রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | Kolkata: বৃন্দাবন থেকে ১০ বছর পর ফিরবেন ১০৬ বছরের রেণু মা

Pallabi Ghosh | ০২ জানুয়ারী ২০২৪ ১১ : ৫৮Pallabi Ghosh


তপশ্রী গুপ্ত: শতাব্দীর থেকেও প্রাচীন তিনি। ১০ জানুয়ারি পা দেবেন ১০৬ বছরে। গত এক দশক ধরে রেণু মা–র ঠিকানা বৃন্দাবনের মৈত্রীঘর আশ্রম। আরও দুশোজন অবলম্বনহীন বিধবার সঙ্গে ২০১৪ সাল থেকে বর্ণহীন দিনযাপন তাঁর। তবে রেণু মা–র এই নিস্তরঙ্গ জীবনে সম্প্রতি একঝলক খোলা হাওয়ার ঝাপটা। দীর্ঘ দশ বছর পর ‘‌বাড়ি’‌ ফেরার সুযোগ এসেছে। না, রেণু মা–কে ফিরিয়ে নিতে কেউ আসেনি বৃন্দাবনে। সাধারণত আসেও না একবার কোনওমতে ‘‌বেড়াল পার’‌ করতে পারলে। পরিবারের কাছে এঁরা বোঝা, কাঁধ থেকে নামানোর সুযোগ একবার পেলে আর ফিরে তাকায় না স্বজন। রেণু মা–কে ঘরে ফেরানো তো দূরের কথা, গত দশ বছরে তাঁর সঙ্গে দেখা করতেও কেউ আসেনি বৃন্দাবনে। একমাত্র মেয়ে অসুস্থ ছিল অনেকদিন, সেও মারা যায়‌ বছর চারেক আগে। ফলে কলকাতার শহরতলি বেলঘরিয়ার বাড়ির সঙ্গে যোগাযোগের সুতোটা প্রায় কেটেই যায়। এতদিন পর ঘরে না হলেও বাংলায় ফেরার ডাক পেয়েছেন রেণু মা। তাই হুইলচেয়ারে বসেও ছটফট করছেন আনন্দে।
শরীর বিশ্বাসঘাতকতা না করলে জন্মদিনের দু’‌দিন পরই ১২ জানুয়ারি কলকাতার মাটিতে পা রাখবেন ১০৬ বছরের তরুণী রেণু মা। শুধু তাই নয়, তাঁর হাতেই উদ্বোধন হবে আলোকচিত্র প্রদর্শনী ‘‌লেস্ট উই ফরগেট– আ সিস্টারহুড কলড হোয়াইট’‌। বিষয়বস্তু বৃন্দাবনের বাঙালি বিধবাদের দিনযাপন। ভিস্যুয়াল স্টোরিটেলার হিসেবে ইতিমধ্যেই নামডাক হয়েছে কৌন্তেয় সিনহার। তাঁর ভাবনায় রাণা পান্ডে লেন্সের ভিতর দিয়ে ধরেছেন এক অজানা জগৎ। একুশ শতকের প্রযুক্তি ও বৈভব বিস্ফোরণ থেকে অনেক দূরের সেই ধূসর গুহায় মাকড়সার জালের মতো বিছিয়ে থাকে নির্মম অতীত আর মিথ্যে অপেক্ষা। তবে তার মধ্যেও ভাল থাকার চেষ্টা করেন কেউ কেউ। যেমন রেণু মা। এই বয়সেও পুজোপাঠ তো আছেই, ছবি আঁকেন, এমনকী হালকা ব্যায়ামও করেন। এই প্রাণবন্ত স্বভাবের জন্যই আশ্রমে এত জনপ্রিয় রেণু মা। মানবাধিকার কর্মী উইনি সিং যিনি বৃন্দাবনে মৈত্রীর দুটি আশ্রম চালান, তিনি রীতিমতো উচ্ছ্বসিত এই আবাসিককে নিয়ে। বললেন, ‘‌মেয়ের মৃত্যুর পর একেবারে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন রেণু মা। আমরা ওঁকে বেড়াতে নিয়ে যেতাম, মন ভাল রাখার চেষ্টা করতাম। এখন অনেকটা স্বাভাবিক হয়েছেন। খুব ভাল লাগছে উনি কলকাতা যাবেন, গণ্যমান্য মানুষদের সঙ্গে প্রদর্শনী উদ্বোধন করবেন।’‌
কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে ১৩ থেকে ১৯ জানুয়ারি চলবে প্রদর্শনী। রেণু মা–র মুখে ঝলসাবে ফ্ল্যাশবাল্ব। তবু তাঁর মন নিশ্চয়ই পড়ে থাকবে একটু দূরের বেলঘরিয়ায়। কাছে, তবু অনেক দূর ফেলে আসা বাড়ি।‌‌




বিশেষ খবর

নানান খবর

সংগ্রহ করুন... #aajkaalonline #pujovibes #durgapuja #DurgaPuja2024

নানান খবর

কলকাতায় তামিলনাড়ুর আদিযোগী শিব মূর্তি, জানুন কোথায় গেলে মিলবে দর্শন...

গণেশের বিয়ের আয়োজনে 'সবাই', কী করলেন দুই স্ত্রী!...

Sandip Ghosh: সন্দীপ ঘোষকে শোকজ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল, তালিকায় নাম রয়েছে বিরূপাক্ষ, অভীকেরও...

RG Kar Incident: আরজি করের ঘটনায় প্রধান অভিযুক্তকে আদালতে পেশ, সিবিআই আইনজীবী কোথায়? প্রশ্ন তৃণমূলের...

শীঘ্রই আসছে...

Kumortuli: আরজি করের ঘটনার প্রভাব? পুজোর আগে খাঁ খাঁ করছে কুমোরটুলি, চিন্তায় মৃৎশিল্পীরা...

তবে কি জামিন দিয়ে দেব? আরজি কর মামলায় ক্ষুব্ধ বিচারকের প্রশ্ন...

RECLAIM THE NIGHT: মাস পেরিয়ে আবার রাত দখলের ডাক, সুপ্রিম কোর্টে শুনানির আগের দিন সুবিচার চাইতে আন্দোলন ...

ডিউটিতে পরিবর্তন, সরকারি হাসপাতালে রবিবারও হাজির থাকতে হচ্ছে সিনিয়র চিকিৎসকদের ...

বিরূপাক্ষকে সাসপেন্ড করল স্বাস্থ্যভবন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যোগ দিতে পারবেন না কাজে ...

সাগর দত্তে ধুন্ধুমার, কাউন্সিলরের বৈঠক চলাকালীন জোর করে ভেতরে ঢোকার চেষ্টা ...

আশা করছি কেন্দ্রীয় স্তরে এরকম কিছু ঘটলে পুরস্কার ফেরত দেবেন, রাজ্য সরকারের পুরস্কার ফেরত দেওয়া শিল্পীদের উদ্দেশ্যে ব্র...

তৎপর মমতা, বিজেপি শাসিত হরিয়ানায় খুন পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে চাকরি দিল বাংলার সরকার  ...

বৃহস্পতিবার বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ! আগামিকাল নাও হতে পারে আরজি কর মামলার শুনানি ...

সিঁথির মোড়ে আবাসনের তলায় মুখ থুবড়ে পড়ে দেহ, রক্তাক্ত যুবককে ঘিরে আতঙ্ক...

Kolkata Hotel: শহরের পাঁচতারা হোটেলে শ্লীলতাহানির শিকার দুই বোন! ঘটনায় গ্রেপ্তার ২...

Kolkata: ফের মা উড়ালপুলে দুর্ঘটনা, বাইক থেকে ছিটকে ফ্লাইওভারের নীচে পড়লেন আরোহী, ভর্তি হাসপাতালে ...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 24