আজকাল ওয়েবডেস্ক: আজকে যে বেপরোয়া বিচ্ছু, শান্ত সুবোধ হবে কাল সে, চোখের সঙ্গী হবে চশমা, চল্লিশ পেরোলেই চালশে।
কবীর সুমনের চালশের গান শোনেননি তিনি। এই চল্লিশে পা দিয়েও তাঁর চোখে ওঠেনি চশমা। উলটে ফুটবল মাঠে গোল করেই চলেছেন। শান্ত হওয়ার নামগন্ধ নেই। বয়সকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এগিয়ে চলেছেন।
তিনি আর কেউ নন। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলতি মাসের ৫ তারিখ তাঁর জন্মদিন গেল। তার পরে আবার গোল করলেন পোর্তুগিজ মহাতারকা।
সৌদি প্রো লিগে আল ফায়হার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে গোল পেলেন রোনাল্ডো। তাঁর দল আল নাসের ৩-০ গোলে মাটি ধরাল প্রতিপক্ষ আল ফায়হাকে।
এই ম্যাচে জয়ের ফলে লিগ তালিকায় তিন নম্বরে উঠে এল আল নাসের। রোনাল্ডো ছাড়া বাকি দুটি গোল করেন জন ডুরান। আল নাসেরের জার্সিতে অভিষেক ম্যাচেই গোল পেলেন তিনি।
A win and first goal after 40! ✌???? pic.twitter.com/NnlolPQ3US
— Cristiano Ronaldo (@Cristiano)Tweet by @Cristiano
ম্যাচের শেষে রোনাল্ডো কয়েকটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি লিখেছেন, ''চল্লিশের পরে প্রথম গোল এবং প্রথম জয়।''
জন ডুরানকে প্রথম গোলের জন্য ২২ মিনিট অপেক্ষা করতে হল। অ্যাস্টন ভিলা থেকে আল নাসেরে এসেছেন তিনি। প্রথমার্ধের পরে দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোলটি করেন ডুরান।
তাঁর গোলের মিনিট দুয়েকের মধ্যেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করে আল ফায়হার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন।
