুরু হয়েছিল। দিন ধার্য করা হয়েছিল ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারী। মেলার দিন ধার্য করেছিল কুম্ভমেলা পরিচালন সমিতি। আগামী ১৩ তারিখ ছিল শাহি স্নান। কিন্তু ওই একই সময় মাধ্যমিক পরীক্ষা চলবে। স্বাভাবিক কারণেই তাই জেলা প্রশাসনের তরফে মেলার অনুমতি দেওয়া হয় নি। রবিবার সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা মেলা কমিটি, শিবপুর ক্লাব,বাঁশবেড়িয়া পুরসভা, দমকল, স্বাস্থ্য এবং পুলিশ আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন। সেখানে জেলা প্রশাসনের তরফে মেলা পরিচালন সমিতিকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় ওই সময় মাধ্যমিক পরীক্ষা চলবে, তাই কোনও ভাবেই মেলার অনুমতি দেওয়া যাবে না। মহকুমা শাসক জানান, কুম্ভ মেলা গত দু বছর হয়েছে। কিন্তু অনেক দিন আগে যে এই মেলা ওখানে হত, তার কোনও পূর্বের ইতিহাস নেই। সর্বোপরি মাধ্যমিক পরীক্ষা চলবে এই সময়। নিরাপত্তা, দমকল থেকে ভিড় নিয়ন্ত্রণ নিয়ে সমস্যা হতে পারে, তাই মেলার কোনও অনুমতি দেওয়া হয়নি। যে মাঠে মেলা বসে সেই শিবপুর স্পোর্টিং ক্লাবের সম্পাদক ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, গত দুবছর জোর করে এই মেলা জোরকরে তাঁদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। ক্লাবের তরফে কোনও অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করা হয়নি। ক্লাবের তরফে মহকুমা শাসককে জানিয়ে দেওয়া হয়েছে মেলা অন্যত্র হোক।
বাঁশবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারপারসন শিল্পী চ্যাটার্জি বলেছেন, মাধ্যমিকের সময়ে কুম্ভমেলা হওয়ার কথা ছিল। মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এবার কুম্ভমেলা স্থগিত রাখা হল। সকলের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু বছর আগে ত্রিবেনীতে শুরু হয় কুম্ভমেলা। যাকে মেলার উদ্যোক্তারা মিনি কুম্ভ বলে আখ্যা দিয়েছিলেন। উত্তরপ্রদেশের গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেনী সঙ্গমে এলাহাবাদে বারো বছর অন্তর হয় কুম্ভমেলা। ত্রিবেনীতেও রয়েছে সেই তিন নদীর সঙ্গম। তাই ত্রিবেনীও এক পবিত্র জায়গা সাধু-সন্তদের কাছে। কিন্তু হঠাৎ করে ত্রিবেনীতে কুম্ভ কেন? মেলা পরিচালনা করেন যারা তারা মনে করেন পায়ে হেঁটে কুম্ভমেলায় যাওয়ার সময় অনেক সাধু ত্রিবেনী সঙ্গমে বিশ্রাম করতেন। স্নান করে পুজো পাঠ হোম যজ্ঞ করতেন তাই ত্রিবেনী হয়ে উঠত মিনি কুম্ভ। বাঁশবেড়িয়া ত্রিবেনী অঞ্চল জুড়ে রয়েছে বেশ কয়েকটি স্কুল। সেখানে মাধ্যমিক পরীক্ষা হয়। গত দুবছর কুম্ভমেলাকে কেন্দ্রীয় করে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। তাই জেলা প্রশাসনের তরফে পরীক্ষার সময় এই মেলার অনুমতি দেওয়া হয়নি। যদিও মাধ্যমিক পরীক্ষা নাকি অজুহাত মনে করছেন হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ। তিনি মনে করছেন ত্রিবেণী কুম্ভমেলার সঙ্গে অনেক বিজেপি নেতৃত্ব যুক্ত। গতবার মেলায় সুকান্ত মজুমদার এসেছিলেন। সামনেই লোকসভা ভোট। তার আগে ভয় পেয়ে এই মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তার কাছে মাধ্যমিক পরীক্ষাটা অজুহাত ছারা আর কিছু না। পাল্টা জবাব দিয়েছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেছেন, সব বিষয় নিয়ে রাজনীতি করা চলে না। ওই এলাকায় একাধিক স্কুল রয়েছে। তখন মাধ্যমিক পরীক্ষা চলবে। মেলার কারণে বহিরাগত বহু মানুষের সমাগম হয়, ফলে পরীক্ষার্থীদের সমস্যা হবে এটা স্বাভাবিক। তাই সবদিক ভেবে প্রশাসন আইনানুগ ব্যাবস্থা নিয়েছে।
ছবি পার্থ রাহা।
বিশেষ খবর
নানান খবর
![](/uploads/adthumb_358.jpeg)
নানান খবর
![](/uploads/thumb_37556.jpg)
ভাতা বাড়ছে লক্ষীর ভান্ডারের, কত টাকা? জানিয়ে দিলেন মন্ত্রী উদয়ন গুহ...
