শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
AkashDebnath | ১০ মার্চ ২০২৫ ১২ : ১৬Akash Debnath
আকাশ দেবনাথ: ব্যাকগ্রাউন্ডে কিছুটা র্যাপের মতো করে চলছে “মম চিত্তে নিতি নৃত্যে” আর সামনে শিশুর মতো নেচে চলেছেন ‘এমডিএমএ’-তে প্রায় বেহুঁশ দুই নায়িকা। নিজের গানের এহেন অ্যাড্যাপটেশন বোধহয় খোদ রবিগুরুও কল্পনা করেননি। কিন্তু প্রশ্ন হল নিজের গানকে এভাবে দেখে কি ক্ষুব্ধ হতেন তিনি? সম্ভবত না। কারণ এটাই নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘ডাব্বা কার্টেল’-এর ইউএসপি। নেটফ্লিক্সে যাঁরা নিয়মিত নজর রাখেন তাঁদের কাছে কার্টেল শব্দটা অপরিচিত নয়। ‘নারকোস’ থেকে ‘ব্রেকিং ব্যাড’- ড্রাগ বা নারকোটিক্স কেন্দ্রিক বহু ওয়েব সিরিজ রয়েছে নেটফ্লিক্সে, কিন্তু হিতেশ ভাটিয়ার ‘ডাব্বা কার্টেল’ সেগুলির থেকে একেবারেই আলাদা। আলাদা ভারতীয়ত্বে। বরং অন্য একটি ওয়েব সিরিজ ‘সাস বহু আউর ফ্লেমিংগো’তে কিছুটা একই ধরনের প্রেক্ষাপট দেখা গিয়েছিল। বলতে আপত্তি নেই ‘ডাব্বা কার্টেল’ ছাপিয়ে গিয়েছে এই জ্যঁর-এর অন্যান্য যে কোনও ভারতীয় ওয়েব সিরিজকে।
সিরিজের ঘটনা এগোয় মুম্বইয়ের সাধারণ গৃহবধূ রাজি (শালিনী পাণ্ডে), তার বাড়ির কর্মসহায়িকা মালা (নিমিশা সাজায়ান), শাহিদা (অঞ্জলি আনন্দ)-র ছোটখাটো ডাব্বা বা খাবার ডেলিভারির ব্যবসাকে কেন্দ্র করে। কিন্তু ঘটনাক্রমে তিনজন পড়ে এক ড্রাগ পাচারকারীর খপ্পরে। তখনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন রাজির শাশুড়ি শীলা - শাবানা আজ়মি। পরে এই দলে যোগ দেন ব্যর্থ অন্তরপ্রেনর বরুণা (জ্যোতিকা)। আর এখান থেকেই মোড় নেয় গল্প। অল্প কিছু টাকা কমানোর জন্য শুরু করা ব্যবসা কীভাবে মুম্বাইয়ের অন্যতম বড় ‘কার্টেল’ বা গ্যাং হয়ে ওঠে তাঁরই গল্প ‘ডাব্বা কার্টেল’।
এবার আসা যাক সমালোচনায়। ভারতীয় মশলায় যেমন আর যাই হোক মার্কিন ব্রেকফাস্ট বানানো যায় না, তেমনই ভারতে নির্মিত সিরিজে হলিউডি রিয়ালিজম খুঁজতে যাওয়া খুব একটা কাজের কথা নয়। সিরিজটি দেখতে বসে সবার আগে মাথায় রাখতে হবে সে কথা। বলিউডি এই প্রোডাকশনে খুন, জখম, প্রেম, দুর্নীতি, বিশ্বাসঘাত সবই আছে কিন্তু সঙ্গে রয়েছে ঋত্বিকের মতো কয়েক চামচ মেলোড্রামাও। তাই বিদেশি সিরিজের সঙ্গে তুলনা করলে এই সিরিজের প্রতি অবিচার করা হয়। কিছু কিছু ক্ষেত্রে ঘটনা নির্মাণ অতিসরলকৃত লাগতে পারে। তবে টানটান চিত্রনাট্যের কথা ভেবে সেটুকু ক্ষমা করেই দিতে পারেন দর্শক। অধিকাংশ ভারতীয় সিরিজের মতো ঘ্যানঘ্যানে অতিকথন এই সিরিজে নেই। বরং রয়েছে গল্পের সঙ্গে তাল মিলিয়ে প্রতিটি চরিত্রের মানসিক টানাপোড়েন ও জীবনদর্শনের বিবর্তন। প্রতিটি পর্বই শেষ হয় এক একটি ‘ক্লিফ হ্যাঙ্গারে’। অর্থাৎ এর পর কী? শেষ এপিসোড পর্যন্ত বজায় থাকে সেই ধারা। চমৎকার সিনেম্যাটোগ্রাফির সঙ্গে যোগ্য সঙ্গত করে ব্যতিক্রমী আবহসঙ্গীত।
এসবের বাইরেও যে কথাটি না বললেই নয় তা হল- শাবানার ছুরির মতো অভিনয়। বয়স যে তাঁর অভিনয়কে আরও শাণিত করে তুলেছে তার প্রমাণ এই সিরিজ। একমাত্র শাহিদা তথা অঞ্জলি আনন্দ ছাড়া আর সকলেই নিজ নিজ ভূমিকায় যথাযথ। নিজেদের চরিত্রে চূড়ান্ত সফল যীশু সেনগুপ্ত এবং গজরাজ রাও। নিজেকে নতুন করে আর প্রমাণ করার নেই যীশুর। তবু ‘স্ত্রী’ বরুণার সঙ্গে ঝগড়ার মুহূর্তে যেন নিজেকে নিংড়ে দেন তিনি। অন্যদিকে গজরাজ রাওকে দেখলে মনে হবে তাঁকে বোধহয় সত্যিই ঠিকমতো ব্যবহার করতে পারল না বলিউড। খারাপ মেক আপেও গোটা সিরিজ মাতিয়ে দিলেন তিনি। যে ভাবে একবারও ঘাড় না নাড়িয়ে অভিনয় করলেন, তা দেখলে মনে হবে বাস্তবেই ঘাড়ের সমস্যায় ভুগছেন অভিনেতা। তবে এই সিরিজের সবচেয়ে বড় সারপ্রাইজ … নাহ্, এটা না বলাই থাক। তবে এটুকু বলা যায়, যাঁর কথা বলা হচ্ছে তিনি দেখা দেন একেবারে শেষে। এই রূপে তাঁকে আগে দেখা যায়নি। সাপের মতো হিমশীতল অভিনয়ে একজন বিপজ্জনক ড্রাগ লর্ড, আর তার থেকেও বেশি বিপজ্জনক সাইকোপ্যাথের চরিত্রে এই অভিনেতাকে দেখলে চমকে উঠবেন দর্শক।
শুরুতে যেমন রবি ঠাকুরের কথা উঠল, শেষ পাতে তেমনই বলতে হয় উইলিয়াম শেক্সপিয়ারের কথা। শেষ দৃশ্যে রাজি তথা শালিনী পাণ্ডে যেভাবে শাড়ি এবং হাত থেকে রক্ত ধুয়ে ফেলার আপ্রাণ চেষ্টা করতে থাকেন পাগলের মতো, তা যে লেডি ম্যাকবেথের মানসিক বিকার থেকে অনুপ্রাণিত তা আলাদা করে বলে দিতে হয় না। বাথরুমের জলে রক্তের বহমান স্রোত মনে করিয়ে দেয়, “সমগ্র আরবের আরবের সুগন্ধিও পাপবিদ্ধ হাতকে সুরভিত করতে পারে না।” তবে কি নির্মাতারা কোনও নৈতিক অবস্থান নিলেন? উত্তর মেলেনি। সিরিজ শেষ হয়েছে উত্তেজনার মাঝপথে, সেই ক্লিফ হ্যাঙ্গারে। নেটফ্লিক্সের ‘ডাব্বা কার্টেল’ তাই “শেষ হইয়াও হইল না শেষ।”
নানান খবর
নানান খবর

