আজকাল ওয়েবডেস্ক: অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার রমেশান নিজের বাড়ির গোলমরিচ গাছে উঠেছিলেন। কিন্তু আচমকা গাছের একটি ডাল ভেঙে বড় বিপত্তি ঘটে যায়। ভারসাম্য হারিয়ে বৃদ্ধ গাছের ধারে অবস্থিত কুয়োর মধ্যে পড়ে যান! কুয়োটি প্রায় ৪০ ফুট গভীর, তার মধ্যে প্রায় পাঁচ ফুট জলে ভরা ছিল।

বিষয়টি নজরে পড়ে ৬৪ বছরের রামেসানের স্ত্রী পদ্মমের। স্বামীকে উদ্ধারে তড়িঘড়ি একটি প্লাস্টিকের দড়ি কুয়োয় ফেলেন পদ্মম। কিন্তু কোনও কাজ হয়নি। শেষমেষ আর কোনও উপায় না দেখে ওই গভীর কুয়োয় নিজেই ঝাঁপ মারেন ৫৬ বছরের ওই মহিলা। তার আগে দমকলে খবর দেওয়ার জন্য পদ্মম আত্মীয়দের বলেছিলেন। এই ঘটনা কেরলের পিরাভম পৌরসভার ইলানজিক্কাভিলের।

দেখা যায়, পদ্মম তাঁর স্বামীর সঙ্গে কুয়োর দেয়ালে হেলান দিয়ে কোনওমতে দাঁড়িয়ে রয়েছেন।  এরপরই দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। দড়ি এবং জাল ব্যবহার করে স্বামী-স্ত্রী দু'জনকেই কুয়োর মধ্যে থেকে ওপরে তোলা হয়। এরপর উভয়কেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দেখুন ভিডিও-

 

?ref_src=twsrc%5Etfw">February 6, 2025