বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
AD | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ১২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: টাকা নিয়ে দলীয় পদ বিক্রি করছেন বিজেপির জেলা সভাপতি। শনিবার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় দলীয় কার্যালয়ে এমনই পোস্টার পড়েছে। শুধু তাই নয়, কার্যালয়ে তালাও ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও বিজেপি নেতৃত্বে দাবি, তৃণমূল ষড়যন্ত্র করে ওই পোস্টার ঝুলিয়েছে। শাসকদল অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে সম্প্রতি এক ব্যবসায়ী বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছেও চিঠি লিখেছেন।
অল্প ক'দিন আগে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার বিভিন্ন মণ্ডলের সভাপতি নির্বাচন হয়েছে। বাদুড়িয়া শহর মণ্ডলের সভাপতি করা হয়েছে বিশ্বজিৎ পালকে। তারপর থেকে দলীয় কোন্দল ছড়িয়ে পড়েছে। শনিবার সকালে দেখা যায়, বিজেপির বাদুড়িয়া শহর কার্যালয়ে তালা ঝোলানো রয়েছে। আর দরজার ওপরে বেশ কয়েকটি ছাপানো পোস্টার মারা রয়েছে। তাতে লেখা রয়েছে, দলের জেলা সভাপতি তাপস ঘোষ টাকা নিয়ে বিশ্বজিৎ পালকে বাদুড়িয়া শহর মণ্ডলের সভাপতি নিয়োগ করেছেন। তাঁকে কিছুতেই কর্মীরা মেনে নেবেন না। ওই পোস্টারের নীচে লেখা রয়েছে, বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীবৃন্দ।
বিষয়টি নিয়ে নবনিযুক্ত মণ্ডল সভাপতি বিশ্বজিৎ বাবু বলেন, 'সভাপতি হওয়ার জন্য আমি কাউকে টাকা দিইনি। দলীয় কর্মীদের ভোটের মাধ্যমে আমি সভাপতি নির্বাচিত হয়েছি। আমি সভাপতি হওয়ার পর থেকে বাদুড়িয়ার তৃণমূল নেতৃত্ব ভয় পেয়েছেন। তাই, তাঁরাই ষড়যন্ত্র করে রাতের অন্ধকারে পোস্টার মেরেছেন। আমাদের দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।'
বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বলেন, 'মণ্ডল সভাপতি নিয়োগের ক্ষেত্রে জেলা সভাপতির কোনও ভূমিকা থাকে না। দলের রাজ্য কমিটি থেকে প্রতিনিধি পাঠানো হয়। তাঁর উপস্থিতিতে ভোটাভুটির মাধ্যমে মণ্ডল সভাপতি নির্বাচন করা হয়। বিশ্বজিৎ পালের নিয়োগও সেই নিয়মে হয়েছে। তৃণমূল ষড়যন্ত্র করে আমাদের বিরুদ্ধে পোস্টার ঝুলিয়েছে।'
তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপিতে কে নেতা হবেন, তা নিয়ে লড়াই চলছে। তারই প্রতিফলন ওদের মণ্ডল সভাপতি নির্বাচনের পর থেকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। ওদের দলের কর্মীরাই নেতাদের বিরুদ্ধে পোস্টার মারছেন। ওই ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবেই জড়িত নয়। তৃণমূল কর্মীরা এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাসীও নয়।'
সম্প্রতি তাপস বাবুর বিরুদ্ধে বসিরহাটের এক ব্যবসায়ী বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ তুলে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে চিঠি লিখেছেন। এবার তাপস বাবুর বিরুদ্ধে টাকার বিনিময় পদ বিক্রির অভিযোগ ঘিরে নতুন বিতর্ক শুরু হল।
নানান খবর
নানান খবর

দাউদাউ করে জ্বলছে চাপড়ামারি জঙ্গল, বিপর্যস্ত বন্যপ্রাণ, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে

ইঁদুর মারতে সেমাইয়ের সঙ্গে মেশানো হয়েছিল বিষ, খেয়ে ফেলল বাড়ির শিশুরা, ভয়াবহ পরিণতি

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫টি ঘর, ঝলসে গেল গবাদি পশু-মজুত টাকা, গ্রাম জুড়ে হাহাকার

এবার সিকিম যাওয়া হবে আরো সহজ! পাহাড়ে যাতায়াতে সিকিম ও বাংলার যৌথ উদ্যোগ, জেনে নিন

একই ভুলে হাত হারালেন একই বাসের দুইযাত্রী, নদিয়াতে হাড়হিম করা দুর্ঘটনা

ইদের আনন্দ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে,মৃত ৪

বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে গিয়ে রহস্যমৃত্যু নাবালিকার, জঙ্গল থেকে উদ্ধার দেহ

সিঁদুরে মেঘ হল বৃষ্টি, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়, কোন স্বার্থ কেন্দ্রের?

চলো ঘুরে আসি, ভিক্ষুক সেজে শিশু চুরি মালদায়

‘এত পরিমাণ বাজি মজুত রাখার কারণ কী?’ পাথরপ্রতিমার ঘটনায় তদন্তে পুলিশ

দক্ষিণ ২৪ পরগণায় পাথরপ্রতিমায় বাজি বানানোর সময় বিস্ফোরণ, চার শিশু সহ সাত জনের মৃত্যু

সমাজে হত্যা ও ধর্ষণের প্রবণতা বৃদ্ধির নেপথ্যে প্রধান কারণ কী, মানসিক অবসাদ না কি সমাজমাধ্যম?

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হল না, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু সেনাকর্মীর

ঈদের আনন্দের মাঝেই শোকের ছায়া মুর্শিদাবাদে, পুড়ে ছাই বিঘের পর বিঘে চাষের জমি

খুশির ঈদে একই সঙ্গে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, রিষড়ায় সম্প্রীতির বার্তা দিলেন সকলেই