রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | Mamata Banerjee: সবাইকে নিয়ে চলতে হবে: মমতা

Kaushik Roy | ১৮ ডিসেম্বর ২০২৩ ১৪ : ৪৮Kaushik Roy


বীরেন ভট্টাচার্য: "ইন্ডিয়া" জোটের বৈঠকের আগে উদার এবং সবাইকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি। আজ বিকেল সাড়ে ৩টে নাগাদ দিল্লিতে সাংবাদিক, সম্পাদকদের সঙ্গে আলাপচারিতা সারেন তিনি। সেখানেই বিভিন্ন প্রশ্নের জবাবে তৃণমূলনেত্রী জানান, কারও সঙ্গেই কাজ করতে তাঁর কোনও সমস্যা নেই। দেশ, সংবিধান এবং গণতন্ত্রকে বাঁচাতে একসঙ্গে চলার বার্তা দিলেন মমতা। এদিন সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে অত্যন্ত খোশ মেজাজে ছিলেন তিনি। সবার সব প্রশ্নের জবাব দেন তৃণমূলনেত্রী। তবে কোনওরকম সিদ্ধান্ত বা চূড়ান্ত মত না দিয়ে জানালেন, প্রতিটি দলের পৃথক মত এবং নীতি রয়েছে। সমস্ত কিছুই আলোচনার মাধ্যমে স্থির হবে বলে জানান তিনি। বিজেপি সরকারের বিরুদ্ধে ইঞ্চি ইঞ্চিতে লড়াইয়ের জন্য প্রস্তুত বলে বলেন মমতা। সোনিয়া গান্ধী যতটা সম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। তাঁর কথায়, যে কমজোরি রয়েছে, তা সবাই একসঙ্গে কাজ করলে ঠিক হয়ে যাবে। মমতার কথায়, হিন্দি বলয়ে বিজেপি শক্তিশালী নয়, ইন্ডিয়া দুর্বল।

তৃণমূল নেত্রী বলেন, " আমি মনে করি, সবাই একসঙ্গে থাকবে। আগামীকাল আলোচনার আরও সুযোগ রয়েছে। আলোচনা না করে আমি নিজের মত অন্যের ওপর চাপিয়ে দিতে পারি না।" তাঁর মতে, প্রত্যেক ভুল থেকে মানুষ কিছু না কিছু শিখতে পারে। এরকমভাবেই ৫ রাজ্যের ভোটের ফলাফল থেকে শুধুমাত্র কংগ্রেস নয় সমগ্র ইন্ডিয়া জোটই শিক্ষা নিয়েছে বলে মন্তব্য করেন মমতা। সময় যতই এগিয়ে আসছে ততই রাজ্যভিত্তিক জোট নিয়ে আলোচনা, চর্চা চলছে জোরকদমে। বাংলায় বাম, কংগ্রেস, তৃণমূলের জোট সম্ভব কিনা, সে প্রসঙ্গে প্রশ্নের জবাবে মমতা বলেছেন, "প্রথমে এরজন্য মানসিক প্রস্তুতি প্রয়োজন। নীতিগতভাবে রাজি হতে হবে আগে। হয়ত একটি বা দুটি রাজনৈতিক দল রাজি নাও হতে পারে। তবে যদি বেশিরভাগ রাজনৈতিক দল আসন ভাগাভাগিতে রাজি হয়ে যায়, তাহলে বাকিরাও এমনিতেই একসঙ্গে চলে আসবে।" বামেদের প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, "আমার কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। প্রত্যেকের আদর্শ পৃথক। তারা বিজেপির হয়ে কাজ করছে। তারপরেও আমার তাদের বিরুদ্ধে প্রতিহিংসা নেই। আমি সবার সঙ্গেই কাজ করতে পারি। তবে কারও যদি সমস্যা থাকে, আমার কাছে তো তার কোনও প্রতিকার নেই।" তাঁর কথায়, কারও এজেন্সির সমস্যা রয়েছে, কারও আঞ্চলিক রাজনীতির সমস্যা রয়েছে। তিনি বলেন, "তবে সবাই একসঙ্গে থাকবে। ইন্ডিয়া জোট শক্তিশালী রয়েছে।" ইন্ডিয়া জোটের নেতারা সবাই এক ছাতার তলায় রয়েছেন বলে জানিয়েছেন মমতা। তিনি আরও বলেন, "জোটের ফর্মূলা স্থির হয়ে গেলে বিজেপির বিকল্প নীতি তুলে ধরা হবে। কারণ, এটা দেশের ব্যাপার। ইস্তাহারে তার উল্লেখ তো থাকেই।" একসঙ্গে প্রচার, অর্থাৎ রাজ্যে অন্য নেতারা প্রচারে এলেও তিনি রাজি বলে জানিয়েছেন মমতা। উত্তর-পূর্ব নিয়ে ইন্ডিয়া জোটের পৃথক ভাবনাচিন্তা থাকবে বলে জানিয়েছেন তিনি।

