রবিবার ২৭ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৮ মার্চ ২০২৫ ২২ : ২০Krishanu Mazumder
মোহনবাগান - ২ (বরিস-আত্মঘাতী, স্টুয়ার্ট)
এফসি গোয়া - ০
সম্পূর্ণা চক্রবর্তী: গ্যালারিতে সবুজ মেরুন রং মশাল। আবির। বাজছে ঢাক-ঢোল। বাঁধনহারা উচ্ছ্বাস। যুবভারতী পুরো মোহনভারতী। ঘরের মাঠে টানা এগারো জয়। যুবভারতীতে অপরাজেয় রেকর্ড রেখে লিগ শিল্ড জিতল মোহনবাগান। আইএসএলে এমন রেকর্ড এই প্রথম। এর আগে আই লিগে টানা দশ ম্যাচ জয়ের রেকর্ড ছিল করিম বেঞ্চারিফা, কিবু ভিকুনার মোহনবাগানের। কিন্তু আইএসএল শুরু হওয়ার পর এই প্রথম। শনিবার গোয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপের শেষ ম্যাচ জিতে লিগ শিল্ড হাতে তুললেন জেমি ম্যাকলারেন, জেসন কামিন্সরা। প্রথম গোল আত্মঘাতী। দ্বিতীয় গোলটি করেন গ্রেগ স্টুয়ার্ট। বাগানের ফুটবলাররা শিল্ড নিতে স্টেজে ওঠার সময় উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি। শিল্ড তুলে দেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। ২৪ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ৫৬। সমসংখ্যক ম্যাচে ৪৮ পয়েন্ট গোয়ার। দ্বিতীয় দলের সঙ্গে আট পয়েন্টের ব্যবধান রেখে জিতল বাগান। লিওনেল মেসি, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ারকে অনুসরণ করলেন শুভাশিস বসু। কার্ডের জন্য এদিনের ম্যাচে ছিলেন না। তবে সবুজ মেরুন জার্সিতে গুটিগুটি পায়ে শিল্ড নিতে এগোন বাগান অধিনায়ক। গমগম করে বাজে মোহনবাগানের থিম সং। সঙ্গে গলা মেলায় সমর্থকরা। চারিদিকে বাজির রোশনাই। ৬১, ৫৯১ দর্শকের আওয়াজে ফেটে পড়ে যুবভারতী। ফুটবলারদের পরিবার তখন মাঠে। দিমি, স্টুয়ার্টদের সঙ্গে সেলিব্রেশনে মাতে তাঁদের ছেলেরা।
'জয় মোহনবাগান। হোম অফ চ্যাম্পিয়ন্স।' শনিবারের যুবভারতী পুরোপুরি মোহন ভারতী। টিফোয় ছড়াছড়ি। গ্যালারিতে হোম অফ চ্যাম্পিয়ন্স প্ল্যাকার্ড, পোস্টারে ভর্তি। শুধু একধরনের নয়, এদিন টিফোয় মুড়ে ছিল সল্টলেক স্টেডিয়াম। দ্য ম্যাগনিফিশিয়েন্ট সেভেন, নিজেকে যে সেরা বলে সেরা সে নয়, দেশ যাকে সেরা বলে, সেরা সেই হয়, উই আর দ্য কিং অফ দ্য জঙ্গল, দিস ইজ আওয়ার জঙ্গল..নানান ধরনের টিফো ছিল। নারীদিবসও ফুটে ওঠে টিফোয়। শাহরুখ খান-গৌরি, বিরাট কোহলি-অনুষ্কা শর্মার সঙ্গে এক ফ্রেমে জায়গা পান মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু এবং তাঁর স্ত্রী কস্তুরী ছেত্রী। লিগ শিল্ড আগেই জিতে নিয়েছে মোহনবাগান। শনি সন্ধেয় জয়ী মোহনবাগান দলের হাতে তুলে দেওয়ার কথা ছিল। সেই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে গ্যালারি ভরায় বাগান ভক্তরা। যুবভারতী হাউজফুল। প্রায় ওড়িশা ম্যাচের সমান। তবে এই ম্যাচটাকে কেন্দ্র করে যেভাবে পারদ চড়েছিল, সেই তুলনায় ফুটবল ম্রিয়মাণ।
মুম্বই ম্যাচের দলে ছ'টি পরিবর্তন করেন হোসে মোলিনা। আইএসএলে প্রথমবার সুযোগ পান ধীরজ সিং। প্রথম একাদশে ফেরেন গ্রেগ স্টুয়ার্ট। কিন্তু প্রথমার্ধে ম্যাচ মূলত মাঝমাঠেই ঘোরাফেরা করে। অবশ্য বেশ কয়েকবার বিপক্ষের বক্সে প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন পেত্রাতোস, মনবীর, স্টুয়ার্টরা। কিন্তু গোয়ার রক্ষণের ঢাল ছিলেন সন্দেশ ঝিঙ্গন। মাঝমাঠে বাগানের প্রাক্তন মিডিও কার্ল ম্যাকহিউ গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। প্রথমার্ধে গোয়ার একমাত্র সুযোগ ১৭ মিনিটে। বোরহার পাস থেকে বাইরে মারেন ইকের গুয়ারোতসেনা। এছাড়াও উদান্তর একটি শট রোখেন ধীরজ। প্রথমার্ধের শেষে এগিয়ে যেতে পারত মোহনবাগান। কিন্তু বল দিমিত্রির হাতে লাগায় মনবীরের গোল বাতিল করে দেওয়া হয়। প্রথমে গোল দিয়েছিলেন রেফারি রাহুল গুপ্ত। সেলিব্রেশনও শুরু করে দেন মনবীররা। কিন্তু প্রতিবাদ জানায় গোয়ার ফুটবলাররা। চতুর্থ রেফারি হরিশ কুন্ডুর সঙ্গে আলোচনা করে গোল বাতিল করা হয়। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৬২ মিনিটে গোয়ার ভুলে এগিয়ে যায় মোহনবাগান। টম অ্যালড্রেডের লং বল ক্লিয়ার করতে গিয়ে ব্যাক হেডে নিজেদের গোলেই ঢুকিয়ে দেন বরিস সিং। আত্মঘাতী গোল। দ্বিতীয়ার্ধে গোলের পর বাগানের আক্রমণের ঝাঁঝ বাড়ে। দিমির পরিবর্তে কামিন্সকে নামানোর পর বেশ কয়েকটা সুযোগ তৈরি হয়। শেষপর্যন্ত অজি তারকার পাস থেকেই গোল। ম্যাচের ৯০+৪ মিনিটে কামিন্সের পাস থেকে গোল করে ২-০ করেন গ্রেগ স্টুয়ার্ট। ঘরের মাঠে প্রথম পর্বে মুম্বই ম্যাচ ড্র করা ছাড়া বাকি সব জয়।
নানান খবর

