
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
মিল্টন সেন, হুগলি: যাত্রী নিরাপত্তা অনেক দূরের কথা, রিজার্ভেশন থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে পারেননি বহু যাত্রী। ভিড় সামাল দেওয়ার কোনও ব্যবস্থা নেই। অভিযোগ জানানোর জায়গা নেই। দেখা মেলেনি রেল পুলিশ, টিটি বা রেলের কোনও আধিকারিকের। রেলের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ। কুম্ভস্নান করতে প্রয়াগরাজে গিয়ে নির্মম অভিজ্ঞতা পূণ্যার্থীদের। রিজার্ভেশন টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে পারেননি হাজার হাজার পূণ্যার্থী। বাধ্য হয়ে বহু টাকা খরচ করে গাড়ি ভাড়া করে বাড়ি ফিরলেন শ্রীরামপুরের ২০ জন পর্যটক। গত ৯ ফেব্রুয়ারি ট্রেন ধরে পরদিন অযোধ্যায় পৌঁছন শ্রীরামপুরের ২৯ জন পূণ্যার্থী। পর্যটকদের মধ্যে অধিকাংশই ছিলেন প্রবীণ মহিলা।
অযোধ্যা থেকে বেনারস কাশি বিশ্বনাথ ঘুরে গত ১৪ তারিখ তাঁরা প্রয়াগে মহাকুম্ভে পূন্যস্নান করেন। তাঁদের সকলের গত শনিবার ১৫ তারিখ বিকেল ৪ টে ১০ নাগাদ দুন এক্সপ্রেসের টিকিট ছিল। নির্ধারিত সেই ট্রেন প্রায় তিন ঘণ্টা পরে স্টেশনে ঢোকে সন্ধে সাতটায়। ট্রেন স্টেশনে এসে দীর্ঘ সময় দাড়িয়ে থাকে। ট্রেন ছাড়ে রাত ৯ টা নাগাদ। দুন এক্সপ্রেস স্টেশনে আড়াই ঘণ্টা দাড়িয়ে থাকলেও সেই ট্রেনে উঠতে পারেননি তাঁরা। অনেক চেষ্টা করেও ট্রেনের কামরার সামনেই পৌঁছতে পারেননি একজনও। শ্রীরামপুর মরাদানের বাসিন্দা তরুণ কোলে জানিয়েছেন, তাঁর আত্মীয় বন্ধুদের পরিবার একসঙ্গে মাঝেমধ্যেই বেড়াতে গিয়ে থাকেন। এবারে কুম্ভে যাবেন ঠিক করেছিলেন। তাই দু’মাস আগেই ট্রেনে টিকিট কেটেছিলেন। দুন এক্সপ্রেসের স্লিপার ক্লাসে ২০ জনের রিজার্ভেশন টিকিট ছিল। বাকি ৯ পর্যটকদের রিজার্ভেশন ছিল এসিতে। ফেরার সময় এসিতে রিজার্ভেশন থাকা ৯ জন কোনওভাবে ট্রেনে উঠতে পারলেও বাকি ২০ জন ট্রেনে ওঠা তো দূরের কথা, কাছেও পৌঁছতে পারেননি। টানা আড়াই ঘণ্টা চেষ্টা করেও লাভ হয়নি। সারা রাত বেনারস স্টেশনে কাটিয়ে পরদিন আবার টিকিট কেটে কোনওভাবে কুম্ভ স্পেশাল ট্রেনে করে পন্ডিত দীন দয়াল উপাধ্যায় (মুঘলসরাই) স্টেশনে পৌঁছন।
আশা করেছিলেন সেখান থেকে যদি কোনও ট্রেন পাওয়া যায়। কিন্তু সেখানে পৌঁছে তিনি দেখেন অবস্থা আরও খারাপ। বাস স্ট্যান্ডে গিয়ে খোঁজ নিয়েও লাভ হয়নি। বাস না পেয়ে অবশেষে একটি ইনোভা এবং দুটি বোলেরো গাড়ি ভাড়া করেন। তিনটি গাড়ির ভাড়া হয় ৭২ হাজার টাকা। সোমবার ভোরে সেই ভাড়া গাড়িতে তাঁরা বাড়ি ফেরেন। তরুণ বাবু আরও জানিয়েছেন, স্টেশনে বা ট্রেনে কোনও আরপি এফ নজরে পড়েনি। টিটি নেই, যাত্রীদের দুরবস্থা