শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
SG | ০২ এপ্রিল ২০২৫ ১২ : ৩০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারের ২০২১ সালের একটি উচ্ছেদ অভিযানকে ‘অমানবিক ও বেআইনি’ বলে আখ্যা দিয়েছে। আদালত বিশেষভাবে একটি ভাইরাল একটি ভিডিওর উল্লেখ করেছে, যেখানে আট বছরের একটি মেয়েকে বই হাতে দৌড়াতে দেখা গেছে যখন তার ঘর বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হচ্ছিল।
বিচারপতি উজ্জ্বল ভূইঞা ও বিচারপতি এ এস ওকার বেঞ্চ জানিয়েছে, “একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট ছোট ঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এবং একটি শিশু দৌড়ে পালাচ্ছে, যা আমাদের সকলকে স্তম্ভিত করেছে।”
আদালত জানায়, প্রয়াগরাজ পৌর সংস্থার উচ্ছেদ অভিযান অবৈধ ছিল এবং ক্ষতিগ্রস্তদের ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। যেসব বাসিন্দার বাড়ি ভাঙা হয়েছে, তাদের মধ্যে একজন আইনজীবী, একজন অধ্যাপক এবং দুইজন মহিলা রয়েছেন।
এই ঘটনাটি উত্তরপ্রদেশ কংগ্রেস এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের নজরে আসে। অখিলেশ যাদব ভিডিওটি শেয়ার করে বলেন, “উত্তরপ্রদেশের আম্বেদকর নগরে প্রশাসনিক কর্মকর্তারা ক্ষমতা দেখাতে গিয়ে মানুষের ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছেন, আর একটি মেয়ে তার বই বাঁচাতে দৌড়াচ্ছে। এরা সেই বিজেপি নেতারা, যারা ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ বলে স্লোগান তোলে।”
আম্বেদকর নগর পুলিশ জানিয়েছে, “গ্রামের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে রাজস্ব আদালতের নির্দেশ অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছিল। একাধিক নোটিশ দেওয়ার পর এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।”
তবে, সুপ্রিম কোর্ট পুলিশের এই যুক্তি মানতে নারাজ। আদালত জানিয়েছে, ২০২০ সালের ১৮ ডিসেম্বর দেওয়া নোটিশটি শুধুমাত্র ‘শোকজ নোটিশ’ ছিল, অথচ রাজ্য সরকার দাবি করেছে, এটি চূড়ান্ত নোটিশ ছিল এবং বাসিন্দাদের শুধুমাত্র কয়েক ঘণ্টার সময় দেওয়া হয়েছিল।
আদালত জানিয়েছে, “এই ঘটনাগুলি আমাদের বিবেককে নাড়া দেয়। বেআইনি উচ্ছেদের ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের নতুন করে বাড়ি তৈরির সামর্থ্য নেই। যথাযথ প্রক্রিয়া না মেনেই প্রশাসন মানুষের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে।”
আদালত আরও জানিয়েছে, “আইনের শাসন ভারতের সংবিধানের মূল কাঠামোর অংশ। যেভাবে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, তা আমাদের ন্যায়বিচার ও মানবাধিকারের মৌলিক মূল্যবোধের পরিপন্থী।”
ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের আর্থিক অসুবিধার কথা বিবেচনা করে আদালত রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে। প্রয়াগরাজ উন্নয়ন কর্তৃপক্ষকে আগামী ছয় সপ্তাহের মধ্যে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ লাখ টাকা করে দিতে হবে।
আদালত সরকারের প্রতিরক্ষা সংক্রান্ত যুক্তিও খারিজ করে জানিয়েছে, “নোটিশ সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়নি, যা প্রশাসনের দায়িত্বের অবহেলাকেই স্পষ্ট করে। বেআইনি উচ্ছেদ বন্ধ করতে হবে, কারণ সকল নাগরিকের আশ্রয়ের অধিকার রয়েছে এবং আইনের শাসন বজায় রাখা আবশ্যক।”
নানান খবর

নানান খবর

পাকিস্তানিদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠান, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

পহেলগাঁও হামলার নেপথ্যেও সেই হাফিজ সৈয়দ? উঠে এল ভয়ঙ্কর তথ্য

২৪ বছর পুরনো মানহানির মামলা, দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার সমাজকর্মী মেধা পাটকর

বান্দিপোরায় সেনার গুলিতে খতম ‘মোস্ট ওয়ান্টেড’ লস্কর কমান্ডার

পহেলগাঁও হামলায় জড়িত এক লস্কর জঙ্গির বাড়িতে বিস্ফোরণ, অপরজনের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল! ভারতের বদলা নেওয়া শুরু?

"যেকোনও পদক্ষেপেই পূর্ণ সমর্থন", পহেলগাঁও নিয়ে সর্বদল বৈঠক শেষে মোদি সরকারকে বড় আশ্বাস রাহুল গান্ধীর

২০০৮ মালেগাঁও বিস্ফোরণ: সাধ্বী প্রজ্ঞা ঠাকুর-সহ অন্য দোষীদের মৃত্যুদণ্ড চায় এনআইএ

ক্যাব বাইক বুক করেছিলেন মহিলা, চালকের রিপ্লাইয়ে শিউরে উঠলেন তিনি

'পুলওয়ামা, পহেলগাঁও সব সরকারের ষড়যন্ত্র', বিভ্রান্তিকর মন্তব্য করে গ্রেপ্তার অসমের বিধায়ক

'আদর্শ জীবনসঙ্গী'কে খুঁজে পাচ্ছেন না কিছুতেই, দুই বছরে চার বার বিবাহবিচ্ছেদে শিক্ষকের

৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের, সমস্ত ‘সার্ক’ ভিসা বাতিল: বিদেশ মন্ত্রক

স্থগিত সিন্ধু জল চুক্তি, বন্ধ আটারি সীমান্ত, পহেলগাঁও হামলার পরের দিনেই কড়া পদক্ষেপ ভারতের: সূত্র

Exclusive: ‘আমরা তো অতিথিদের কখনও ধর্মে মাপিনি’, কাশ্মীরী মেহরাজের কান্নায় কেঁপে উঠল দেশ!

তামিলনাড়ু ও তেলেঙ্গানায় মিড-ডে মিলে বিষক্রিয়া, পড়ুয়ারা হাসপাতালে

ভেলোর দুর্নীতি মামলা: জলসম্পদ মন্ত্রী দুরাই মুরুগনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