শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | নৈনিতাল লন্ডভন্ড করে এবার কলকাতায় 'বলরাম কান্ড'! জমজমাট গার্গী-রজতাভর নতুন ছবির ঝলক মুক্তি অনুষ্ঠান

Rahul Majumder | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ২৬Soma Majumder


নিজস্ব সংবাদদাতা: পোস্টার মুক্তি পেয়েছিল আগেই। এবার প্রকাশ্যে গার্গী রায়চৌধুরী- রজতাভ দত্ত অভিনীত মজার ছবি 'বলরাম কান্ড'র ঝলক। পরিচালনায় সপ্তাশ্ব বসু। বৃহস্পতিবার কলকাতার একটি বিলাসবহুল রেস্তরাঁয় আয়োজন করা হয়েছিল এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। 

 'বলরাম কান্ড'র কেন্দ্রে রয়েছেন তরঙ্গিনী মুখোপাধ্যায় (গার্গী রায় চৌধুরী) এবং কিশোর সান্যাল (রজতাভ দত্ত), যাঁরা বছর ১২ আগেই নিজেদের বিবাহিত জীবনে দাড়ি টেনেছেন। বর্তমানে তাঁদের মেয়ে অবন্তিকা (ঐশ্বর্য সেন) অল্প বয়সেই বিয়ে করার সিদ্ধান্তে বদ্ধপরিকর। এবং সেই সিদ্ধান্ত যে মেয়ের জীবনে দুঃখকে বাড়ি বয়ে আনার সামিল, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই সেই বিষয়ে নিশ্চিত 'তরঙ্গিনী' এবং 'কিশোর'। মেয়েকে সেই 'বিপদ'-এর নৌকা থেকে পা রাখার থেকে বাঁচাতে দীর্ঘ ১২ বছর পরে ফের এক হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। আর তারপরেই শুরু হয় দমফাটা মজার সব ঘটনা।

গার্গী রায়চৌধুরীর কথায়, " হাসি-মজার ছবি আমার ভীষণ পছন্দের ঘরানা। দর্শক হিসাবে এ ধরনের ছবি দেখার পাশাপাশি অভিনেত্রী হিসাবেও এরকম ছবিতে কাজ করতে বেশ লাগে। 'হামি' করেও খুব আনন্দ পেয়েছিলাম, 'বলরাম কান্ড'-এর ব্যাপারেও একই কথা প্রযোজ্য। এই ছবি দেখে মাথা চুলকে ভাবতে হবে না। যেমন রঙিন, তেমন মিষ্টি এর স্বাদ। তার উপরে নৈনিতালের নৈসর্গিক দৃশ্য দিয়ে যত্ন করে মোড়া এই ছবি। দর্শক যে 'বলরাম কান্ড' দেখে অনাবিল আনন্দ পাবে, তা হলফ করে বলতে পারি।" কথা শেষে অভিনেত্রীর সংযোজন, " নৈনিতাল লন্ডভন্ড করে শেষমেশ কোন 'বলরাম কান্ড' ঘটেছে, তা দেখলে মন ফুরফুরে হবেই দর্শকের। হৃষিকেশ মুখোপাধ্যায়ের ছবি দেখে যেমন আমাদের আজও ভাল লাগে, এ ছবিও তেমনই সুখ জাগানিয়া হবে বলেই আমার বিশ্বাস।"

রজতাভ দত্ত নিজস্ব ছন্দে জানালেন, এই ছবিতে যদি তিনি নিজে অভিনয় না করতেন, তবু দর্শক হিসাবে দেখতেন। " অনেকেই বলেন একটা ভাল হাসির ছবি নাকি বাংলায় দেখা যায় না। আশা করছি, 'বলরাম কান্ড' সেই অভাব মেটাবে। চমৎকার গল্প। জোর করে কাতুকুতু দিয়ে হাসানো নেই এতে। ঝলকে ছোট্ট করে যা দেখানো হল, তাতে তো ছবির সব আবেগ বোঝানো সম্ভব নয়...তবে এটুকু বলতে পারি এ ছবি হাসানোর পাশাপাশি ভাবাবেও। আবেগের তারগুলোতেও তরঙ্গ তুলবে। আশা করি, এই ছবি দেখে অন্যদেরও দেখতে বলতে ইচ্ছে করবে।"  