বা নিরাপত্তা দেখারও কেউ ছিল না। মানুষ মরল কি বাঁচল দেখার কেউ নেই। চরম অব্যবস্থার ছবি সর্বত্র। ট্রেনের টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে পারেননি তাঁদের এক জনও। পর্যটক সুজাতা ঘোষাল বলেছেন, বাধ্য হয়ে তিনি হেঁটে ঘুরেছেন, তবু শান্তিতে ছিলেন। ট্রেনে ওঠার পর চরম কষ্ট! উপায় ছিল না, সহ্য করেছেন। এত টাকা গাড়ি ভাড়া দিয়ে ফিরতে হবে, কখনও ভাবেননি। গত শনিবার দিল্লি স্টেশনে যাত্রীদের হুড়োহুড়িতে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় ১৮ জন পর্যটকের। ট্রেনে ফেরার চেষ্টা করলে তাঁদেরও এমনই অবস্থা হত বলে দাবি করেছেন শ্রীরামপুরের পর্যটকরা।
ছবি: পার্থ রাহা
হাতি তাড়াতে গিয়ে পিষ্ট হয়ে মৃত দুই যুবক, মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের
ফের বাংলার আকাশে রহস্যময় ড্রোন, কলকাতার পর এই জেলায় রাতবিরেতে আতঙ্ক ছড়াল
আজ ৫ জেলা ভেসে যাবে ভারী বৃষ্টিতে, টানা সাতদিন বাংলা জুড়ে ঝড়বৃষ্টির তাণ্ডব চলবে
ছাগল চুরি করতে এসেছিল ওরা, বাধা দিল খোদ হাতি? তারপর যা হল গ্রামে…
তুমুল ঝড়-বৃষ্টি, লালগোলাগামী ফাস্ট প্যাসেঞ্জারে বজ্রপাত, জ্বলে উঠল দাউদাউ করে, ভয়াবহ পরিস্থিতি
দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি, গুরুতর জখম কর্মচারী, লুঠ ৪০ লক্ষ টাকার সোনা
হাতে দু’ঘন্টা সময়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় ধেয়ে আসছে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট
গৃহপালিত পশুর পর অজানা কারণে সিতাইয়ে এক পরিবারের তিনজনের মৃত্যু, আতঙ্কিত গ্রাম, পরিদর্শনে স্বাস্থ্য আধিকারিক ও বিডিও
বুধবার থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, রইল আবহাওয়ার বড় আপডেট
পচনশীল ও অপচনশীল আবর্জনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে আয়োজিত হল র্যালি
পুলিশের জালে তিন মোবাইল চোর, উদ্ধার ৭০টি ফোন
মিলবে আধুনিক পরিষেবা, রেডক্রস সঞ্জীবন হাসপাতাল উদ্বোধন করলেন মন্ত্রী শশী পাঁজা
ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাবার, ছেলেকে দিয়ে দেহাংশ তোলাল পুলিশ
বিকেল হতেই জেলায় জেলায় শুরু বৃষ্টি, চলবে কতদিন জানুন ক্লিক করে
পাশে রাজ্য সরকার, চাকরিতে যোগ দিলেন অপহৃত উকিল বর্মণের ছেলে পরিতোষ বর্মণ
গঙ্গার পাড়ে মিটিং করতে এসে গ্রেপ্তার সাত, সাইবার প্রতারণা চক্র?
জগন্নাথ মন্দির দর্শন আরও সহজ, ৬টি ভলভো বাস উত্তরবঙ্গ থেকে আসবে দিঘায়, জানালেন মমতা
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতেই উদ্বোধন, শিলিগুড়িতে পথ চলা শুরু টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুলের