মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | শিলাবৃষ্টিতে হুগলিতে তছনছ কয়েক বিঘা জমির ফসল, মাথায় হাত কৃষকদের

Pallabi Ghosh | ২৯ এপ্রিল ২০২৫ ১৫ : ২৫Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: নষ্ট হয়ে গেল ধান, পাট, তিল এবং সবজি। শিলাবৃষ্টির ব্যাপক প্রভাব পড়েছে হুগলির পোলবা-দাদপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে। চাষের ব্যাপক ক্ষতি হয়েছে পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতের বীরেন্দ্রনগর, ডাকাতিয়া ভেরি, নতুন ভেরি, ডুবির ভেরি এলাকায়। 

একইভাবে চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে হারিট গ্রাম পঞ্চায়েতের পয়ান প্রেমনগর, মথুরপুর মাঠ সহ বিস্তীর্ণ এলাকায়। সোমবার রাতে হঠাৎই কালবৈশাখীর ঝড় হয়। সেসময় তুমুল শিলাবৃষ্টিতে পাকা ফসল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফলন্ত ধান গাছের শিস ভেঙে পড়ে। বিঘার পর বিঘা তিল, পাট গাছ খুবই ক্ষতিগ্রস্ত হয়। 

পোলবা বীরেন্দ্রনগরের কৃষক গোবিন্দ কোলে জানিয়েছেন, তিনি মোট ১৯ বিঘা ধান চাষ করেছিলেন। তার মধ্যে ৯ বিঘা জমিতে তিল চাষ করেছিলেন। এছাড়াও ঝিঙে, শসা, বেগুন ইত্যাদি সবজি চাষ করেছিলেন। শিলাবৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে গেছে। প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। কীভাবে এই ক্ষতিপূরণ হবে তিনি বুঝতে পারছেন না। 

আরও এক কৃষক জগন্নাথ দেশী বলেছেন, শিলাবৃষ্টিতে তাঁর জমিয়ে থাকা ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে ধান বলে আর কিছু অবশিষ্ট নেই। রাতে প্রচুর পরিমাণে শিল পড়েছে। যে কারণে চাষের জমি ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ক্ষতি কীভাবে পূরণ হবে, তিনি জানেন না। 

সিঙ্গুর ব্লকের বেরাবেরি গ্রাম পঞ্চায়েতের সিংহল পাঠান, নীলের পাহাড় এলাকায় প্রচুর ইলেকট্রিক পোস্ট উপড়ে  পড়েছে রাস্তায়। সেই সঙ্গে বেড়াবেড়ি পূর্ব পাড়া, খাসের ভেড়ি এলাকার চাষের জমিও ক্ষতির সম্মুখীন হয়েছে। অন্যদিকে সিঙ্গুর ব্লকের গোপাল নগর পঞ্চায়েতের দেওয়ানভেরি, সিংহেরভেরি, পায়রাওড়া, বাবুরভেরি, সহ বিস্তীর্ণ এলাকায় ঝড়ের দাপটে ফসলের ক্ষতক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। মাঠের পাকা ধান, তিল, পাট, করলা, জিঙে, কুমড়ো, সহ সমস্ত ফসল নষ্ট হয়েছে। গ্রামে বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়ে বিদুৎসংযোগ বিচ্ছিন্ন একাধিক গ্ৰামে। অন্যদিকে এই ব্লকের আনন্দনগর বৈঁচিপোতা গ্রাম পঞ্চায়েতেরও বিস্তীর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

মঙ্গলবার সকাল থেকে ব্লক কৃষি আধিকারিক এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা চাষের ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব শুরু করছেন। ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাঁদের ফসল বিমা করানো আছে, তাঁরা বিমার টাকা পাবেন। কিন্তু যে কৃষকদের ফসলের বিমা নেই, তাঁরা কীভাবে ক্ষতিপূরণ পাবেন সেই বিষয়টা গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে।
ছবি পার্থ রাহা।


HooghlyHailstorm vegetables damaged

নানান খবর

নানান খবর

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

শুশুনিয়ার জল ও তিন হাজার তিন পদ্মে দিঘায় জগন্নাথের আবাহন

চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির দাপট চলবে উত্তর থেকে দক্ষিণে, আপনার জেলায় কবে দুর্যোগ জানুন ক্লিক করে 

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে ৭ মে, কখন কোথায় দেখা যাবে রেজাল্ট, জানাল সংসদ

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে পুলিশের জালে বিল্লি আর মনি

'অশান্ত' সামশেরগঞ্জ থেকে উদ্ধার সাম্প্রতিক সময়ের সবথেকে বড় জাল নোটের 'কনসাইনমেন্ট', গ্রেপ্তার দুই

বীরভূমের নলহাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, দীঘিতে ডুবে মৃত্যু তিন শিশুর

আলিপুরদুয়ারে চা বাগানের জলাশয়ে পড়ে গেল লেপার্ড, উদ্ধার করতে কালঘাম ছুটল বনকর্মীদের

অষ্টম 'মেদিনীপুর শ্রী' হলেন পশ্চিম মেদিনীপুরের চন্দন জানা

থানার মধ্যেই তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপ, রামপুরহাটে আটক অভিযুক্ত ও তার পরিবার

'জলদি ঘর-আ-যায়েগা পূর্ণম', রিষড়া এসে জানালেন বিএসএফ আধিকারিকরা

যৌন কেলেঙ্কারিতে বহিষ্কৃত সিপিএম নেতা বংশগোপাল, লবিবাজির শিকার বলে দাবি তাঁর

সোশ্যাল মিডিয়া