আজকাল ওয়েবডেস্ক: নিজের বাড়িতে সিটিটিভি ব্যবহার করা শুরু করেছিলেন। আর সেই কারণেই রেগে কাঁই প্রতিবেশী। লাগাম ছাড়া সেই রাগের কারণেই শেষ পর্যন্ত খুন হয়ে যেতে হল পাঞ্জাবের এক ব্যক্তিকে। বুধবার সকালে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। তবে বিবাদ ও খুনের কারণ শুনে কিছুটা হতবার হয়েছে পুলিশও।
ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ভাটিনগর শহর থেকে ৫০ কিমি দূরে রুপিভাই গ্রামে। সেই গ্রামের দুই বাসিন্দার মধ্যে বিবাদ শুরু হয় একজনের বাড়িতে সিসিটিভি ব্যবহার করা নিয়ে। বছর ৪০-এর সত্যনাম সিং সত্তি বেশ কিছুদিন আগে তাঁর বাড়িতে সিসিটিভি বসান। এতেই আপত্তি জানান প্রতিবেশী। অভিযোগকারী প্রতিবেশী প্রশ্ন তোলেন, ওই সিসিটিভি ব্যবহারের কারণে তাঁর ব্যক্তিগত পরিসরের গোপণীয়তা লঙ্ঘিত হচ্ছে।
মঙ্গলবার রাতে সেই নিয়ে দু'জনের মধ্যে বিবাদ শুরু হয়ে যায়। জানা গিয়েছে , বিবাদ এমন জায়গায় পৌঁছেছিল যে একে অপরের উপর এঁরা গুলি চালাতে শুরু করেন। যার জেরে জখম হয় সত্যনাম সিং সত্তি। এরপর বুধবার সকালে মারা যান তিনি।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে খুন-সহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে।
