রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: দুর্গাপুজোকে কেন্দ্র করে বিবাদ, পুলিশের সামনেই হামলা তৃণমূল নেতার বাড়িতে

Pallabi Ghosh | ২৫ অক্টোবর ২০২৩ ১২ : ০৯Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর বিবাদের জেরে মঙ্গলবার গভীর রাতে হামলা চালানো হল দলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তথা কান্দি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর গুরুপ্রসাদ মুখার্জির বাড়িতে। অভিযোগ কান্দি থানার পুলিশের সামনেই তৃণমূলের কিছু নেতা-কর্মী দলের ওই নেতার বাড়িতে হামলা চালান।
স্থানীয় সূত্রে জানা গেছে- এ বছর কান্দি পুরসভার দশ নম্বর ওয়ার্ডে একটি দুর্গা পুজো শুরু করেছেন গুরুপ্রসাদ মুখার্জির কিছু অনুগামী। গুরুপ্রসাদ বাবু ১০ নম্বর ওয়ার্ডে বিগত প্রায় ১০ বছর ধরে কাউন্সিলর ছিলেন। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ওই পুজোকে কেন্দ্র করে একটি গন্ডগোলের ঘটনা ঘটে এবং সেখানে ব্যাপক মারামারি হয়। ওই ঘটনাতে প্রায় আটজন আহত হয়ে বর্তমানে কান্দি হাসপাতালে ভর্তি রয়েছেন।
ওই ক্লাবের অন্যতম সদস্য নিখিল ঘোষ অভিযোগ করেন, 'পুরসভার দশ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নীলকান্ত কৈবর্তর সাথে আমাদের মতের মিল হয়নি। সে কারণে আমরা তাঁকে বাদ দিয়ে এই পুজো শুরু করেছি। মঙ্গলবার রাতে গুরুপদবাবু আমাদের পুজো মণ্ডপে আসেন। এর কিছুক্ষণের মধ্যেই ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকন্যা ঘোষের স্বামী সুপ্রিয় ঘোষ কিছু দুষ্কৃতী নিয়ে এসে আমাদের ক্লাবে হামলা চালান। পুজোর লাইট এবং সাউন্ড সিস্টেম ভেঙে দেন। বেশ কয়েকজনকে মারধরও করা হয়।'
এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই দলের সাধারণ সম্পাদক তথা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুপ্রসাদবাবুর বাড়িতে হামলা হয়।
দুষ্কৃতীরা তাঁর বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে ফুলের টব এবং যাবতীয় জিনিস ভাঙচুর করে। গুরুপ্রসাদবাবু অভিযোগ করেন, 'যারা আমার বাড়িতে হামলা চালিয়েছে তারা তৃণমূলেরই লোক। কিন্তু কেন আমার বাড়িতে এই হামলা তা আমি বুঝে উঠতে পারিনি। আমার বাড়ির কোলাপসিবিল গেটটি বন্ধ থাকাতে হামলাকারীরা ঘরের ভিতরে ঢুকতে পারেনি। আমার লাইসেন্স প্রাপ্ত বন্দুক থাকলেও পরিস্থিতি খারাপ হতে পারে আন্দাজ করে আমি তা ব্যবহার করিনি। তবে আমার বাড়িতে পুলিশের সামনেই হামলা হয়েছে। পুলিশ প্রশাসনের সমস্ত আধিকারিক জানেন ওই ক্লাবে যখন ঝামেলা হয় সেখানে আমি ছিলাম না।'
কান্দির তৃণমূল বিধায়ক তথা দলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা চেয়ারম্যান অপূর্ব সরকার বলেন, 'কেউ আইনের ঊর্ধে নয়। পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে গোটা ঘটনার তদন্ত করছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।'




বিশেষ খবর

নানান খবর

সংগ্রহ করুন... #aajkaalonline #pujovibes #durgapuja #DurgaPuja2024

নানান খবর

রানাঘাটে বিজেপির কর্মসূচিতে অবরুদ্ধ জাতীয় সড়ক, অ্যাম্বুল্যান্সে মৃত্যু গর্ভবতী তরুণীর ...

চাকরির প্রতিশ্রুতি দিয়ে আদিবাসীদের জমি হাতানো! অভিযোগ বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে...

সিদ্ধিদাতা বন্দনা ও মিলনমেলা অভিনব আয়োজন বাগুইআটির নারায়ণতলা পশ্চিম অধিবাসীবৃন্দের...

মহিলা সুরক্ষায় শুরু ' অপরাজিতা : দ্য আনডিফিটেড'...

শীঘ্রই আসছে...

তুমুল বৃষ্টিতে ছারখার হবে দক্ষিণবঙ্গ! ফের ঘনাচ্ছে দুর্যোগ, আগাম সতর্কবার্তা মৌসম ভবনের ...

RG Kar Hospital: বিনা চিকিৎসায় তিন ঘণ্টা পড়ে রইলেন যুবক, আরজি করেই মৃত্যু...

Asansol: গাড়ি দাঁড় করিয়ে ব্যবসায়ীর কোটি টাকা লুঠ, আসানসোলে গ্রেপ্তার তিন পুলিশকর্মী...

হুগলির দুই জায়গায় ইডির তল্লাশি, চাঞ্চল্য স্থানীয়দের মধ্যে ...

বানারহাটে হাতির হানায় মৃত্যু, পরিবারকে ক্ষতিপূরণ বনদপ্তরের...

জাতীয় স্তরে ই–গভর্নেন্সে স্বর্ণপদক চন্দননগর কমিশনারেটের ...

ঝুঁকি এড়াতে এবার গ্রামীণ হাসপাতালেও তৈরি হল পুলিশ ক্যাম্প ...

বিমানবন্দরে যাত্রীর ব্যাগে রিভলভার ও কার্তুজ, মুম্বাইগামী বিমানে ওঠার আগে গ্রেপ্তার ২...

বাড়ি ফেরার পথে নিগৃহীতা তিন স্কুলছাত্রী, রাস্তাতেই হেনস্থা ও মারধরের অভিযোগ ...

উত্তরবঙ্গের ৩৫০জন কৃতী পড়ুয়াকে সংবর্ধনা দিল টেকনো ইন্ডিয়া গ্রুপ...

আচমকাই ছুটে এল গুলি, হতচকিত সকলেই, মৃত্যু এক নাবালিকার...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



10 23