বুধবার ০২ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | Mamata banerjee; ‌বাবরি ভাঙার দিন রাতভর পাহারা দিয়েছি, সংহতি মিছিল শেষে সভায় বললেন মমতা

Rajat Bose | ২২ জানুয়ারী ২০২৪ ১৪ : ৪৩Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক: বাবরি ভাঙার দিন রাস্তায় কেউ বেরোয়নি। একমাত্র আমিই বেরিয়েছিলাম। রাতভর পাহারা দিয়েছিলাম। সোমবার অযোধ্যায় মোদির রামমন্দির উদ্বোধনের দিন পার্ক সার্কাসের এক জনসভায় একথা বলেন মমতা ব্যানার্জি। এদিন হাজরা থেকে পার্কসার্কাস পর্যন্ত সংহতি মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। যেখানে যোগ দিয়েছিলেন সর্ব ধর্মের প্রতিনিধিরা। নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। মিছিল শুরুর আগে এদিন কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন মমতা। এরপর পথে তিনি শ্রদ্ধা নিবেদন করতে যান গুরদোয়ারা, গির্জা ও মসজিদে। মিছিলে মমতা ও অভিষেক ব্যানার্জি ছাড়াও ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার সহ অন্যান্য মন্ত্রী ও নেতারা। মিছিল শেষে পার্কসার্কাস মাঠে একটি জনসভার আয়োজন করা হয়। যেখানে মমতা ও অভিষেক ছাড়াও বক্তব্য পেশ করেন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা। 
বাবরি মসজিদ ধংসের দিনটির কথা তুলে এদিন মমতা বলেন, সেদিন পার্কসার্কাস, ‌তিলজলা, গার্ডেনরিচের মতো জায়গা জ্বলছিল। তিনি নিজে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে গিয়ে দেখা করে বলেছিলেন, কোনও সাহায্যের দরকার আছে কিনা। মুসলিম এলাকায় তাঁর গাড়িতে ছুরি মারা হয়েছিল। হিন্দু এলাকায় তাঁর গাড়ি ঘেরাও হয়েছিল। তবু পিছপা না হয়ে সেদিন রাতভর পাহারা দিয়েছিলেন। তাঁর কথায়, ‘‌আজকের প্রজন্ম এটা জানে না। এটা ওদের জন্য বলছি।’‌ মমতা বলেন, ‘‌গরীব মেরে এতবড় প্রাসাদ বানানো হচ্ছে। বিজেপিকে একটি আসনও জিততে দেওয়া যাবে না।’‌ 
মমতার কথায়, ‘‌নির্বাচনের আগে ধর্মের সুড়সুড়ি দেয়। ভোটের আগে এই ধরনের রাজনীতি কোরো না।’‌ রামমন্দিরে রাম থাকলেও সীতা নেই, এরা কি নারীবিরোধী, সে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‌আমি রামের বিরুদ্ধে নই। কই সীতার নামটা তো বলা হল না!’‌ 
এদিন অভিযোগ করে মমতা বলেন, ‘‌কিছু দালাল নেতা তৈরি করা হয়েছে মুসলিমদের মধ্যে ভোট ভাগের জন্য।’‌ একইসঙ্গে তাঁর অভিযোগ, হিন্দু ভোট ভাগ করার চেষ্টা করছে বিজেপি। 
আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে ইতিমধ্যেই তৃণমূল, সিপিএম, কংগ্রেস–সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলি নিয়ে তৈরি হয়েছে আইএনডিআইএ বা ‘‌ইন্ডিয়া’‌ জোট। তবে জোট তৈরি হলেও এরাজ্যে তাদের আসন সমঝোতার দিকটি এখনও বিশ বাঁও জলে। সম্প্রতি মুর্শিদাবাদের জেলা নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে তৃণমূল নেত্রী জানিয়ে দেন, রাজ্যে ৪২টি আসনেই লড়বে তৃণমূল। সিপিএম ও কংগ্রেস, রাজ্য স্তরে যে সমঝোতার প্রশ্ন নেই, আবারও স্পষ্ট করে দেন নেত্রী।
 রামমন্দির উদ্বোধনের পর অযোধ্যা থেকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের বার্তা দিয়ে জানিয়েছেন রাম আগুন নয়, শক্তি। তেমনি এদিন পাল্টা পার্কসার্কাসের মাঠ থেকে মমতা বলেন, মনে রাখবেন, আগুন লাগানো সহজ, নেভানো কঠিন।
 আগামীর লড়াইয়ে যে তৃণমূল রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বকেয়া পাওনা টাকা আদায়ের বিষয়টি সামনে আনবে এদিন তা স্পষ্ট করে দিয়েছেন মমতা এবং অভিষেক দু’‌জনেই। কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হয়েছেন তাঁরা। জানিয়েছেন, পাওনা আদায়ে এই লড়াই জারি থাকবে।




নানান খবর

নানান খবর

ছেলে-বউমার নির্মম অত্যাচার! যাদবপুরের ফ্ল্যাটে বৃদ্ধ দম্পতির রহস্যমৃত্যু, বড় অভিযোগ মেয়ের

চোলাই মদ সহ আর্মেনিয়াম ঘাটের কাছ থেকে গ্রেপ্তার এক ব্যক্তি, উদ্ধার ৪৮ লিটার মদ

কলকাতা জাদুঘরে বোমা? বড়সড় হামলার হুমকি দিয়ে ই-মেল, চলছে তল্লাশি

সল্টলেকে হাসপাতালের পাশে দাউদাউ আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, অসুস্থ এক দমকলকর্মী

চারু মার্কেট এলাকায় খুনের ঘটনায় গ্রেপ্তার এক, পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে এল চাঞ্চল্যকর তথ্য 

সব ধর্মের জন্য ‘জান কবুল’, ইদে মমতা মনে করালেন ‘মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ’

নিউটাউনের নির্জন এলাকায় টোটোচালকের রক্তাক্ত দেহ উদ্ধার, পরকীয়ার জেরে খুন? আটক ২

খাস কলকাতায় যুবকের অস্বাভাবিক মৃত্যু, চারু মার্কেটের ভাড়াবাড়ি থেকে উদ্ধার নিথর দেহ

কলকাতা পুলিশের জালে দুই মোবাইল ছিনতাইকারী, সিসিটিভি ফুটেজ দেখে পাকড়াও

টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন আয়োজন করছে IncubES 2025 – স্টার্টআপদের জন্য মাইলফলক এক ইভেন্ট

ধর্মতলা থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, গ্রেপ্তার চার জন, ওড়িশা থেকে আনা হয়েছিল পাচারের উদ্দেশ্যে

শহর কলকাতায় ফের বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার, পুলিশের জালে দুই 

বিধাননগরে ধৃত কলসেন্টার মালিকের বাড়ি থেকে এবার উদ্ধার ৩.২ কোটির-ও বেশি নগদ! আগেই বাজেয়াপ্ত ৬৭ লাখ

ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা উত্তর কলকাতায়, হাসপাতাল আবাসনে ঝুলন্ত দেহ উদ্ধার, ঘটনার তদন্তের পুলিশ

যাদবপুরের উপাচার্য পদ থেকে অপসারিত ভাস্কর গুপ্ত, মেয়াদ শেষের চারদিন আগেই বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্যপাল

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া