মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Poster slapped against BJP district president alleging his nepotism

রাজ্য | টাকার বিনিময়ে দলের পদ বিক্রি, বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার, কার্যালয়ে তালা

AD | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ১২Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: টাকা নিয়ে দলীয় পদ বিক্রি করছেন বিজেপির জেলা সভাপতি। শনিবার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় দলীয় কার্যালয়ে এমনই পোস্টার পড়েছে। শুধু তাই নয়, কার্যালয়ে তালাও ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও বিজেপি নেতৃত্বে দাবি, তৃণমূল ষড়যন্ত্র করে ওই পোস্টার ঝুলিয়েছে। শাসকদল অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে সম্প্রতি এক ব্যবসায়ী বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছেও চিঠি লিখেছেন। 

অল্প ক'দিন আগে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার বিভিন্ন মণ্ডলের সভাপতি নির্বাচন হয়েছে। বাদুড়িয়া শহর মণ্ডলের সভাপতি করা হয়েছে বিশ্বজিৎ পালকে। তারপর থেকে দলীয় কোন্দল ছড়িয়ে পড়েছে। শনিবার সকালে দেখা যায়, বিজেপির বাদুড়িয়া শহর কার্যালয়ে তালা ঝোলানো রয়েছে। আর দরজার ওপরে বেশ কয়েকটি ছাপানো পোস্টার মারা রয়েছে। তাতে লেখা রয়েছে, দলের জেলা সভাপতি তাপস ঘোষ টাকা নিয়ে বিশ্বজিৎ পালকে বাদুড়িয়া শহর মণ্ডলের সভাপতি নিয়োগ করেছেন। তাঁকে কিছুতেই কর্মীরা মেনে নেবেন না। ওই পোস্টারের নীচে লেখা রয়েছে, বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীবৃন্দ। 

বিষয়টি নিয়ে নবনিযুক্ত মণ্ডল সভাপতি বিশ্বজিৎ বাবু বলেন, 'সভাপতি হওয়ার জন্য আমি কাউকে টাকা দিইনি। দলীয় কর্মীদের ভোটের মাধ্যমে আমি সভাপতি নির্বাচিত হয়েছি। আমি সভাপতি হওয়ার পর থেকে বাদুড়িয়ার তৃণমূল নেতৃত্ব ভয় পেয়েছেন। তাই, তাঁরাই ষড়যন্ত্র করে রাতের অন্ধকারে পোস্টার মেরেছেন। আমাদের দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।'

বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বলেন, 'মণ্ডল সভাপতি নিয়োগের ক্ষেত্রে জেলা সভাপতির কোনও ভূমিকা থাকে না। দলের রাজ্য কমিটি থেকে প্রতিনিধি পাঠানো হয়। তাঁর উপস্থিতিতে ভোটাভুটির মাধ্যমে মণ্ডল সভাপতি নির্বাচন করা হয়। বিশ্বজিৎ পালের নিয়োগও সেই নিয়মে হয়েছে। তৃণমূল ষড়যন্ত্র করে আমাদের বিরুদ্ধে পোস্টার ঝুলিয়েছে।' 

তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপিতে কে নেতা হবেন, তা নিয়ে লড়াই চলছে। তারই প্রতিফলন ওদের মণ্ডল সভাপতি নির্বাচনের পর থেকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। ওদের দলের কর্মীরাই নেতাদের বিরুদ্ধে পোস্টার মারছেন। ওই ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবেই জড়িত নয়। তৃণমূল কর্মীরা এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাসীও নয়।' 

সম্প্রতি তাপস বাবুর বিরুদ্ধে বসিরহাটের এক ব্যবসায়ী বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ তুলে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে চিঠি লিখেছেন। এবার তাপস বাবুর বিরুদ্ধে টাকার বিনিময় পদ বিক্রির অভিযোগ ঘিরে নতুন বিতর্ক শুরু হল।


BJPNorth24Parganas

নানান খবর

নানান খবর

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির দাপট চলবে উত্তর থেকে দক্ষিণে, আপনার জেলায় কবে দুর্যোগ জানুন ক্লিক করে 

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে ৭ মে, কখন কোথায় দেখা যাবে রেজাল্ট, জানাল সংসদ

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে পুলিশের জালে বিল্লি আর মনি

'অশান্ত' সামশেরগঞ্জ থেকে উদ্ধার সাম্প্রতিক সময়ের সবথেকে বড় জাল নোটের 'কনসাইনমেন্ট', গ্রেপ্তার দুই

বীরভূমের নলহাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, দীঘিতে ডুবে মৃত্যু তিন শিশুর

আলিপুরদুয়ারে চা বাগানের জলাশয়ে পড়ে গেল লেপার্ড, উদ্ধার করতে কালঘাম ছুটল বনকর্মীদের

অষ্টম 'মেদিনীপুর শ্রী' হলেন পশ্চিম মেদিনীপুরের চন্দন জানা

থানার মধ্যেই তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপ, রামপুরহাটে আটক অভিযুক্ত ও তার পরিবার

'জলদি ঘর-আ-যায়েগা পূর্ণম', রিষড়া এসে জানালেন বিএসএফ আধিকারিকরা

যৌন কেলেঙ্কারিতে বহিষ্কৃত সিপিএম নেতা বংশগোপাল, লবিবাজির শিকার বলে দাবি তাঁর

সোশ্যাল মিডিয়া