ইন্ডিয়া জোটের লোকসভা নির্বাচনের সমস্ত কিছু চূড়ান্ত হতে ধৈর্য ধরার পরামর্শ দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, "না হওয়ার থেকে দেরিতে হওয়া ভাল, অর্থাৎ বেটার লেট, দ্যান নেভার।" মমতা বলেন, "আমরা উৎসবের মরশুমে ব্যস্ত ছিলাম। অন্যান্য রাজ্যও তাদের নিজস্ব কাজে ব্যস্ত ছিল।" তৃণমূল নেত্রী জানান, তৃণমূল প্রধানমন্ত্রীর দৌড়ে নেই। এ ব্যাপারে ইন্ডিয়া জোট আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। ৫ রাজ্যের ভোটে কংগ্রেসের দখলে গিয়েছে শুধুমাত্র তেলেঙ্গানা। অন্যদিকে গোবলয়. বা হিন্দি বলয়ে জিতেছে বিজেপি। সে প্রসঙ্গে মমতা বলেছেন, "আমার কাছে হিন্দি বলয়, বাংলা বলয়, গো বলয়, দক্ষিণ বা উত্তর বলে কিছু নেই। আমরা সবাই এই দেশের বাসিন্দা। আমরা সবাই ভারতীয়।" ইন্ডিয়া জোট সম্পর্কে তিনি বলেন, "আগামিকাল বৈঠকের পরেই এই বিষয়টি স্থির করা হবে। এখনও তো শিশুর জন্মই হয়নি। তার আগে কীভাবে মন্তব্য করা যায়।" বিএসপি নেত্রী মায়াবতীর ইন্ডিয়া জোটে অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন, "তিনি আসবেন না। তাঁর সমস্যা রয়েছে। এখনও তো কোনও বৈঠকে আসনেননি। যদি কারও ইচ্ছা না থাকে, আমি কী করতে পারি। তিনি যদি চান, যোগ দিতে পারেন। এ ব্যাপারে আমি কী করতে পারি?" একইসঙ্গে মল্লিকার্জুন খাড়গেকে ভাল মানুষ বলে মন্তব্য করেন তিনি।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বৃদ্ধার শেষযাত্রায় ডিজে বাজিয়ে উদ্দাম নাচ, শোক ভুলে উদযাপনেই মাতল গোটা পরিবার! ...

শৌচাগার আচমকা বেজে উঠল ফোন, ঘুরে তাকাতেই মহিলা দেখলেন ভিডিও চলছে! তারপর......

প্রেমিকের প্রতিই বেশি টান! কাঁদতে কাঁদতে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী, 'ভালবাসা'র নজিরে হতবাক সকলে ...

প্রেমিকাকে হোটেলের চার তলা ছুঁড়ে ফেললেন প্রেমিক, ধৃত যুবক, আশঙ্কজনক যুবক...

টাকা ফেরত চেয়ে পরিবারকে হুমকি, বন্ধুর হাতে নৃশংশভাবে খুন হতে হল যুবককে, গ্রেপ্তার তিন...

ভোপালে পরিত্যক্ত গাড়ি থেকে উদ্ধার ৫২ কেজি সোনা, জঙ্গলে মিলল টাকার পাহাড়ও...

ব্যাগভর্তি কয়েনে স্ত্রীকে ২ লক্ষ টাকা খোরপোশ দিলেন ট্যাক্সি চালক! কী বললেন বিচারক?...

দেশে নারী ক্ষমতায়নে বিপ্লব, কত কোটি অ্যাকাউন্ট খুলল ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক...

বিচ্ছেদে এক কোটি খোরপোশ দাবী স্ত্রীর, অতুলের মতো যন্ত্রণায় কাতর  অলোক!...

লক্ষ লক্ষ টাকা খরচ করেও আয় শূন্য! রাগের বশে সব ভিডিও মুছে ফেললেন ইউটিউবার...

রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের, গ্রেপ্তাতার হবেন? ...

পাইলটের ভুলেই সিডিএস বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনা, জানাল সংসদের স্থায়ী কমিটি ...

মাত্র ১৭০০ টাকায় ঘুরুন বৈষ্ণোদেবী, সঙ্গে ফাইভ-স্টারে থাকা-খাওয়া! উৎসবে দারুন অফার IRCTC-র ...

জঙ্গিদের নিশানায় আরএসএস-হিন্দুত্ববাদী সংগঠন! ধৃত বাংলাদেশিদের জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য...

বিড়ি খাওয়া নিয়ে বাসচালকের সঙ্গে কথা কাটাকাটি যাত্রীর, তারপর কী হল? ভাইরাল ভিডিও...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 23