শনিবার ২১ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২২ জানুয়ারী ২০২৪ ১৪ : ৪৩Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: বাবরি ভাঙার দিন রাস্তায় কেউ বেরোয়নি। একমাত্র আমিই বেরিয়েছিলাম। রাতভর পাহারা দিয়েছিলাম। সোমবার অযোধ্যায় মোদির রামমন্দির উদ্বোধনের দিন পার্ক সার্কাসের এক জনসভায় একথা বলেন মমতা ব্যানার্জি। এদিন হাজরা থেকে পার্কসার্কাস পর্যন্ত সংহতি মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। যেখানে যোগ দিয়েছিলেন সর্ব ধর্মের প্রতিনিধিরা। নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। মিছিল শুরুর আগে এদিন কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন মমতা। এরপর পথে তিনি শ্রদ্ধা নিবেদন করতে যান গুরদোয়ারা, গির্জা ও মসজিদে। মিছিলে মমতা ও অভিষেক ব্যানার্জি ছাড়াও ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার সহ অন্যান্য মন্ত্রী ও নেতারা। মিছিল শেষে পার্কসার্কাস মাঠে একটি জনসভার আয়োজন করা হয়। যেখানে মমতা ও অভিষেক ছাড়াও বক্তব্য পেশ করেন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা।
বাবরি মসজিদ ধংসের দিনটির কথা তুলে এদিন মমতা বলেন, সেদিন পার্কসার্কাস, তিলজলা, গার্ডেনরিচের মতো জায়গা জ্বলছিল। তিনি নিজে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে গিয়ে দেখা করে বলেছিলেন, কোনও সাহায্যের দরকার আছে কিনা। মুসলিম এলাকায় তাঁর গাড়িতে ছুরি মারা হয়েছিল। হিন্দু এলাকায় তাঁর গাড়ি ঘেরাও হয়েছিল। তবু পিছপা না হয়ে সেদিন রাতভর পাহারা দিয়েছিলেন। তাঁর কথায়, ‘আজকের প্রজন্ম এটা জানে না। এটা ওদের জন্য বলছি।’ মমতা বলেন, ‘গরীব মেরে এতবড় প্রাসাদ বানানো হচ্ছে। বিজেপিকে একটি আসনও জিততে দেওয়া যাবে না।’
মমতার কথায়, ‘নির্বাচনের আগে ধর্মের সুড়সুড়ি দেয়। ভোটের আগে এই ধরনের রাজনীতি কোরো না।’ রামমন্দিরে রাম থাকলেও সীতা নেই, এরা কি নারীবিরোধী, সে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আমি রামের বিরুদ্ধে নই। কই সীতার নামটা তো বলা হল না!’
এদিন অভিযোগ করে মমতা বলেন, ‘কিছু দালাল নেতা তৈরি করা হয়েছে মুসলিমদের মধ্যে ভোট ভাগের জন্য।’ একইসঙ্গে তাঁর অভিযোগ, হিন্দু ভোট ভাগ করার চেষ্টা করছে বিজেপি।
আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে ইতিমধ্যেই তৃণমূল, সিপিএম, কংগ্রেস–সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলি নিয়ে তৈরি হয়েছে আইএনডিআইএ বা ‘ইন্ডিয়া’ জোট। তবে জোট তৈরি হলেও এরাজ্যে তাদের আসন সমঝোতার দিকটি এখনও বিশ বাঁও জলে। সম্প্রতি মুর্শিদাবাদের জেলা নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে তৃণমূল নেত্রী জানিয়ে দেন, রাজ্যে ৪২টি আসনেই লড়বে তৃণমূল। সিপিএম ও কংগ্রেস, রাজ্য স্তরে যে সমঝোতার প্রশ্ন নেই, আবারও স্পষ্ট করে দেন নেত্রী।
রামমন্দির উদ্বোধনের পর অযোধ্যা থেকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের বার্তা দিয়ে জানিয়েছেন রাম আগুন নয়, শক্তি। তেমনি এদিন পাল্টা পার্কসার্কাসের মাঠ থেকে মমতা বলেন, মনে রাখবেন, আগুন লাগানো সহজ, নেভানো কঠিন।
আগামীর লড়াইয়ে যে তৃণমূল রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বকেয়া পাওনা টাকা আদায়ের বিষয়টি সামনে আনবে এদিন তা স্পষ্ট করে দিয়েছেন মমতা এবং অভিষেক দু’জনেই। কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হয়েছেন তাঁরা। জানিয়েছেন, পাওনা আদায়ে এই লড়াই জারি থাকবে।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
তপসিয়ার পর নিউ-আলিপুর, কলকাতায় ফের অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে ঝুপড়ি...
সোনায় সুখবর, ফের কমল দাম, জেনে নিন কলকাতায় আজ সোনার দাম কত ...
এবার সব মেট্রোই যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত, বড় ঘোষণা কলকাতা মেট্রোর...
একযোগে তিন নেতাকে সাসপেন্ড! তৃণমূল সরিয়ে দিল ওয়েবকুপার সহ সভাপতি মণিশঙ্করকে, গ্রেপ্তার তরুণ...
আম্বেদকরের অবমাননা, প্রতিবাদে মিছিলের ডাক তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির...
বেলেঘাটা আইডি-তে চাঞ্চল্য, হাসপাতাল চত্বরে পড়ে মানুষের খুলি-হাড়গোড়...
তপসিয়ায় বহুতল সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক বাড়ি...
কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে 'হরফ', প্রদর্শিত হবে প্রথম বাংলা বই ছাপাতে ব্যবহৃত ২৫০ বছরের পুরনো কাঠের ব্লক ...
৬০০০ কোটি প্রতারণার অভিযোগ, ইডির হাতে গ্রেফতার স্টিল সংস্থার কর্ণধার, বাজেয়াপ্ত বহুমূল্যের গাড়ি...
‘বাংলার বাড়ি’ প্রকল্পের শুভ সূচনা, ৪২ জনের হাতে অনুমোদন পত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী ...
কালীঘাটের কাকু ভার্চুয়ালি হাজিরা দিতেই জেল থেকেই ফের গ্রেপ্তার করল সিবিআই...
ডিসেম্বরেই তরতরিয়ে বাড়বে তাপমাত্রা, শীতের মাঝেই বৃষ্টিতে ভিজবে এইসব জেলা!...
রবিবার রেকর্ড ভিড় আলিপুর চিড়িয়াখানায়, কত লোক হলো জানেন? ...
সংখ্যালঘু ও সংখ্যাগুরু প্রসঙ্গে ফিরহাদের মন্তব্য তাঁর নিজের, দলের নয়, জানাল তৃণমূল ...
সোমবার বন্ধ টালার ট্যাঙ্ক, কলকাতায় জল হাহাকারের আশঙ্কা...