বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | Mamata banerjee; ‌বাবরি ভাঙার দিন রাতভর পাহারা দিয়েছি, সংহতি মিছিল শেষে সভায় বললেন মমতা

Rajat Bose | ২২ জানুয়ারী ২০২৪ ১৪ : ৪৩Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক: বাবরি ভাঙার দিন রাস্তায় কেউ বেরোয়নি। একমাত্র আমিই বেরিয়েছিলাম। রাতভর পাহারা দিয়েছিলাম। সোমবার অযোধ্যায় মোদির রামমন্দির উদ্বোধনের দিন পার্ক সার্কাসের এক জনসভায় একথা বলেন মমতা ব্যানার্জি। এদিন হাজরা থেকে পার্কসার্কাস পর্যন্ত সংহতি মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। যেখানে যোগ দিয়েছিলেন সর্ব ধর্মের প্রতিনিধিরা। নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। মিছিল শুরুর আগে এদিন কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন মমতা। এরপর পথে তিনি শ্রদ্ধা নিবেদন করতে যান গুরদোয়ারা, গির্জা ও মসজিদে। মিছিলে মমতা ও অভিষেক ব্যানার্জি ছাড়াও ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার সহ অন্যান্য মন্ত্রী ও নেতারা। মিছিল শেষে পার্কসার্কাস মাঠে একটি জনসভার আয়োজন করা হয়। যেখানে মমতা ও অভিষেক ছাড়াও বক্তব্য পেশ করেন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা। 
বাবরি মসজিদ ধংসের দিনটির কথা তুলে এদিন মমতা বলেন, সেদিন পার্কসার্কাস, ‌তিলজলা, গার্ডেনরিচের মতো জায়গা জ্বলছিল। তিনি নিজে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে গিয়ে দেখা করে বলেছিলেন, কোনও সাহায্যের দরকার আছে কিনা। মুসলিম এলাকায় তাঁর গাড়িতে ছুরি মারা হয়েছিল। হিন্দু এলাকায় তাঁর গাড়ি ঘেরাও হয়েছিল। তবু পিছপা না হয়ে সেদিন রাতভর পাহারা দিয়েছিলেন। তাঁর কথায়, ‘‌আজকের প্রজন্ম এটা জানে না। এটা ওদের জন্য বলছি।’‌ মমতা বলেন, ‘‌গরীব মেরে এতবড় প্রাসাদ বানানো হচ্ছে। বিজেপিকে একটি আসনও জিততে দেওয়া যাবে না।’‌ 
মমতার কথায়, ‘‌নির্বাচনের আগে ধর্মের সুড়সুড়ি দেয়। ভোটের আগে এই ধরনের রাজনীতি কোরো না।’‌ রামমন্দিরে রাম থাকলেও সীতা নেই, এরা কি নারীবিরোধী, সে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‌আমি রামের বিরুদ্ধে নই। কই সীতার নামটা তো বলা হল না!’‌ 
এদিন অভিযোগ করে মমতা বলেন, ‘‌কিছু দালাল নেতা তৈরি করা হয়েছে মুসলিমদের মধ্যে ভোট ভাগের জন্য।’‌ একইসঙ্গে তাঁর অভিযোগ, হিন্দু ভোট ভাগ করার চেষ্টা করছে বিজেপি। 
আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে ইতিমধ্যেই তৃণমূল, সিপিএম, কংগ্রেস–সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলি নিয়ে তৈরি হয়েছে আইএনডিআইএ বা ‘‌ইন্ডিয়া’‌ জোট। তবে জোট তৈরি হলেও এরাজ্যে তাদের আসন সমঝোতার দিকটি এখনও বিশ বাঁও জলে। সম্প্রতি মুর্শিদাবাদের জেলা নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে তৃণমূল নেত্রী জানিয়ে দেন, রাজ্যে ৪২টি আসনেই লড়বে তৃণমূল। সিপিএম ও কংগ্রেস, রাজ্য স্তরে যে সমঝোতার প্রশ্ন নেই, আবারও স্পষ্ট করে দেন নেত্রী।
 রামমন্দির উদ্বোধনের পর অযোধ্যা থেকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের বার্তা দিয়ে জানিয়েছেন রাম আগুন নয়, শক্তি। তেমনি এদিন পাল্টা পার্কসার্কাসের মাঠ থেকে মমতা বলেন, মনে রাখবেন, আগুন লাগানো সহজ, নেভানো কঠিন।
 আগামীর লড়াইয়ে যে তৃণমূল রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বকেয়া পাওনা টাকা আদায়ের বিষয়টি সামনে আনবে এদিন তা স্পষ্ট করে দিয়েছেন মমতা এবং অভিষেক দু’‌জনেই। কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হয়েছেন তাঁরা। জানিয়েছেন, পাওনা আদায়ে এই লড়াই জারি থাকবে।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

'সিআইএসএফ আর পুলিশের একাংশ টাকা খেয়ে কয়লাচুরি, বালিচুরিতে মদত দিচ্ছে', ব্যবস্থা নিতে বলে কড়া মমতা...

এল চরম দুঃসংবাদ, জেলের মধ্যেই চোখের জলে ভেঙে পড়লেন অর্পিতা, পেলেন প্যারোল...

ভিক্টোরিয়াতে জঙ্গি হামলা, অপহৃত ভিআইপি, সেনা অভিযানে জঙ্গিমুক্ত? আসল কাণ্ড দেখলে চমকে যাবেন...

সাতসকালে নিউটাউনে দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি এক ...

ইডির মামলায় মিলল জামিন, জেলমুক্তি ঘটবে নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের?‌...

শহরে কতটা কমল পেট্রোলের দাম, ডিজেলের দামেই বা কতটা পরিবর্তন? ...

মঞ্চে প্রায় ৫০০ পড়ুয়া, স্কুলের জন্মদিনের অনুষ্ঠানে তাক লাগাল তারা...

দূষণে জেরবার কলকাতাও, কোথাকার বাতাসে বিষ সর্বোচ্চ? সতর্ক থাকতে জানুন বিস্তারিত...

বাসের বিবাদ গড়াল ভাঙচুরে, খাস কলকাতায় ভাঙা হল পুলিশের কিয়স্ক...

বিরল রোগে আক্রান্ত, এক মাস কোমায় পাঁচ বছরের শিশু, প্রাণ ফেরাল এই হাসপাতাল...

বিশ্বের সবচেয়ে অদ্ভুত পানীয়! পাওয়া যায় শুধুমাত্র কলকাতাতেই, কোথায় যেতে হবে খেতে হলে? ...

এপিজে সাহিত্য উৎসবের এক দশক, তিনদিন ধরে মনোজ্ঞ আলোচনা শহরে...

রাতের শহরে বেপরোয়া গাড়ি, গার্ড রেল পড়ে গিয়ে জখম কর্তব্যরত পুলিশ ...

ফুটপাতে মধ্যরাতে হাজির সাক্ষাৎ যম! কলকাতার রাস্তার সিসিটিভি ফুটেজে ভয়ানক খুনের দৃশ্য...

পাঁচ মাসের মাথায় ফিরল আতঙ্ক, ফের অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ড ...

ফের অগ্নিকাণ্ড শহরে, সল্টলেকে পুড়ে ছাই একাধিক দোকান...



সোশ্যাল মিডিয়া



01 24