বুধবার ০২ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ৩১ মার্চ ২০২৫ ১০ : ৫৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: নিউটাউনের ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে নির্জন এলাকা থেকে এক টোটোচালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। দেহের পাশেই ছিল টোটো। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সুশান্ত ঘোষ। তাঁর বাড়ি রাজারহাট রেকজোয়ানির মাজেরহাইট এলাকায়। এক মহিলা ও ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্তে রয়েছে ইকোপার্ক থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নিউটাউন ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে নির্জন জায়গায় একটি টোটোর সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় চালককে। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে চিনারপার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই এই ব্যক্তির পরিচয় পাওয়া যায়। বাড়ির লোকদের খবর দেওয়া হলে সুশান্তর বাবা, স্ত্রী ও বোন ইকোপার্ক থানায় যান।
তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, গতকাল এক যুবক তাঁর বাড়িতে যান ফোন নম্বর নিতে। এবং বলেন রাম মন্দির থেকে ইকোপার্ক আসবে বলে রবিবার রাতে তাঁর টোটো গাড়িটি ভাড়া লাগবে। সেই মতো রবিবার রাত সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে বের হন সুশান্ত।
এর পাশাপাশি পরিবারের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে এক মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। জানাজানি হতেই তিনি বাড়ি থেকে চলে যান। ওই মহিলার স্বামী একটি টোটো কেনেন। তার জন্য কয়েক হাজার টাকা ধার দেন সুশান্ত। তিনি ওই টাকা চাইছিলেন। সেই নিয়ে ঝামেলা হয় মহিলার স্বামীর সঙ্গে। পরিবারের অনুমান, ওই টাকা নিয়ে ঝামেলার কারণে খুন করা হয়েছে। লোক ভাড়া করে এই খুন করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে মামনি ও গিরিশকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই খুনের পিছনে কারণ কী, তা জানার চেষ্টা করছে পুলিশ। এর পাশাপাশি আর কেউ জড়িত আছেন কিনা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
নানান খবর

নানান খবর

চোলাই মদ সহ আর্মেনিয়াম ঘাটের কাছ থেকে গ্রেপ্তার এক ব্যক্তি, উদ্ধার ৪৮ লিটার মদ

কলকাতা জাদুঘরে বোমা? বড়সড় হামলার হুমকি দিয়ে ই-মেল, চলছে তল্লাশি

সল্টলেকে হাসপাতালের পাশে দাউদাউ আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, অসুস্থ এক দমকলকর্মী

চারু মার্কেট এলাকায় খুনের ঘটনায় গ্রেপ্তার এক, পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

সব ধর্মের জন্য ‘জান কবুল’, ইদে মমতা মনে করালেন ‘মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ’

খাস কলকাতায় যুবকের অস্বাভাবিক মৃত্যু, চারু মার্কেটের ভাড়াবাড়ি থেকে উদ্ধার নিথর দেহ

কলকাতা পুলিশের জালে দুই মোবাইল ছিনতাইকারী, সিসিটিভি ফুটেজ দেখে পাকড়াও

টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন আয়োজন করছে IncubES 2025 – স্টার্টআপদের জন্য মাইলফলক এক ইভেন্ট

ধর্মতলা থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, গ্রেপ্তার চার জন, ওড়িশা থেকে আনা হয়েছিল পাচারের উদ্দেশ্যে

শহর কলকাতায় ফের বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার, পুলিশের জালে দুই

বিধাননগরে ধৃত কলসেন্টার মালিকের বাড়ি থেকে এবার উদ্ধার ৩.২ কোটির-ও বেশি নগদ! আগেই বাজেয়াপ্ত ৬৭ লাখ

ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা উত্তর কলকাতায়, হাসপাতাল আবাসনে ঝুলন্ত দেহ উদ্ধার, ঘটনার তদন্তের পুলিশ

যাদবপুরের উপাচার্য পদ থেকে অপসারিত ভাস্কর গুপ্ত, মেয়াদ শেষের চারদিন আগেই বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্যপাল

কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের ১৪ ইঞ্জিন

বাড়িতে ডাকাতি করতে সিআইএসএফ জওয়ানদের 'ভাড়া' করলেন গৃহবধূ, আয়কর অফিসার সেজে চলল লুটপাট

কেওড়াতলায় দোকানে আগুন, পুরসভার জলের গাড়িতেই পরিস্থিতি সামাল, ঘটনাস্থলে মন্ত্রী ফিরহাদ হাকিম

ভুয়ো কলসেন্টার খুলে প্রতারণা! সল্টলেক থেকে গ্রেপ্তার তিন জন, উদ্ধার নগদ ৬৭ লক্ষ টাকা