শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
![Sonali barman the daughter of a migratory labour topped in state bhawaiya gaan competition](/uploads/thumb_37529.jpg)
AD | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ১৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ৩৬তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথম স্থান অর্জন করল দিনহাটার সোনালী বর্মন। সোনালির বাড়ি দিনহাটা-১ ব্লকের গোসানিমারীর ভিতরকামতা গ্রামে। প্রতিকূলতার মধ্যেও সঙ্গীতের প্রতি অদম্য ভালোবাসা এবং অধ্যাবসায়ের জেরেই সোনালী এই সাফল্য ছিনিয়ে এনেছে।
জানা গিয়েছে, সোনালীর বাবা-মা অসমে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। সোনালী গোসানিমারীর ভিতরকামতা গ্রামে মামার বাড়িতে থেকে বড় হয়েছে। বর্তমানে দশম শ্রেণির ছাত্রী। ছোটবেলা থেকেই দাদু ভবেন বর্মনের কাছেই ভাওয়াইয়ার প্রাথমিক শিক্ষা নেয়। পাশাপাশি তার ভাই শুভজিৎ বর্মন ঢোল বাজায়। সোনালীর এই সফলতার পিছনে ধুপগুড়ির অতীশ চন্দ্র রায়ের বিশেষ অবদান আছে বলে জানা যায়। এই ৩৬তম ভাওয়াইয়া প্রতিযোগিতায় সোনালীর জয় শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং তার গ্রামের জন্য এক গর্বের মুহূর্ত।
অন্যদিকে, সোনালীর শিক্ষকরাও তার সাফল্যে আনন্দিত। তার পরিবার ও গ্রামের মানুষজন তাকে অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরার ইচ্ছে প্রকাশ করেছেন সোনালী। এবিষয়ে সোনালী বর্মন জানায়, 'ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল ভাওয়াইয়া গানে একদিন সাফল্য লাভ করব। তারপর এবারের রাজ্যের ৩৬তম ভাওয়াইয়া প্রতিযোগিতা অংশগ্রহণ করি। সেখানে আমি দরিয়া বিভাগে প্রথম স্থান অর্জন করি। আমার এই জায়গায় পৌঁছতে বহু পরিশ্রম করতে হয়েছে। এই পরিশ্রমের পিছনে আমার দাদু ভবেন বর্মন, ভাই শুভজিৎ বর্মন, লোকমান মিঁয়া, সুমিত্রা রায় ও প্রদ্যুৎ রায় এবং ধুপগুড়ির অতীশ চন্দ্র রায়ের বিশেষ অবদান রয়েছে। আমি আগামী দিনে যাতে বড় বড় জায়গায় গান গাইতে পারি, সেই চেষ্টায় করছি'।
এদিন এবিষয়ে রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, 'এই ভাওয়াইয়া প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ১২৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সেখানে চটকা ও দরিয়া দুটি বিভাগে প্রতিযোগিতা হয়। তাদের মধ্যে দরিয়া বিভাগে প্রথম স্থান অর্জন করলেন দিনহাটার সোনালী বর্মন। এবারের ৩৬ তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে এবং নতুন প্রতিভারা উঠে এসেছে।”
উল্লেখ্য, গত চারদিন ধরে চলা এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক। ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ,পার্থপ্রতিম রায়, সৌরভ চক্রবর্তী, বংশীবদন বর্মন, খোকন মিঁয়া, পরিমল বর্মন, আজিজুল হক-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
#BhawaiyaSong#Culture#Dinhata
বিশেষ খবর
নানান খবর
![](/uploads/adthumb_358.jpeg)
নানান খবর
![](/uploads/thumb_37545.jpg)
মাধ্যমিক পরীক্ষা, কুণাল গাঞ্জাওয়ালার অনুষ্ঠানের মাইক খুলে দিল পুলিশ...
![](/uploads/thumb_375391739018964.jpg)
মসি ছেড়ে অসি, স্কুল পড়ুয়ারা নেড়েচেড়ে দেখল সেনার সমরাস্ত্র...
![](/uploads/thumb_37526.jpg)
স্বামীর অবৈধ সম্পর্ক জেনে ফেলেছিল স্ত্রী, রাগে স্ত্রীকে পিটিয়ে খুন করল শ্বশুরবাড়ির লোক...
![](/uploads/thumb_37511.jpg)
বিস্ফোরণের ২৪ ঘণ্টা পরেও থমথমে কল্যাণী, ঘটনাস্থলে ফরেনসিক টিম...
![](/uploads/thumb_37510.jpg)
কুপ্রস্তাবে সাড়া দেননি মহিলা, ভরা বাজারে অ্যাসিড ছুঁড়লেন প্রতিবেশী যুবক...
![](/uploads/thumb_37462.jpg)
ডানকুনিতে চলল গুলি, রক্তাক্ত কাণ্ড ভরসন্ধ্যায়...
![](/uploads/thumb_37460.jpg)
শেয়ালের উৎপাতে ছাড়া পেল অপহৃত! ভেস্তে গেল মুক্তিপণ আদায়ের ছক...
![](/uploads/thumb_37455.jpg)
বিজেপি জেলা সভাপতির ঘরে তালা, প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল...
![](/uploads/thumb_37450.jpg)
বাজি কারখানায় বিস্ফোরণ, গ্রেপ্তার কারখানার মালিক ...
![](/uploads/thumb_37446.jpg)
টানা তিনদিন বন্ধ ব্যাঙ্ক, বিপুল সমস্যা এড়াতে এখনই জেনে নিন তারিখগুলি...
![](/uploads/thumb_37337.jpg)
সপ্তাহশেষে আবারও দুর্ভোগের আশঙ্কা, বাতিল বহু লোকাল ট্রেন...
![](/uploads/thumb_37336.jpeg)
ফোন দেখতে চাইত প্রতিবেশী নাবালিকা! সেই সুযোগে লাগাতার ধর্ষণ করল দাদু ...
![](/uploads/thumb_37330.jpg)
পড়ুয়াদের নিশ্চিত ভবিষ্যৎ গড়তে হবে, অভিনব ভাবনা তৃণমূল ছাত্র পরিষদের...
![](/uploads/thumb_37327.jpg)
বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে বড় ঘোষণা ২১২টি মউ সাক্ষর এবং কত বিনিয়োগ প্রস্তাব, জানালেন মুখ্যমন্ত্রী ...
![](/uploads/thumb_37325.jpg)
পাওয়া গেল না বিকল্প মুখ, সত্তরোর্ধ্ব অনন্ত রায়ের উপরেই ফের ভরসা সিপিএমের ...