পরিচালক সপ্তাশ্ব বসু বললেন, " চেয়েছি এমন ছবি বানাতে যা আক্ষরিক অর্থেই পারিবারিক। বাবা-মাকে সঙ্গে নিয়ে ছেলেমেয়েরা দেখতে পারবে। যা তাদের হাসানোর সঙ্গে সঙ্গে ভাবাবেও। 'বলরাম কান্ড'-এ গম্ভীর বিষয়কে মজার কম্বলের তলায় চাপা দিয়ে হাজির করা হয়েছে। তার মানে মোটেই এই নয় যে এই ছবি শুধুই হাসাবে। সম্পর্কের সমাজের বেশ কিছু দিকের কথা তুলে ধরা হয়েছে 'বলরাম কান্ড'-এ। যেমন , বাবা-মায়ের এমন সন্তানের প্রতি দায়িত্ব রয়েছে, ঠিক তেমন সন্তানেরও কিন্তু বাবা-মায়ের প্রতি কিছু দায়িত্ব থেকে যায়। আর এই কথাগুলো কিন্তু জ্ঞান হিসাবে একেবারেই পেশ করা হয়নি। মজার মোড়কে হাজির করা হয়েছে। "

প্রসঙ্গত, 'বলরাম কান্ড' প্রথম বাংলা ছবি যার সিংহভাগ শুটিং সারা হয়েছে নৈনিতালে। ছবির গল্প লিখেছেন অপালা চৌধুরী ও চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অর্ণব ভৌমিক। ছবির প্রযোজনার দায়িত্ব যৌথভাবে সামলেছে গোল্ডেন ক্রিসেন্ট ফিল্মস, সাই ভিগ্নেশ ফিল্মস ও প্ল্যাটিনাম পিকচার্স। ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেছেন গার্গী রায় চৌধুরী, রজতাভ দত্ত। পাশাপাশি গুরুত্বপূর্ণ সব ভূমিকায় দেখা যাবে ঐশ্বর্য সেন, আর্য দাশগুপ্ত, অপ্রতিম চট্টোপাধ্যায়, প্রসূন সাহা ও অর্পিতা রায়। দোলের আবহে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।


BalaramkandoGargeeRoychowdhuryrajatavaduttaalaramkandotrailerlaunch

নানান খবর

নানান খবর

অস্ত্র হাতে রাজকুমার, গর্জে উঠছেন প্রসেনজিৎ— আসছে ‘মালিক’!

পেট ভরে মাংস খাওয়ানোর পর প্রযোজককে দিয়ে থালা মাজিয়েছিলেন নানা পাটেকর! জানেন সেই ঘটনা?

ঘোর বিপত্তি 'রাজা শিবাজী'র শুটিং ফ্লোরে! রিতেশের চোখের সামনে নদীতে তলিয়ে গেলেন কোরিওগ্রাফার 

এআর রহমানকে সাধারণ বিদ্যুৎকর্মী ভেবে নিয়েছিলেন কাশ্মীরি মেয়েরা! কিন্তু কেন?

ছাত্র, শিল্পী, ব্যবসায়ী না খুনি: ‘দ্য একেন’-এ একেকজন একেক রঙে রাঙানো, কিন্তু কেউই সাদা নয়!

কোনও ছবির প্রিমিয়ারে আর যাবেন না স্বস্তিকা মুখোপাধ্যায়! কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

‘ও আমাকে ডুবিয়ে দিতে চেয়েছিল’, বরুণের জন্মদিনে বিরাট অভিযোগ পুজা হেগড়ের, দেখালেন হাতেগরম প্রমাণও!

জুয়ার রাজপথে বিজয় বর্মা! শেষ হল ‘মটকা কিং’-এর শুটিং, অভিনব কায়দায় ঘোষণা অভিনেতার

‘সীতা’ হতে চেয়েছিলেন ‘কেজিএফ’ নায়িকা! দিয়েছিলেন অডিশনও, তবু কীভাবে সেই চরিত্রে সুযোগ পেলেন সাই পল্লবী?

অভিনয়ে ফিরলেন মুনমুন সেন, সুস্মিতার সঙ্গে জুটিতে কোন গল্পে দেখা যাবে অভিনেত্রীকে?

নরক হয়ে উঠছে কাশ্মীর, আর সহ্য করা যায় না: সলমন খান

পহেলগাঁও কাণ্ডের রেশে বিপাকে ফাওয়াদ খান, আটকে যাচ্ছে পাকিস্তানি অভিনেতার ‘আবির গুলাল’-এর মুক্তি?

স্বামীর নিথর দেহের পাশে বসে স্ত্রী, পহেলগাঁও-এর ঘটনায় ঘিবলি ছবি পোস্ট দর্শনার, ট্রোলিংয়ের শিকার হতেই কী বললেন অভিনেত্রী?

‘ম্যায়নে প্যায়ার কিয়া ২’-এ নেই সলমন! বরজাতিয়ার ছবিতে কে হচ্ছেন নতুন ‘প্রেম’?

যেখানে ভালবাসা পেয়েছিলাম, সেখানেই আজ মৃত্যু নাচছে…! জঙ্গি হানায় ক্ষতবিক্ষত কাশ্মীর, কেঁদে উঠলেন বিজয়

সোশ্যাল মিডিয়া