শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Mohun Bagan wins League Shield with record eleventh consecutive home win

খেলা | ঘরের মাঠে টানা এগারো, রেকর্ড জয়ে লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান

Sampurna Chakraborty | ০৮ মার্চ ২০২৫ ২২ : ২০Krishanu Mazumder


মোহনবাগান - ২ (বরিস‌-আত্মঘাতী, স্টুয়ার্ট)

এফসি গোয়া - ০

সম্পূর্ণা চক্রবর্তী: গ্যালারিতে সবুজ মেরুন রং মশাল। আবির। বাজছে ঢাক-ঢোল। বাঁধনহারা উচ্ছ্বাস। যুবভারতী পুরো মোহনভারতী। ঘরের মাঠে টানা এগারো জয়। যুবভারতীতে অপরাজেয় রেকর্ড রেখে লিগ শিল্ড জিতল মোহনবাগান। আইএসএলে এমন রেকর্ড এই প্রথম। এর আগে আই লিগে টানা দশ ম্যাচ জয়ের রেকর্ড ছিল করিম বেঞ্চারিফা, কিবু ভিকুনার মোহনবাগানের। কিন্তু আইএসএল‌‌ শুরু হওয়ার পর এই প্রথম। শনিবার গোয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপের শেষ ম্যাচ জিতে লিগ শিল্ড হাতে তুললেন জেমি ম্যাকলারেন,‌ জেসন কামিন্সরা। প্রথম গোল আত্মঘাতী। দ্বিতীয় গোলটি করেন গ্রেগ স্টুয়ার্ট। বাগানের ফুটবলাররা শিল্ড নিতে স্টেজে ওঠার সময় উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি। শিল্ড তুলে দেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। ২৪ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ৫৬। সমসংখ্যক ম্যাচে ৪৮ পয়েন্ট গোয়ার। দ্বিতীয় দলের সঙ্গে আট পয়েন্টের ব্যবধান রেখে জিতল বাগান। লিওনেল মেসি, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ারকে অনুসরণ করলেন শুভাশিস বসু। কার্ডের জন্য এদিনের ম্যাচে ছিলেন না। তবে সবুজ মেরুন জার্সিতে গুটিগুটি পায়ে শিল্ড নিতে এগোন‌ বাগান অধিনায়ক। গমগম করে বাজে মোহনবাগানের থিম সং। সঙ্গে গলা মেলায় সমর্থকরা। চারিদিকে বাজির রোশনাই। ৬১, ৫৯১ দর্শকের আওয়াজে ফেটে পড়ে যুবভারতী। ফুটবলারদের পরিবার তখন মাঠে। দিমি, স্টুয়ার্টদের সঙ্গে সেলিব্রেশনে মাতে‌ তাঁদের ছেলেরা।

'জয় মোহনবাগান। হোম অফ চ্যাম্পিয়ন্স।' শনিবারের যুবভারতী পুরোপুরি মোহন ভারতী।‌ টিফোয় ছড়াছড়ি। গ্যালারিতে হোম অফ চ্যাম্পিয়ন্স প্ল্যাকার্ড, পোস্টারে ভর্তি। শুধু একধরনের নয়, এদিন টিফোয় মুড়ে ছিল সল্টলেক স্টেডিয়াম। দ্য ম্যাগনিফিশিয়েন্ট সেভেন, নিজেকে যে সেরা বলে সেরা সে নয়, দেশ যাকে সেরা বলে, সেরা সেই হয়, উই আর দ্য কিং অফ দ্য জঙ্গল, দিস ইজ আওয়ার জঙ্গল..নানান‌ ধরনের টিফো ছিল। নারীদিবসও ফুটে ওঠে টিফোয়। শাহরুখ খান-গৌরি, বিরাট কোহলি-অনুষ্কা শর্মার সঙ্গে এক ফ্রেমে জায়গা পান মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু এবং তাঁর স্ত্রী কস্তুরী ছেত্রী‌। লিগ শিল্ড আগেই জিতে নিয়েছে মোহনবাগান। শনি সন্ধেয় জয়ী মোহনবাগান দলের হাতে তুলে দেওয়ার কথা ছিল। সেই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে গ্যালারি ভরায় বাগান ভক্তরা। যুবভারতী হাউজফুল। প্রায় ওড়িশা ম্যাচের সমান। তবে এই ম্যাচটাকে কেন্দ্র করে যেভাবে পারদ চড়েছিল, সেই তুলনায় ফুটবল ম্রিয়মাণ। 

