শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ০৩ এপ্রিল ২০২৫ ১৪ : ৩২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: পিই এবং ইউপিভিসি পাইপিং সলিউশনের ক্ষেত্রে শীর্ষস্থানীয় একটি নাম প্রভু পলি পাইপস্ লিমিটেডের নটরাজ পাইপস। এবার তাঁদের সঙ্গে যুক্ত হলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বিশ্ব জল দিবস উপলক্ষে কলকাতার তাজ বেঙ্গলে এক বিশেষ অনুষ্ঠানে এই ঘোষণা করা হল।
এই প্রতিষ্ঠান বরাবরই উদ্ভাবন, স্থায়িত্ব এবং গঠনের দিকটি তুলে ধরেছে। দ্রুত নগরায়ন, পরিকাঠামো সম্প্রসারণ এবং সরকার-নেতৃত্বাধীন উদ্যোগের হাত ধরে দেশ যত ‘বিকশিত ভারত’-এর দিকে এগোচ্ছে, ততই সেই বিকাশের রূপদানের ক্ষেত্রে শক্তিশালী এবং দক্ষ পাইপিং সমাধানসূত্রের ভূমিকা আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অত্যাধুনিক প্রযুক্তি এবং উচ্চমানের জন্য খ্যাত নটরাজ পাইপস দেশের পাইপিং পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত।
উচ্চ প্রযুক্তির, বিষহীন এবং সীসা মুক্ত পাইপিং সিস্টেম ব্যবহার করা এই ব্র্যান্ডটি ইতিমধ্যেই নিজের নাম করেছে। দেশের ক্রমবর্ধমান পরিকাঠামোগত পটভূমির সঙ্গে তাল মিলিয়ে টেকসই, নিরাপদ এবং নির্ভরযোগ্য জল সরবরাহ এবং গ্যাস পরিবহণের ক্ষেত্রে নির্ভরযোগ্য সমাধানসূত্র প্রদানের জন্য বদ্ধপরিকর।
বর্তমানে বার্ষিক ৮ হাজার টন ইউপিভিসি পাইপ ও ফিটিং এবং প্রায় ১৩ হাজার টন এইচডিপিই পাইপ ও ফিটিংয়ের ক্ষমতা থেকে উত্তরণ ঘটাতে নটরাজ পাইপস্ একটি নতুন কারখানা চালু করছে যা এর মোট বার্ষিক ক্ষমতা ইউপিভিসি পাইপ এবং ফিটিংয়ের ক্ষেত্রে ১২ হাজার টন এবং এইচডিপিই পাইপ এবং ফিটিং-এর ক্ষেত্রে প্রায় ১৮ হাজার টনে পৌঁছে দেবে।
নতুন উৎপাদনকেন্দ্রে ২ হাজার টন ওপিভিসি পাইপ এবং ফিটিং এবং ২ হাজার ৪০০ টন সিপিভিসি পাইপ এবং ফিটিং-এর মতো নতুন পণ্যও যুক্ত করা হবে। এর পাশাপাশি কোম্পানিটি গ্যাস পাইপলাইনের জন্য এমডিপিই পাইপ তৈরি এবং সরবরাহ শুরু করেছে যা একে পশ্চিমবঙ্গের প্রথম উৎপাদক এবং সরবরাহকারীদের মধ্যে অন্যতম করে তুলেছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন, “দীর্ঘমেয়াদী ভবিষ্যতের জন্য জল সংরক্ষণ এবং দক্ষ ব্যবস্থাপনা অপরিহার্য। উচ্চমানের এবং উদ্ভাবনী পাইপিং সমাধানের পথিকৃৎ ব্র্যান্ড নটরাজ পাইপসের সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। একসঙ্গে হাত মিলিয়ে ভারতের পরিকাঠামোগত বৃদ্ধি এবং টেকসই উদ্যোগে অর্থপূর্ণ অবদান রাখতে চাই।”
কোম্পানির সিইও এবং মুখপাত্র রোহিত আগরওয়াল এই ব্র্যান্ডের দৃষ্টিভঙ্গি তুলে ধরে জানান, “সর্বদা ইঞ্জিনিয়ারিং উৎকর্ষতা এবং উদ্ভাবনের উপর নির্ভর করে পথ চলেছি। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গে এই হাত মেলানোর পর উচ্চমানের ভবিষ্যতের জন্য প্রস্তুত পাইপিং সমাধানসূত্র প্রদানের প্রতি নতুন করে প্রতিশ্রুতি দেওয়া হল। সৌরভের নেতৃত্ব এবং মূল্যবোধ এই ব্র্যান্ডের দৃষ্টিভঙ্গির সঙ্গে গভীরভাবে অনুরণিত হয়েছে এবং এই অংশীদারিত্বের হাত ধরে এক শক্তিশালী এবং স্থিতিস্থাপক ভারত গড়ে তোলার লক্ষ্য অর্জনের আশা রাখছি।”
নটরাজ পাইপসের ব্যবস্থাপনা পরিচালক হরি মোহন মারদা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লক্ষ্যের উপর জোর দিয়ে বলেন, “নটরাজ পাইপস বিশ্বাস করে যে স্থায়িত্ব এবং পরিকাঠামোগত বৃদ্ধি একইসঙ্গে করতে হবে। যত সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পে উপস্থিতি জোরদার হবে, ততই ভারতের উন্নয়ন যাত্রাকে সমর্থন করে অত্যাধুনিক, পরিবেশগতভাবে দায়িত্বশীল পাইপিং সমাধানসূত্র প্রদানের উপরে মনোযোগ বাড়বে।”
নির্ভুলভাবে তৈরি সীসামুক্ত ইউপিভিসি পাইপ থেকে শুরু করে উন্নত পিই পাইপিং পর্যন্ত নটরাজ পাইপস তার অত্যাধুনিক উৎপাদন কাঠামো এবং মানের প্রতি অটল থেকে এই শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করে চলেছে। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গে এই ব্র্যান্ডের সংযোগ এক নতুন অধ্যায়ের সূচনা করল। পাশাপাশি ভারতের পরিকাঠামোগত রূপান্তরের বিশ্বস্ত অংশীদার হিসাবে প্রতিষ্ঠানের অবস্থানকে আরও শক্তিশালী করল।