আজকাল ওয়েবডেস্ক: পোস্ট অফিসের সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (এসসিএসএস) হল প্রবীণ নাগরিকদের জন্য নিরাপদ বিনিয়োগের জন্য একটি চমৎকার বিকল্প, যার মাধ্যমে নিশ্চিত রিটার্ন পাওয়া যেতে পারে। এই প্রকল্পটিতে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ মেলে, যা প্রতি ত্রৈমাসিকে গ্রাহকের অ্যাকাউন্টে জমা হয়। গ্রাহক যদি একটু বুদ্ধিমান হন, তাহলে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে নিয়মিত আয়ের ব্যবস্থাও করতে পারেন। আসুন জেনে লেওয়া যাক সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম কীভাবে কাজ করে এবং প্রতি মাসে এর থেকে কত টাকা পাওয়া যেতে পারে।
সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমের বৈশিষ্ট-
সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম হল একটি সরকারি সঞ্চয় প্রকল্প, যা প্রবীণ নাগরিকদের নিরাপদ এবং স্থির রিটার্ন প্রদান করে। এই প্রকল্পের অধীনে, পোস্ট অফিস ছাড়াও, অনুমোদিত ব্যাঙ্কেও অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এই স্কিমে করা বিনিয়োগ সরকার দ্বারা গ্যারান্টিযুক্ত, তাই এতে কোনও ঝুঁকি নেই।
বিনিয়োগের সময়কাল-
সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমে বিনিয়োগের সময়কাল ৫ বছর। এছাড়া আরও ৩ বছর বৃদ্ধির সুযোগ রয়েছে।
সুদের হার
বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ মেলে (প্রতি ৩ মাস অন্তর সুদ প্রদান করা হয়)।
সর্বনিম্ন ও সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ
সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ১০০০ টাকা ও সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ ৩০ লক্ষ টাকা।
কর সুবিধা
ধারা ৮০সি এর অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের উপর কর ছাড় মেলে।
সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমের জন্য কারা অ্যাকাউন্ট খোলার যোগ্য?
৬০ বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রলল্পে তাঁদের অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়াও, ৫৫ থেকে ৬০ বছর বয়সী সরকারি কর্মচারী যাঁরা স্বেচ্ছায় অবসর প্রকল্পের (ভিআরএস) অধীনে অবসর নিয়েছেন তাঁরাও এই প্রকল্পে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। পাশাপাশি ৫০ বছর বা তার বেশি বয়সী অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরাও এই প্রকল্পে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন যদি তাঁরা অবসর সুবিধা পাওয়ার ১ মাসের মধ্যে এই প্রকল্পে নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করেন। তবে নন রেসিডেনশিয়াল ইন্ডিয়ান হলে এই প্রকল্পের অধীনে কোনও অ্যাকাউন্ট খোলা যাবে না।
সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমে কতগুলি অ্যাকাউন্ট খোলা যাবে?
কোনও গ্রাহক একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা জমা করতে পারবেন। স্বামী-স্ত্রীর যৌথ অ্যাকাউন্টেও সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা জমা করা যাবে। কিন্তু যদি স্বামী-স্ত্রী আলাদা অ্যাকাউন্ট খোলেন, তাহলে উভয়েই মোট 60 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমের মেয়াদ ৫ বছর, তবে তা আরও ৩ বছরের জন্য বাড়ানো যেতে পারে।
প্রতি মাসে আয় কত হতে পারে?
সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমে বিনিয়োগ করলে, প্রতি ত্রৈমাসিকে (তিন মাসে একবার) সুদ দেওয়া হয়। আপনি কেউ যদি এর মাধ্যমে মাসিক আয়ের ব্যবস্থা করতে চান, তাহলে সেই ব্যক্তি তাঁর প্রয়োজন অনুসারে সুদ গ্রহণের বিষয়টি পরিচালনা করতে পারবেন।
