বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | রাস্তা দিয়ে ছুটে চলেছে মুর্শিদাবাদের 'নবাব'-এর খাট, তাজ্জব শহরবাসী

AD | ০২ এপ্রিল ২০২৫ ১৪ : ০৫Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সড়ক ধরে উদ্দাম গতিতে ছুটে চলেছে একটি খাট। তার উপর বসে এক যুবক মাঝে মধ্যে কিছু কসরত দেখাচ্ছেন। এমনই একটি ভাইরাল ছবি ঘিরে শোরগোল পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে। জানা গিয়েছে, চলমান ওই খাটটি বানিয়েছেন মুর্শিদাবাদের ডোমকল শম্ভুনগর এলাকার বাসিন্দা জনৈক নবাব শেখ। 

বছর সাতাশের নবাব ইদের দিন চলমান এই খাট নিয়ে ডোমকল, রানিনগর-সহ আশেপাশের এলাকায় বেশ কিছুক্ষণ ঘোরার পর ওই চলমান গাড়ি-খাট রাস্তায় যানজট তৈরি করছে। এই কারণে পুলিশের তরফ থেকে তাঁকে তাঁর 'বাহন' নিয়ে আপাতত রাস্তায় বার হতে নিষেধ করা হয়েছে। 

ডোমকলের একটি বেসরকারি স্কুলের গাড়ি চালক নবাব কেবলমাত্র সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য বছরখানেক আগে চলমান খাট তৈরির পরিকল্পনা করেন। নবাব বলেন, 'ছোটবেলা থেকে আমি পড়াশোনা করিনি। প্রথম শ্রেণী পর্যন্ত পড়ার পর আর স্কুলে যাওয়ার সুযোগ হয়নি। কিন্তু বিখ্যাত হওয়ার শখ আমার বরাবরই ছিল। সেই কারণে কয়েকজন বন্ধুদের সঙ্গে চলন্ত গাড়ি-খাট তৈরি করার পরিকল্পনা করি। প্রায় দেড় বছরের পরিশ্রমে এই যান আমি তৈরি করতে পেরেছিলাম।' চার চাকা বিশিষ্ট এই গাড়ি-খাটে শোওয়ার ব্যবস্থা রয়েছে। সামনে রয়েছে 'লুকিং গ্লাস'। খাটের নিচের অংশে রয়েছে গাড়ির যাবতীয় কলকব্জা।' 
 
তবে বিখ্যাত হতে গিয়ে এখন চরম বিড়ম্বনার মধ্যে পড়েছেন নবাব। ইদের দিন নিজের তৈরি করা গাড়ি-খাট চালিয়ে সেই ছবি নিজের সমাজমাধ্যমে আপলোড করার পর সেই সমাজমাধ্যম থেকে তার বিরুদ্ধে কপিরাইটের কেস দেওয়া হয়েছে। 

নবাব বলেন, 'আমার কাকার দোকান থেকে কাঠের ফার্নিচার এবং কয়েকজন বন্ধুর সহযোগিতা নিয়ে লেদ মেশিনে বিভিন্ন যন্ত্রাংশ কিছু পরিবর্তন করে প্রায় ২.১৫ লক্ষ টাকা খরচ করে এই গাড়ি-খাট তৈরি করেছি। কিন্তু ইদের দিন বের হওয়ার পর একদিকে যেমন প্রশাসনের তরফ থেকে এই গাড়ি-খাট নিয়ে আমাকে বড় রাস্তায় বার হতে বারণ করা হয়েছে তেমনি ওই ভিডিও নিজের সমাজমাধ্যমের পাতায় আপলোড করার পর সেখানেও আমার বিরুদ্ধে কপিরাইট কেস দেওয়া হয়েছে।'
 
নবাব অভিযোগ, 'বাংলাদেশে কিছু যুবক আমার ভিডিও ব্যবহার করে নিজেদের সমাজমাধ্যমের পাতায় আপলোড করেছে এবং তারাই আমার চ্যানেলের বিরুদ্ধে কপিরাইট ভঙ্গের অভিযোগ করেছে। বাংলাদেশিদের দাবি এই ভিডিও সেই দেশে তোলা। অথচ ভিডিওতে আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে।'
 
