সোমবার ২৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
UB | ২৮ এপ্রিল ২০২৫ ১৭ : ০৪Uddalak Bhattacharya
উদ্দালক
বাংলা সাহিত্যে মহিলা গোয়েন্দার উপস্থিতি সুপ্রাচীন। প্রভাবতী দেবী রচিত কৃষ্ণা ইদানিং ফের আলোচনায় ফিরেছে। সুচিত্রা ভট্টাচার্য রচিত মিতিন মাসি সেই তালিকায় আধুনিক সংযোজন, যা বিপুল জনপ্রিয়তা পেয়েছে। সেই তালিকায়, সাহিত্যে না হলেও ওটিটি-তে এ বার যুক্ত হলেন চারুলতা। ডিটেকটিভ চারুলতা। চারুলতা নামটা শুনলেই প্রথমেই মনে পড়ে রবীন্দ্র সাহিত্যের মেয়েলি এক চরিত্রের কথা। যার চাল-চলন, কথাবার্তায় 'নারী' সুলভ ভাব ছিল প্রধান, সেই যেন তাঁর সৌন্দর্য। কিন্তু এর কোনওটাই জয়দীপ বন্দ্যোপাধ্যায় পরিচালিত ডিটেকটিভ চারুলতা-এর নেই। কিন্তু যা আছে, বাংলা বিনোদনের ইতিহাস তা দেখেনি। আর সেই কারণেই এই ওয়েবসিরিজ বাকিগুলির ভিড়ে অনেকটা আলাদা।
জয়দীপ বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই সিরিজটি দেখা যাচ্ছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। ছবির গল্প ও চিত্রনাট্য রচনা করেছে সৌমিত দেব। বিবাহযোগ্যা মেয়ের অভিভাবক মামা ও মামিমা। মা-বাবাকে হারানো চারুলতা থাকেন মামার সঙ্গেই। চারুলতা আগাগোড়া ভাল পড়ুয়া। সে ক্রিমিন্যাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে। আর সেই শিক্ষা ও প্রবল আগ্রহের তাগিদে শেষ পর্যন্ত তৈরি করেছে নিজের গোয়েন্দা সংস্থা। ফেলুদার যেমন ভাইপো অ্যাস্টিট্যান্ট, এ ক্ষেত্রে অ্যাস্টিট্যান্ট ভাগ্নে। এখানে ভিলেনের ছদ্মবেশে থাকাকালীন নাম হেমাঙ্গ হাজরা।
বাংলা গোয়েন্দা সাহিত্যের ইতিহাস সমৃদ্ধ। ফেলুদা, ব্যোমেকেশের পাশাপাশি বিভিন্ন সময়ে, বিভিন্ন পাঠকের কথা মাথায় রেখে বাংলায় গোয়েন্দা সাহিত্য রচিত হয়েছে। আর স্বাভাবিক ভাবে, আরও অনেক মধ্যবিত্ত পরিবারের পড়ুয়া ছেলেটি বা মেয়েটি কখনও না কখনও সেই সাহিত্যের স্বাদ নিতে নিতে ভেবেছে, সে বড় হয়ে গোয়েন্দা হবে। ডিটেকটিভ চারুলতা আসলে গাঁথা বাঙালির এই নস্ট্যালজিয়ার উপর। এই সিরিজ বারংবার সেই নস্টালজিয়াকে উস্কে দেয়। হত্যার পদ্ধতি-প্রকরণ থেকে শুরু করে ভিলেনের নাম, হত্যার পদ্ধতি, সব কিছুতেই এসেছে বাংলা সাহিত্যের বিভিন্ন গোয়েন্দা গল্পের অনুষঙ্গ। আর সেই মুন্সিয়ানা দেখিয়ে অবশ্যই বাহবার যোগ্য চিত্রনাট্য লেখক সৌমিত দেব।
সিরিজে চারুলতা মিত্র চরিত্রে অভিনয় করেছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। ফাইটিং সিকোয়েন্স থেকে শুরু করে হাসি-ঠাট্টা, বুদ্ধিদীপ্ত চটপট উত্তর দেওয়ার দৃশ্য বা পরিবারের সঙ্গে একেবারে ব্যক্তিগত মুহূর্তের দৃশ্য, সবতেতেই বারবার নিজেকে এপার-ওপার করে সুরঙ্গমা চরিত্রকে করে তুলেছেন জীবন্ত। সুরঙ্গনার ভাগ্নে তপুর চরিত্রে অভিনয় করেছে দেবমাল্য গুপ্ত। তিনিও যোগ্য সঙ্গত দিয়েছেন। উল্লেখযোগ্য নজরকাড়া অভিনয় করেছেন অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়। আপাত ব্যর্থ পুলিশ অফিসারের ভূমিকায় একদিকে তিনি যেমন মজায় নজর কেড়েছেন, তেমনই তাঁর ভিতর ফুঁড়ে বেরিয়ে এসেছে আবেগও। কেবল এক্সপ্রেশনে যেভাবে তিনি দর্শকের অন্তরে দ্রুত প্রবেশ করে গিয়েছেন, তা দেখলে সত্যি অভিনেতা হতে ইচ্ছা হয়। উল্লেখ্য, সুরঙ্গনা ও অনুজয় দু'জনেই থিয়েটারের নিয়মিত অভিনেতা। তাঁদের দীর্ঘকালীন অনুশীলন ও ট্রেনিংয়ের ফল স্পষ্ট হয়েছে ক্যামেরায়।
গল্প বলে দেওয়াটা কোনও সমালোচনা লেখার উদ্দেশ্য হতে পারে না। সেই কারণে, কোথা থেকে কী হল, পাঠককে বুঝতে হলে দেখতে হবে এই সিরিজ। গোয়েন্দাপ্রিয় বাঙালিকে চারুলতার চাকচিক্য হতাশ করবে না বলেই মনে হয়।
নানান খবর