মুম্বই ম্যাচের দলে ছ'টি পরিবর্তন করেন হোসে মোলিনা। আইএসএলে প্রথমবার সুযোগ পান ধীরজ সিং। প্রথম একাদশে ফেরেন গ্রেগ স্টুয়ার্ট। কিন্তু প্রথমার্ধে ম্যাচ মূলত মাঝমাঠেই ঘোরাফেরা করে। অবশ্য বেশ কয়েকবার বিপক্ষের বক্সে প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন পেত্রাতোস, মনবীর, স্টুয়ার্টরা।‌ কিন্তু গোয়ার রক্ষণের ঢাল ছিলেন সন্দেশ ঝিঙ্গন। মাঝমাঠে বাগানের প্রাক্তন মিডিও কার্ল ম্যাকহিউ গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। প্রথমার্ধে গোয়ার একমাত্র সুযোগ ১৭ মিনিটে। বোরহার পাস থেকে বাইরে মারেন ইকের গুয়ারোতসেনা। এছাড়াও উদান্তর একটি শট রোখেন ধীরজ‌। প্রথমার্ধের শেষে এগিয়ে যেতে পারত মোহনবাগান। কিন্তু বল দিমিত্রির হাতে লাগায় মনবীরের গোল বাতিল করে দেওয়া হয়। প্রথমে গোল দিয়েছিলেন রেফারি রাহুল গুপ্ত। সেলিব্রেশনও শুরু করে দেন মনবীররা‌। কিন্তু প্রতিবাদ জানায় গোয়ার ফুটবলাররা। চতুর্থ রেফারি হরিশ কুন্ডুর সঙ্গে আলোচনা করে গোল বাতিল করা হয়। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৬২ মিনিটে গোয়ার ভুলে এগিয়ে যায় মোহনবাগান। টম অ্যালড্রেডের লং বল ক্লিয়ার করতে গিয়ে ব্যাক হেডে নিজেদের গোলেই ঢুকিয়ে দেন বরিস সিং। আত্মঘাতী গোল। দ্বিতীয়ার্ধে গোলের পর বাগানের আক্রমণের ঝাঁঝ বাড়ে। দিমির পরিবর্তে কামিন্সকে নামানোর পর বেশ কয়েকটা সুযোগ তৈরি হয়। শেষপর্যন্ত অজি তারকার পাস থেকেই গোল। ম্যাচের ৯০+৪ মিনিটে কামিন্সের পাস থেকে গোল করে ২-০ করেন গ্রেগ স্টুয়ার্ট। ঘরের মাঠে প্রথম পর্বে মুম্বই ম্যাচ ড্র করা ছাড়া বাকি সব জয়।


MohunBagan LeagueShieldISL

নানান খবর

নানান খবর

সানরাইজার্সকে উড়িয়ে বিরল নজির গড়ে ফেলল কেকেআর, এই রেকর্ড মুম্বই বা চেন্নাইয়েরও নেই 

আইপিএলে কেমন খেলছেন ভারতীয়রা?‌ গেইল দিলেন পয়েন্ট, শীর্ষে কোন তারকা জানুন 

ফাইনাল নিয়ে আত্মবিশ্বাসী, ঘরের মাঠে আরও ভাল খেলার প্রতিশ্রুতি মোলিনার

তীব্র সমালোচনার মাঝেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে বসে গেলেন পিসিবি হেড মহসিন নকভি

যশস্বীর মুম্বই ছাড়া নিয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, এবার যা সামনে এল চমকে যাবেন

জাভি হার্নান্দেজের শেষ মুহূর্তের গোল, জামশেদপুরে হেরে কামব্যাকের আশায় কলকাতা ফিরছে মোহনবাগান

উঠে দাঁড়ানোর মতো পায়ের জোর নেই পাকিস্তানের! নিউ জিল্যান্ডে গিয়ে বিধ্বস্ত হওয়ার পর বলছেন প্রাক্তনরা

কেমন আছে বিরাটের আঙুলের চোট? মুম্বইয়ের বিরুদ্ধে পাওয়া যাবে তাঁকে? আরসিবি কোচ দিলেন বড় আপডেট

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন তারকা ক্রিকেটার, কবে ফিরবেন জানা নেই?

ভারত এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবেন রোহিতরা, কোথায় হবে সেই খেলা?

ভরা আইপিএলের মাঝেই মুম্বইয়ের মালকিন হলেন সারা, যদি ভাবেন ক্রিকেট দল কিনেছেন তাহলে ভুল ভাবছেন

রাবাদা না খেলায় এসে যায় সুযোগ, বল হাতে তুলে নিলেন কোহলির উইকেট, কে এই আর্শাদ খান?

কেকেআরের খেতাব জয়ের পিছনে বড় অবদান, সেই দামি তারকার হয়ে নাইটদের খোঁচা দিলেন গাভাসকর

একই মরশুমে মুকুটে জোড়া পালক জুড়তে চান গ্রেগ স্টুয়ার্ট, সেমিফাইনালের আগে জানালেন তাঁর ইচ্ছা

ভারতের হোম সিরিজের সূচি ঘোষিত, প্রথমবার বর্ষাপাড়ায় হবে টেস্ট ম্যাচ

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া