![](/uploads/thumb_37545.jpg)
মাধ্যমিক পরীক্ষা, কুণাল গাঞ্জাওয়ালার অনুষ্ঠানের মাইক খুলে দিল পুলিশ...
![](/uploads/thumb_375391739018964.jpg)
মসি ছেড়ে অসি, স্কুল পড়ুয়ারা নেড়েচেড়ে দেখল সেনার সমরাস্ত্র...
![](/uploads/thumb_37529.jpg)
রাজ্য ভাওয়াইয়া সংঙ্গীত প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথম দিনহাটার সোনালী, পরিযায়ী শ্রমিকের মেয়ের জন্য গর্বিত এলাকাবাস...
![](/uploads/thumb_37526.jpg)
স্বামীর অবৈধ সম্পর্ক জেনে ফেলেছিল স্ত্রী, রাগে স্ত্রীকে পিটিয়ে খুন করল শ্বশুরবাড়ির লোক...
![](/uploads/thumb_37462.jpg)
ডানকুনিতে চলল গুলি, রক্তাক্ত কাণ্ড ভরসন্ধ্যায়...
![](/uploads/thumb_37460.jpg)
শেয়ালের উৎপাতে ছাড়া পেল অপহৃত! ভেস্তে গেল মুক্তিপণ আদায়ের ছক...
![](/uploads/thumb_37455.jpg)
বিজেপি জেলা সভাপতির ঘরে তালা, প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল...
![](/uploads/thumb_37450.jpg)
বাজি কারখানায় বিস্ফোরণ, গ্রেপ্তার কারখানার মালিক ...
![](/uploads/thumb_37446.jpg)
টানা তিনদিন বন্ধ ব্যাঙ্ক, বিপুল সমস্যা এড়াতে এখনই জেনে নিন তারিখগুলি...
![](/uploads/thumb_37337.jpg)
সপ্তাহশেষে আবারও দুর্ভোগের আশঙ্কা, বাতিল বহু লোকাল ট্রেন...
![](/uploads/thumb_37336.jpeg)
ফোন দেখতে চাইত প্রতিবেশী নাবালিকা! সেই সুযোগে লাগাতার ধর্ষণ করল দাদু ...
![](/uploads/thumb_37330.jpg)
পড়ুয়াদের নিশ্চিত ভবিষ্যৎ গড়তে হবে, অভিনব ভাবনা তৃণমূল ছাত্র পরিষদের...
![](/uploads/thumb_37327.jpg)
বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে বড় ঘোষণা ২১২টি মউ সাক্ষর এবং কত বিনিয়োগ প্রস্তাব, জানালেন মুখ্যমন্ত্রী ...
![](/uploads/thumb_37325.jpg)
পাওয়া গেল না বিকল্প মুখ, সত্তরোর্ধ্ব অনন্ত রায়ের উপরেই ফের ভরসা সিপিএমের ...