মেগা ধারাবাহিকে টিভির পর্দায় কামব্যাক করছেন শোলাঙ্কি রায়! কোন চ্যানেলে দেখা যাবে ইচ্ছেনদীর 'মেঘলা'কে?

প্রেমিক সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী, কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

Exclusive: 'মঞ্চ অনুষ্ঠানই ব্রেড অ্যান্ড বাটার....,' প্লে-ব্যাকের পরও কেন এমন বললেন মানসী ঘোষ?

স্কটল্যান্ডে কীসের ছক কষছেন বরুণ? ফাঁস হল ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’র গোপন প্ল্যান!

একই ছবিতে হাসাবেনও, কাঁদাবেনও আমির— বক্স অফিসে ঝড় তুলতে কবে আসছে ‘সিতারে জমিন পর’?

‘নো এন্ট্রি ২’তে নতুন ‘এন্ট্রি’ তামান্নার! কবে থেকে শুরু শুটিং, মুক্তি-ই বা কবে পাবে?

‘লোক দেখাই না, কাজ করি’— অভিজিতের তোপের জবাবে মুখ খুলে আর কী বললেন রহমান?

গল্প জমজমাট, চরিত্র হাই-প্রোফাইল, তবু কেন উজ্জ্বল নিকমের বায়োপিক ছেড়ে দিলেন আমির খান?

সলমনের গাড়িতে বিস্ফোরণের হুমকির নেপথ্যে যুবক ধৃত! ‘লরেন্স বিষ্ণোই-স্টাইল’-এ খ্যাতি পাওয়ার চেষ্টা কেন করেছিল সে?

নববর্ষেই ছেলের ছবি প্রকাশ্যে আনলেন রূপসা ও সায়নদীপ! ছোট্ট অগ্নিদেব-কে দেখে কী বলছে নেটপাড়া?

Exclusive: রাপ্পার ছবির পোস্টারে নেই স্রষ্টার নাম, প্রতিবাদে উত্তাল নেটপাড়া! ক্ষুব্ধ সুযোগ বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক রাহুল

Exclusive: ‘বাংলা ক্যালেন্ডার দেখতে পারে?’ প্রবাসী বাঙালিদের বাঙালিয়ানা নিয়ে সোজাসাপ্টা মৈনাক ভৌমিক!

লরেন্স বিষ্ণোই নয়, সলমনকে খুনের হুমকি দিয়েছিল এই ব্যক্তি! পুলিশের খপ্পরে পড়ে কোন সত্যি ফাঁস করল যুবক?

রণবীর সিং-কে কেন প্রেমিক হিসেবে চাননি? অনুষ্কার সোজাসাপ্টা মন্তব্যে উত্তাল বলিপাড়া

সিঁথিতে সিঁদুর দিয়ে নববর্ষের শুভেচ্ছা তন্বীর, রাজদীপের সঙ্গে গোপনে সারলেন বিয়ে? আসল ব্যাপারটা কী?

‘নাদানিয়া’ একেবারে ভাল হয়নি, জমেনি! ইব্রাহিমের ছবি দেখে সোজাসাপ্টা শর্মিলা আর কী বললেন?