নবাব বলেন, 'আমার ভিডিও ব্যবহার করে বাংলাদেশের কিছু লোক আর্থিকভাবে লাভবান হলেও আমি সমাজমাধ্যম থেকে এক টাকাও পাচ্ছিনা। গোটা বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেও সেখান থেকেও আমি কোনও সহযোগিতা পাচ্ছি না। পুলিশে তরফ থেকে আমাকে বলা হয়েছে আমি 'বেআইনিভাবে' একটি গাড়ি-খাট তৈরি করেছি। তাই এই ভিডিও ব্যবহার করে উপার্জনের জন্য কোনও ব্যবস্থা তারা করতে পারবে না।'
 
দু'চোখে জল নিয়ে হতাশ হয়ে বন্ধুদের সঙ্গে বসে নবাব বলেন, 'গোটা ভারতবর্ষের লোককে নতুন কিছু দেখানোর ইচ্ছা থেকে গাড়ি-খাট তৈরির কথা আমার মাথায় আসে। কেউ আমাকে এই বিষয়ে কোনও সাহায্য করেনি। অথচ আমার তৈরি জিনিসের কোনও কৃতিত্ব আমি পাচ্ছি না।'


ViralMurshidabadBedBed Car

নানান খবর

নানান খবর

২৬ হাজার চাকরিই বাতিল! গোটা প্যানেল খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, নতুন নিয়োগ কবে?

কান্নাকাটি করছিল শিশু সন্তান, বাবার কাণ্ড শুনলে শিউরে উঠবেন

ট্রেনের ধাক্কায় হাতিমৃত্যু আটকাতে এআই এর ব্যবহার, চাপড়ামারি জঙ্গলে বসল নতুন যন্ত্র 

গরম থেকে মিলবে মুক্তি?‌ বৃহস্পতি থেকেই জেলায় জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, চলবে কতদিন?‌ 

দাউদাউ করে জ্বলছে চাপড়ামারি জঙ্গল, বিপর্যস্ত বন্যপ্রাণ, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে

ইঁদুর মারতে সেমাইয়ের সঙ্গে মেশানো হয়েছিল বিষ, খেয়ে ফেলল বাড়ির শিশুরা, ভয়াবহ পরিণতি

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫টি ঘর, ঝলসে গেল গবাদি পশু-মজুত টাকা, গ্রাম জুড়ে হাহাকার

এবার সিকিম যাওয়া হবে আরো সহজ! পাহাড়ে যাতায়াতে সিকিম ও বাংলার যৌথ উদ্যোগ, জেনে নিন

একই ভুলে হাত হারালেন একই বাসের দুইযাত্রী, নদিয়াতে হাড়হিম করা দুর্ঘটনা

ইদের আনন্দ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে,মৃত ৪

বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে গিয়ে রহস্যমৃত্যু নাবালিকার, জঙ্গল থেকে উদ্ধার দেহ

সিঁদুরে মেঘ হল বৃষ্টি, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়, কোন স্বার্থ কেন্দ্রের?

চলো ঘুরে আসি, ভিক্ষুক সেজে শিশু চুরি মালদায়

‘এত পরিমাণ বাজি মজুত রাখার কারণ কী?’ পাথরপ্রতিমার ঘটনায় তদন্তে পুলিশ

দক্ষিণ ২৪ পরগণায় পাথরপ্রতিমায় বাজি বানানোর সময় বিস্ফোরণ, চার শিশু সহ সাত জনের মৃত্যু

সমাজে হত্যা ও ধর্ষণের প্রবণতা বৃদ্ধির নেপথ্যে প্রধান কারণ কী, মানসিক অবসাদ না কি সমাজমাধ্যম?

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হল না, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু সেনাকর্মীর

ঈদের আনন্দের মাঝেই শোকের ছায়া মুর্শিদাবাদে, পুড়ে ছাই বিঘের পর বিঘে চাষের জমি

খুশির ঈদে একই সঙ্গে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, রিষড়ায় সম্প্রীতির বার্তা দিলেন সকলেই

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া