নানান খবর

ঝড়-বৃষ্টিতে পরিত্যক্ত কলকাতা-পাঞ্জাব ম্যাচ, এক পয়েন্ট করে পেল দুই দল

পাঞ্জাব ঝড়ের পরে কলকাতায় ঝড়ের সঙ্গী বৃষ্টি, ইডেনে বন্ধ খেলা

ইডেনে প্রিয়াংশ-প্রভসিমরন ঝড়, নাইটদের পাহাড় প্রমাণ রানের টার্গেট দিল পাঞ্জাব

১৪ বছরের বৈভবের জন্য শাস্ত্রীয় বচন! মেনে চললে উন্নতি হবেই

'তুই আমার মতো খেলতে পারবি না', রোহিতের মুখে আচমকাই এমন কথা কেন?

জাঁকজমক উদ্বোধন কন্যাশ্রী কাপের, বড় জয় দিয়ে শুরু করল ইস্টবেঙ্গল

নিজেদের আন্ডারডগ ভাবতে হচ্ছে শেষে? কোপা দেল রে ফাইনালের আগে বার্সাকেই এগিয়ে রাখছেন অ্যান্সেলত্তি

পহেলগাঁও হামলার পর আইসিসি ট্রফিতেও আর পাকিস্তানের সঙ্গে খেলতে চায় না ভারত! এল বড় আপডেট

নাদিমকে ভারতে আমন্ত্রণ জানানোয় নীরজের দেশপ্রেম নিয়েই প্রশ্ন, মুখ খুললেন অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার

কোহলি টি-টোয়েন্টি ছাড়লেও টি-টোয়েন্টি তাঁকে ছাড়েনি, রাজস্থানের বিরুদ্ধে ঐতিহাসিক কীর্তি তারকা ব্যাটারের

৪৮ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে পাকিস্তান, পিএসএলে ভারতীয় কর্মীদের কড়া বার্তা

বড়সড় ধাক্কা খেল পিএসএল! ভারতে বন্ধ স্ট্রিমিং, বাটি হাতে বসার মতো অবস্থা হতে চলেছে পিসিবির

'মৃত্যু চাইছিলাম,' হঠাৎ কেন এমন বললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক?

আবার ব্যান? আইপিএলের মধ্যেই বিস্ফোরক অভিযোগ উঠল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে

ব্যাটেই লাগেনি বল, অথচ ডাগ আউটের দিকে হাঁটা লাগালেন ঈশান কিষান, দেখুন ভিডিও

আইপিএলের জন্য ছাড়তে পারেন পিএসএল, আগামী বছরের দিকে তাকিয়ে পাক তারকা

মায়োরকার গোল লক্ষ্য করে ৪০টি শট নিয়ে বার্সা জিতল মাত্র ১ গোলে

ফুটবল মাঠ কাড়ল তরুণ-তাজা প্রাণ, গা ঘামানোর সময়ে মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু ফুটবলারের

'আসুন সবাই শান্তি ও মানবতার পক্ষে দাঁড়াই', পহেলগাঁওয়ে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন হার্দিক-কামিন্সদের