নানান খবর
বিমানবন্দরে সুমিত অরোরাকে দেখে জাপটে ধরলেন ঋতাভরী! সোহাগে-আদরে প্রেমিককে কোন গোপন কথা জানালেন অভিনেত্রী?

ঢকঢক করে নয়, রসিয়ে রসিয়ে নিজের মূত্র পান করতে পরেশ রাওয়ালকে বলেছিলেন ‘সিংহম’ এর বাবা! কিন্তু কেন?
ভাঙনের আঁচ 'পরশুরাম-তটিনী'র সংসারে! কোন বিপদের ছায়া নামছে ধারাবাহিকের নতুন মোড়ে?
নব্বইয়ের কোঠায়ও 'তরুণ' ধর্মেন্দ্র! সুইমিং পুলে কার সঙ্গে জলকেলিতে মাতলেন বর্ষীয়ান অভিনেতা?

ওদের নিয়ে কাজ করা মজার, কিন্তু তাদের ‘ফুটবল টিম’ নিয়ে নয়! বলিপাড়ার নতুন মুখদের খোঁচা জনের

‘বাবুরাম সাপুড়ে’ থেকে ‘হুঁকোমুখো হ্যাংলা’-র পাতায় ছড়াচ্ছে রক্ত! প্রকাশ্যে ‘ম্যাডাম সেনগুপ্ত’র হাড় হিম করা পোস্টার

বাবা হতে চলেছেন সিদ্ধার্থ, তার মাঝেই নাম জড়াল অনন্যা এবং শ্রীলীলার সঙ্গে!

পর্দায় এবার জ্যাকলিন-সুকেশের প্রেমকাহিনি! কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে বলিপাড়ায় চর্চিত জুটির রোম্যান্স?

জামাকাপড় খুলে শুধু অন্তর্বাস পরে বসো! সাজিদ খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক কোন অভিনেত্রী?

‘গ্যাংস অফ ওয়াসেপুর ৩’ আসছে কবে? মুখ্যচরিত্রে থাকবে ‘ফয়জল খান’? ফাঁস করলেন নওয়াজ

শেষ মুহূর্তে ‘ওমকারা’ হাতছাড়া হয়েছিল আমির খানের, কোন চরিত্রে প্রত্যাখ্যাত হন 'মি. পারফেকশনিস্ট’?

হাসপাতাল থেকে শুটিং ফ্লোর সামলিয়ে ফের হাসপাতালে কাঞ্চন মল্লিক, কেন দু’বার ভর্তি হতে হল? এখন কেমন আছেন অভিনেতা?

পাহাড়কে সাক্ষী রেখে প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন নির্ঝর মিত্র, কবে বিয়ের পিঁড়িতে বসছেন পরিচালক?

মাত্র ২৪ বছর বয়সেই থামল হৃদস্পন্দন! জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটারের মৃত্যুতে শোকের ছায়া নেটপাড়ায়

প্রথমবার বাংলা ছবিতে গজরাজ রাও! কোন বাঙালি অভিনেত্রীর সঙ্গে পর্দাভাগ করবেন?