মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১২ জানুয়ারী ২০২৪ ২১ : ০৮
ঋতুপর্ণা সেনগুপ্তর আর কোন দিক ছোঁয়া বাকি? এই প্রজন্মের ‘মহানায়িকা’ যদিও সব সময়েই বিনীতভাবে জানান, আরও কত পথ হাঁটা বাকি! তার একটি উদাহরণ, থ্রিলার এবং ফ্র্যাঞ্চাইজি। তাঁর অন্যতম সফল নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও চুটিয়ে থ্রিলার ঘরানায় অভিনয় করছেন। এবার ঋতুপর্ণার পালা। পরিচালক সায়ন্তন ঘোষালের আগামী ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত’য় নামভূমিকায় তিনিই। আজকাল ডট ইনকে পরিচালক বলেছেন, ‘‘ঋতুদি যখন আমার ছবির নায়িকা তখন এমন কিছু করতে হবে যা আজীবন সবার মনে থেকে যাবে। পাশাপাশি, একটা ছবির নায়িকা হয়ে থেকে যাবেন এটাও নাপসন্দ। তাই ফ্র্যাঞ্চাইজি হিসেবে ‘ম্যাডাম সেনগুপ্ত’কে আনতে চলেছি। বাজি রেখে বলতে পারি, এই ভূমিকায় ঋতুদিকে দেখে ইন্ডাস্ট্রি, দর্শক চমকে যাবে।’’ উচ্ছ্বাস নায়িকার কথাতেও। জানিয়েছেন, থ্রিলার, ফ্র্যাঞ্চাইজি করা হয়নি। এবার সেটাও করতে চলেছেন। এই ছবি দিয়ে বিনোদন দুনিয়ায় পা রাখতে চলেছে নতুন প্রযোজনা সংস্থা ‘নন্দী মুভিজ’।
নিজের চরিত্র নিয়ে যদিও এক্ষুণি বেশি বলতে নারাজ নায়িকা। তাঁর কথায়, ‘‘নিজেকে ভাঙতে, পরীক্ষা করতে বরাবর ভাল লাগে। এর আগে সায়ন্তনের সঙ্গে একটি বিজ্ঞাপনী ছবি করেছিলাম। তখনই নতুন ছবি করার কথা হয়েছিল। পরে সায়ন্তন এই গল্পটা শোনালে ভাল লাগে। রাজি হয়ে যাই। ওর কাজ দেখেছি। গল্প বলা, পরিচালনার ধারণাটা বেশ অন্যরকম।’’
ছবির গল্প কেমন? বেশি ভাঙতে চাননি পরিচালক। জানিয়েছেন, ঋতুপর্ণা বিখ্যাত কার্টুনিস্ট। দিল্লিতে বাস। আচমকা প্রাক্তন স্বামী নিখোঁজ। তাকে খুঁজতে শহরে আসেন ম্যাডাম সেনগুপ্ত। এবং অজান্তে রহস্যের জালে জড়িয়ে পড়েন। নায়িকার স্বামীর ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। এই জুটিকে শেষ দেখা গিয়েছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘গুডনাইট সিটি’তে। এবং সায়ন্তনের জনপ্রিয় সিরিজ ‘গোরা’য় আত্মভোলা গোয়েন্দা চরিত্রে তুমুল জনপ্রিয় ঋত্বিক। সেই স্বাচ্ছন্দ্য থেকেই এবং চরিত্রের খাতিরে তিনি এবং সায়ন্তন আবারও ক্যামেরার সামনে-পিছনে। আর কারা থাকছেন? অনন্যা চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টচার্য, সুপ্রিয় দত্ত প্রমুখ।
রহস্যধর্মী বা গোয়েন্দা ছবিতে নামভূমিকায় নায়িকা থাকলে তাঁদের অ্যাকশন করতে দেখা যায়। যেমন, ‘মিতিন মাসি’ ছবিতে কোয়েল মল্লিক। ‘ম্যাডাম সেনগুপ্ত’ ওরফে ঋতুপর্ণাও কি সেসব করবেন? পরিচালকের বক্তব্য, কিছু হাল্কা দৃশ্য তো থাকবেই। সেটা নায়িকা নিজেই করবেন। তবে বেশি জোর দেওয়া হবে তাঁর পেন্সিল বা তুলি ধরায়। কারণ, চরিত্র অনুযায়ী ঋতুপর্ণা ব্যঙ্গ চিত্রশিল্পী। নতুন প্রযোজক প্রদীপ কুমার নন্দী ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী। খুব তাড়াতাড়ি শুট শুরু হবে। সব ঠিক থাকলে হয়তো চলতি বছরের শীতেই পর্দায় আসবেন নতুন রহস্যভেদকারী ‘ম্যাডাম সেনগুপ্ত’।
নানান খবর

