আজকাল ওয়েবডেস্ক: ভারতের সর্বোচ্চ সম্মান হল ভারতরত্ন। এই পুরষ্কার হল দেশের মধ্যে সবথেকে সেরা পুরষ্কার। নিজেদের কাজে বিশেষ কৃতিত্বের জন্য ভারত সরকারের পক্ষ থেকে এই পুরষ্কার প্রদান করা হয়ে থাকে। ভারতের রাষ্ট্রপতি এই পুরষ্কার প্রদান করে থাকেন।
তবে অনেকেই জানেন না ভারতরত্ন কী দিয়ে তৈরি করা হয়ে থাকে। এই পুরষ্কারটি কারা তৈরি করে থাকেন সেটাও সকলের কাছে অজানা রয়েছে। যদি কেউ মনে করে থাকেন ভারতরত্ন সোনা বা রূপো দিয়ে তৈরি করা হয় তাহলে তিনি ভুল করবেন। যিনি ভারতরত্ন পেয়ে থাকেন তাকে একটি সার্টিফিকেটও এর সঙ্গে দেওয়া হয়ে থাকে।
ভারতরত্ন তৈরি করা হয় তামা দিয়ে। এটি দৈর্ঘ্যে থাকে ৫.৮ সেমি, প্রস্থ থাকে ৪.৭ সেমি। পিপুল গাছের ছবি থাকে এই পুরষ্কারের সঙ্গে। যে পিপুল গাছের পাতাটি থাকে সেটি তৈরি করা হয় প্ল্যাটিনাম থেকে। এর নিচে লেখা থাকে ভারতরত্ন। সেটি লেখা থাকে হিন্দিতে। এর পিছনে একটি অশোকস্তম্ভ থাকে। তার নিচে লেখা থাকে সত্যমেব জয়তে।
এবার আরও অবাক করা তথ্য দেব সকলকে। গোটা ভারতের মধ্যে কলকাতায় তৈরি হয় এই ভারতরত্ন। এখানকার দক্ষ করিগররা এই সম্মানকে তৈরি করে থাকেন। ১৭৫৭ সাল থেকে কলকাতা মিন্টের পক্ষ থেকে এই ভারতরত্ন তৈরি করা হয়। শুধু এই নয়। পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, পরম বীর চক্র তৈরি করে চলেছে ভারত মিন্ট।
এখান থেকে তৈরি করে এই সম্মানগুলি নিয়ে যাওয়া হল রাজধানীতে। সেখানে এগুলিকে যথাযোগ্য মর্যাদায় দেশের সুযোগ্য সন্তানদের হাতে তুলে দেওয়া হয়।
