শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ১৬Debosmita Mondal
মিল্টন সেন,হুগলি,৭ ফেব্রুয়ারি: অপহরণ করে মুক্তিপণ আদায়ের মুহূর্তে শেয়ালের উৎপাত। ভেস্তে গেল ছক। অপহৃত যুবককে উদ্ধার করল পুলিশ। বিদেশে কাজ পাইয়ে দেওয়ার নাম করে যুবককে ডেকে অপহরণ করা হয়। চন্ডিতলা থেকে অপহরণ করে যুবককে নিয়ে আসা হয় পরিত্যক্ত সাহাগঞ্জের ডানলপ কারখানায়। কারখানা সংলগ্ন জঙ্গলে নিয়ে গিয়ে যুবককে গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয়। এরপর মারধরের লাইভ ভিডিও দেখিয়ে পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন অপহরণকারীরা। জানা যায়, এই কার্যকলাপ চলাকালীন বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে যায়। শব্দ পেয়ে জঙ্গলের চারদিক থেকে দলে দলে শেয়াল ধেয়ে আসে। ভয় পেয়ে সেখান থেকে পালায় অপহরণকারীরা। কোনও রকমে বাঁধন খুলে দৌড়ে রাস্তায় পৌঁছন যুবক। স্থানীয়দের সাহায্যে খবর দেন থানায়। চন্ডীতলা থানার পুলিশ পৌঁছে উদ্ধার করল অপহৃত যুবককে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে অপহরণ করা হয় চন্ডীতলা থানার অন্তর্গত নবাবপুর গ্রাম পঞ্চায়েতের ছিটপুকুরের নাসিরউদ্দিন মল্লিককে।নাসিরউদ্দিনের দাবি, ওই দিন সকাল দশটা নাগাদ তার পরিচিত ভগবতীপুর এলাকার সাফাজুল মন্ডল তাঁকে ফোন করে ডাকেন। বলে তাঁকে সৌদি আরবে সোনার গহনা তৈরির কাজ দেবেন। আরবে যাঁর কাছে তাঁর কাজ হবে, তিনি ব্যান্ডেলে এসেছেন। এই বলে তাঁকে নিয়ে বালি রেল স্টেশন থেকে ট্রেন ধরে ব্যান্ডেল পৌঁছন। বেলা সাড়ে ১২ টা নাগাদ ব্যান্ডেল থেকে সাফাজুল সঙ্গে এক ব্যক্তি তাঁকে বাইকে চাপিয়ে ডানলপ কারখানা সংলগ্ন পরিত্যক্ত জঙ্গলে নিয়ে যায়। সেখানে আগে থেকেই আরও চারজন উপস্থিত ছিল। পৌঁছনোমাত্রই সকলে মিলে তাঁকে গাছে বেঁধে ফেলে। তারপর মারধর শুরু করে। মোট ৬ জন দুষ্কৃতী মিলে তাঁকে মারধর করে। ভিডিও কল করে মারধরের ভিডিও দেখায় মুম্বইয়ে কর্মরত তাঁর ছেলেকে। দু'লক্ষ টাকা দাবি করে ছেলের কাছে। একইসঙ্গে ফোন করে নাসিরুদ্দিনের স্ত্রীকে। তাঁর কাছেও মুক্তিপণ বাবদ পাঁচ লক্ষ টাকা দাবি করে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় টাকার দাবিতে, এমনকী অত্যাচারও চলতে থাকে। সন্ধ্যে হতেই চার দিক থেকে ভেসে আসতে থাকে শেয়ালের শব্দ। রাত সাড়ে ১০টা নাগাদ এক দল শেয়াল ধেয়ে আসে ওই জায়গার দিকে। অনেক শেয়াল জড়ো হতে দেখে নাসিরুদ্দিনকে ফেলে পালান দুষ্কৃতীরা। এর পর কোনও রকমে বাঁধন খুলে লোকালয়ে এসে এলাকার মানুষের কাছে সাহায্য চায় নাসির। এলাকার মানুষ থানায় ফোন করলে চন্ডিতলার থানার পুলিশ সেখানে পৌঁছে নাসিরকে উদ্ধার করে প্রথমে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা করায়। শুক্রবার তাঁকে ফিরিয়ে চন্ডিতলায় নিয়ে যায়। এদিন সেই ঘটনার বিবরণ দিতে গিয়ে নাসিরউদ্দিনের চোখে মুখে আতঙ্কের ছাপ। চন্ডীতলা থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। একইসঙ্গে অপহরন করা এবং মুক্তিপন চাওয়ার বিষয়টিও খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ।
নানান খবর
নানান খবর

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?