বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৪ মার্চ ২০২৫ ২৩ : ৪৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: রুদ্ধশ্বাস ম্যাচে দুরন্ত জয় দিল্লি ক্যাপিটালসের। সোমবার বিশাখাপত্তনামে লখনউ সুপার জায়ান্টসকে ১ উইকেটে হারাল দিল্লি। তিন বল বাকি থাকতে জয়সূচক রানে পৌঁছে যায় অক্ষর প্যাটেলরা। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে লখনউ। এলএসজির হয়ে অভিষেকে শূন্য করেন ঋষভ পন্থ। রান তাড়া করতে নেমে ১৯.৩ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় দিল্লি। ৬৫ রানে ৫ উইকেট হারায় অক্ষরের দল। ফিরে যান তাবড় তাবড় ব্যাটাররা। এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব ছিল। কিন্তু দিল্লিকে জেতান আশুতোষ শর্মা। ৩১ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাতে ছিল ৫টি ছয় এবং চার। এর আগে পাঞ্জাব কিংসের হয়েও বেশ কয়েকবার জ্বলে উঠেছেন। এদিন দিল্লিকে অবিশ্বাস্য জয় উপহার দিলেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন ট্রিস্টান স্টাবস (৩৪) এবং বিপরাজ নিগম (৩৯)। আট নম্বরে নেমে মাত্র ১৫ বলে ঝোড়ো ৩৯ রান করেন বিপরাজ। দিল্লিকে জিতিয়ে ম্যাচের সেরা আশুতোষ শর্মা।
টসে জিতে লখনউকে ব্যাট করতে পাঠায় দিল্লি। সুবিধা করতে পারেনি আইডেন মার্করাম। দ্বিতীয় উইকেটে ৮৭ রান যোগ করেন মিচেল মার্শ এবং নিকোলাস পুরান। দু'জনেই বিধ্বংসী ইনিংস খেলেন। ৩৬ বলে ৭২ করেন মার্শ। ৩০ বলে ৭৫ রান করেন পুরান। দু'জনের ব্যাটে ভর করে দুশোর গণ্ডি পেরোয় লখনউ। শেষদিকে গুরুত্বপূর্ণ ২৭ রান যোগ করেন ডেভিড মিলার। তবে ম্যাচের অন্যতম উল্লেখযোগ্য বিষয় হল, ২৭ কোটির ঋষভ পন্থ ফেরেন শূন্যতে। রানের খাতা খুলতে পারেনি লখনউয়ের অধিনায়ক। তিন উইকেট নেন মিচেল স্টার্ক, জোড়া উইকেট কুলদীপ যাদবের। রান তাড়া করতে নেমে ফ্লপ দিল্লির টপ অর্ডার। একমাত্র ২৯ রান করেন ফাফ ডু'প্লেসি। পাঁচে নেমে ২২ করেন অক্ষর প্যাটেল। ৬৫ রানে ৫ উইকেট হারায় দিল্লি। এই জায়গা থেকে প্রত্যাবর্তন কেউ কল্পনা করতে পারেনি। কিন্তু দিল্লিকে জেতায় লোয়ার অর্ডার। ছয়, সাত এবং আট নম্বরে নেমে যথাক্রমে রান পান ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা এবং বিপরাজ নিগম। তারমধ্যে নায়ক আশুতোষ। স্নায়ু ধরে রেখে শেষপর্যন্ত উইকেটে থেকে দলকে অবিশ্বাস্য জয় উপহার দেন।
নানান খবর
নানান খবর

নাইটদের কোচ-মেন্টরের মধ্যে মতানৈক্য? ইডেনের পিচ নিয়ে নাটক চরমে

পন্থকে নিয়ে চূড়ান্ত হতাশ, আগাম আশঙ্কাবাণী প্রাক্তন ভারতীয় তারকার

ছাড়পত্র পেলেন সঞ্জু, উইকেটকিপার হিসেবে ফিরছেন রাজস্থানের অধিনায়ক

মুম্বই ছাড়ছেন যশস্বী, কোন রাজ্যের হয়ে খেলতে দেখা যাবে ভারতীয় তারকাকে?

ভূমিকা বদলালেও, বদলায়নি মাইন্ডসেট! মুম্বইয়ে নতুন ভূমিকা নিয়ে কী বললেন রোহিত?

ব্যাটে রান নেই, ফের হার! পাঞ্জাব ম্যাচের পর পন্থকে ট্রোল সানির

দুই সর্বোচ্চ দামির লড়াইয়ে জয় শ্রেয়সের, লখনউকে উড়িয়ে দিল পাঞ্জাব

আবার ব্যর্থ ২৭ কোটির পন্থ, টি-২০ ক্রিকেটের সেরা বোলারকে পিটিয়ে ছাতু

অনিকেত ভার্মা, বিপ্রজদের যাওয়ার কথা ছিল সিএসকে-তে! স্কাউট সদস্যের মন্তব্যে চাঞ্চল্য

রোহিত-বিরাটদের এলিট ক্লাবে প্রবেশ করলেন সূর্য, ছুঁলেন আরও একটি মাইলস্টোন

মধ্যাহ্নভোজ করেননি, অভিষেকের টেনশনে শুধুমাত্র একটি কলা খান ম্যাচের নায়ক অশ্বিনী

আইপিএলের ইতিহাসে ভারতীয় বোলার হিসেবে অভিষেকে চার উইকেটের রেকর্ড, কে এই অশ্বিনী কুমার?

আবার রেকর্ডবুকে, আইপিএলের প্রথম ওভারে সর্বোচ্চ উইকেটের মালিক বোল্ট

দিল্লির কাছে হারের পর সানরাইজার্সকে তুলোধোনা ভারতের প্রাক্তনীর

দ্রাবিড়ের এক ফোনেই চাঙ্গা, দ্বিগুণ মনোবল বাড়ে রানার