নানান খবর

'ইন্ডাস্ট্রিতে সবাই খুনি..!' বিস্ফোরক অভিযোগ তুলে বলিউড ছাড়ছেন কোন অভিনেত্রী?

মেট্রোতে উঠে কী করলেন অঞ্জনা বসু, রোশনি, পথিকৃৎ?
বিমানবন্দরে সুমিত অরোরাকে দেখে জাপটে ধরলেন ঋতাভরী! সোহাগে-আদরে প্রেমিককে কোন গোপন কথা জানালেন অভিনেত্রী?

ঢকঢক করে নয়, রসিয়ে রসিয়ে নিজের মূত্র পান করতে পরেশ রাওয়ালকে বলেছিলেন ‘সিংহম’ এর বাবা! কিন্তু কেন?
ভাঙনের আঁচ 'পরশুরাম-তটিনী'র সংসারে! কোন বিপদের ছায়া নামছে ধারাবাহিকের নতুন মোড়ে?

‘বাবুরাম সাপুড়ে’ থেকে ‘হুঁকোমুখো হ্যাংলা’-র পাতায় ছড়াচ্ছে রক্ত! প্রকাশ্যে ‘ম্যাডাম সেনগুপ্ত’র হাড় হিম করা পোস্টার

বাবা হতে চলেছেন সিদ্ধার্থ, তার মাঝেই নাম জড়াল অনন্যা এবং শ্রীলীলার সঙ্গে!

পর্দায় এবার জ্যাকলিন-সুকেশের প্রেমকাহিনি! কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে বলিপাড়ায় চর্চিত জুটির রোম্যান্স?

জামাকাপড় খুলে শুধু অন্তর্বাস পরে বসো! সাজিদ খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক কোন অভিনেত্রী?

‘গ্যাংস অফ ওয়াসেপুর ৩’ আসছে কবে? মুখ্যচরিত্রে থাকবে ‘ফয়জল খান’? ফাঁস করলেন নওয়াজ

শেষ মুহূর্তে ‘ওমকারা’ হাতছাড়া হয়েছিল আমির খানের, কোন চরিত্রে প্রত্যাখ্যাত হন 'মি. পারফেকশনিস্ট’?

হাসপাতাল থেকে শুটিং ফ্লোর সামলিয়ে ফের হাসপাতালে কাঞ্চন মল্লিক, কেন দু’বার ভর্তি হতে হল? এখন কেমন আছেন অভিনেতা?

পাহাড়কে সাক্ষী রেখে প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন নির্ঝর মিত্র, কবে বিয়ের পিঁড়িতে বসছেন পরিচালক?

মাত্র ২৪ বছর বয়সেই থামল হৃদস্পন্দন! জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটারের মৃত্যুতে শোকের ছায়া নেটপাড়ায়

প্রথমবার বাংলা ছবিতে গজরাজ রাও! কোন বাঙালি অভিনেত্রীর সঙ্গে পর্দাভাগ করবেন?